Thursday, February 12, 2015

শরীরের তিল দেখে নিজের ভাগ্য জেনে নিন

শরীরের তিল দেখে নিজের ভাগ্য জেনে নিন
তিলের অবস্থান থেকেও একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়৷ অনেকে ভাবতে পারেন এটা নিতান্তই একটি কুসংস্কার ছাড়া আর কিছু নয়৷
কিন্তু প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা রয়েছে৷ দীর্ঘ গবেষণার পরেই ভারতের পণ্ডিতেরা এই তত্ত্ব আবিষ্কার করেছেন৷

১) পুরুষের শরীরের ডান দিকে ও পুরুষের শরীরের বাঁ দিকে তিল থাকলে তা শুভ হিসেবে মনে করা হয়৷ পণ্ডিতেরা জানিয়েছেন শরীরে ১২টির কম তিল থাকা শুভ৷

২) যাদের ভ্রুতে তিল রয়েছে তাদের প্রায়ই ভ্রমণের যোগ রয়েছে৷ ডান ভ্রুতে তিল থাকলে কোনও ব্যক্তির দাম্পত্য জীবন সুখের হয়৷ বাঁচ ভ্রুর তিল দুখী দাম্পত্যের লক্ষণ৷

৩) মাথার মাঝখানে তিল নির্মল ভালসাবার প্রতীক৷ মাথার ডান দিকে তিল থাকলে তা কোনও বিষয়ে নৈপুণ্যের প্রতীক৷ আবার যাদের মাথার বাঁ দিকে তিল রয়েছে তারা অর্থের অপচয় করেন৷ মাথার ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন৷ বাঁ দিকের তিল নারাশাপূর্ণ জীবনের সূচক৷

৪) ডান চোখে তিল থাকলে ব্যক্তি উচ্চবিচার ধারা পোষণ করেন৷ বাঁ চোখের তিল যাদের রয়েছে তাদের ভাবনা চিন্তা তেমন উন্নত নয়৷ যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাবুক প্রকৃতির হন৷

৫) চোখের পাতায় যাদের তিল রয়েছে তারা সাধারণত সংবেদনশীল হন৷ তবে যাদের ডানদিনেক চোখের পাতায় তিল রয়েছে তারা অন্যদের তুলনায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন৷
৬) যাদের কানে তিল রয়েছে তাদের আয়ু অনেক বেশি থাকে৷

৭) নারী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত দেয়৷ মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন ও তার জীবনসঙ্গী খুব সুখী হন৷

৮) নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন ও সুখী হন৷ যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন৷

৯) যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয় ভালবাসায় ভরপুর৷ তবে ঠোঁটের নীচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে৷

১০) গালে লাল তিল থাকা শুভ৷ তবে গালে টোলে তিল অর্থহীনতার প্রতীক৷ কিন্তু ডান গালে তিল থাকলে ব্যক্তি ধনী হন৷

১১) যে নারীর থুতনিতে তিল রয়েছে তারা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারেনা৷ তারা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন৷

১২) ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন৷ যাদের বাঁ কাঁধে তিল রয়েছে তারা অল্পেতেই রেগে যান৷

১৩) যাদের হাতে তিল রয়েছে তারা চালাক চতুর হন৷ ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন৷ আবার ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন৷ বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন৷ আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন৷ যে ব্যক্তির ডান হাতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হন৷ 

বাঁ হাতে তিল থাকলে তারা ঝগড়াটে স্বভাবের হন৷ যাদের তর্জনীতে তিল রয়েছে তারা বিদ্বান, ধনী ও গুণী হয়ে থাকেন৷ তারা বেশিরভাগ সময়েই শত্রু দ্বারা সমস্যায় জর্জরিত থাকেন৷ বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তারা কর্মঠ, সদ্ব্যলহার ও ন্যায়প্রিয় হন৷ মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন৷ তাদের জীবন শান্তিতে কাটে৷ কনিষ্ঠ আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী ও অপরাজেয় হন৷

১৪) যে ব্যক্তির কোমরে তিল রয়েছে তাদের জীবনে সমস্যার আনাগোনা থাকে৷

১৫) নারীদের ডান দিকে বুকে তিল থাকা শুভ৷ এমন পুরুষও ভাগ্যশালী হন৷ বাঁ দিকের বুকে তিল থাকলে নারী অসহযোগি হন৷ বুকের মাঝখানের তিল সুখী জীবনের ইঙ্গিত দেয়৷

১৬) যে জাতকের পায়ে তিল রয়েছে তাদের জীবনে প্রচুর ভ্রমমের যোগ রয়েছে৷ ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থজীবন সুখের হয়৷ বাঁ হাঁটুর তিল সংসারে অশান্তি ডেকে আনে৷

১৭) যে ব্যক্তির পেটে তিল রয়েছে তারা খুব পেটুক প্রকৃতির হয়ে থাকেন৷ মিষ্টি এই ধরণের মানুষের অত্যন্ত প্রিয়৷ তবে এরা অন্য কাউকে নিজের টাকায় খাওয়াতে একেবারেই পছন্দ করেননা৷

Til the luck to get a look at the body
A man from the future is to determine the location of sesame. Many people may think it is nothing more than just a superstition.
Determining the fate of the ancient sea, seeing as it is the mole. Indian scholars have discovered this theory after a long research.

1) men and women on the right side of the body on the left side of the body as it is conducive to the mole. Happy to be less than 1 mole of the body of scholars.

Ii) There are those who often travel bhrute sesame adds. If you are a person's marital happiness right bhrute Sesame. Live Sesame miserable marriage signs eyebrows.

3) clarify the middle of the head til bhalasabara symbol. Mole on the right side of the head, no matter if it is a symbol of performance. Whose head is on the left again til they squandered money. Mole on the right side of the head of wealth and intelligence mark. Sesame narasapurna indicator of life left.

4) If the person is in the right eye uccabicara the harbor mole. The left eye of the mole has not improved much in their thought. Whose eyes are manite til they're generally contemplative nature.

5) The eyelids are the mole, they are usually sensitive. However, there are sesame danadineka eyelids are extra sensitive than others.
6) whose ears til their life expectancy is much higher.

7) men and women around the face, happy and polite to them til indicates. If the mole is the richest person in the fate and her partner were very happy.

8) If the person in the nose mole was gifted and blessed. They're lucky to have her nose wart.

9) whose lips til their hearts full of love. The bottom lip til she lives in poverty exists.

10) Happy to be red mole on the cheek. The symbol of the absurdity of the cheek mole tolls. If you're the richest person in the right cheek mole.

11) that women are thutanite til they can not easily socialize with people. They are usually a little rough nature.

1) If the right shoulder, the mole was resolute. There are those on the left shoulder til they alpetei angry.

13), in whose hands are the mole, they're clever. Sesame right hand if they're strong. If the mole on the back of the right hand, they are the richest. If you spend a lot more money that is left in the hands of the mole. The man behind the left hand side of the mole are stingy. That person is in the right hands til they're established and knowledgeable.

Sesame left hand if they're cantankerous nature. Whose index finger is til they learned, are rich and talented. They are often troubled by the enemy. They are hard-working people who have thumb Sesame, sadbyalahara and was nyayapriya. If you're happy with sesame madhyamaya person. Spent their lives in peace. If younger finger til the wise, celebrity, wealth and became invincible.

14) If the person calling himself 'til their life problems.

15) have a mole on the right side of the women happy. If men bhagyasali. If the woman was asahayogi Sesame left chest. Til the middle of the chest indicates a happy life.

16) has a mole on the horoscope adds bhramamera of their lives. If you are happy with sesame grhasthajibana right knee. Til the world brings turmoil left knee.

17) that the person has the stomach til they're too greedy nature. These kinds of people very dear sweet. It does not like it, but someone else's money to treat.

No comments:

Post a Comment