Tuesday, October 22, 2013

পেয়ারার যত গুনাগুণ !

পেয়ারার যত গুনাগুণ !

১. পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া যায়৷ ১০০ গ্রাম পেয়ারায় ১৮০ মি.গ্রাম ভিটামিট ‘সি’ থাকে, যা কমলার তুলনায় পাঁচগুণ বেশি৷ 

২. পেয়ারায় আছে ভিটামিট ‘এ’ ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্স৷ 
৩. আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন৷ 
৪. সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ফলিক এসিড ও নিকোট্রিন এসিড৷
৫. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত রাখতে পেয়ার বেশ কাজ দেয়৷ 
৬. রক্তসঞ্চালন ভাল রাখে ফলে হার্টের রোগীরা পেয়ারা খেতে পারেন৷ 
৭. নিয়মিত পেয়ার খেলে কোলেস্টোরেলও নিয়ন্ত্রণে থাকে৷ 
৮. অ্যাজমা, স্কার্ভি, ওবিসিটি ইত্যাদি অসুখের ক্ষেত্রেও পেয়ারা বেশি উপকারী৷
৯. ডায়বেটিস, ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে পেয়ারা৷ 
১০. কমপ্লেক্স কার্বহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ পেয়ারা রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে৷ 
১১. পেয়ারা পাতার জুস গ্যাস্ট্রাইটিসের সমস্যায় উপকারী৷ কারণ পেয়ারার পাতায় রয়েছে শক্তিশালী এন্টিএক্সিডেন্ট৷ 
১২. পেয়ারা ওজন কমাতে সাহায্য করে এবং এর জুস সর্দি কাশি উপশম করে৷
১৩. আয়রণ ও ফাইবার সমৃদ্ধ পেয়ারা কনস্টিপেশান সারানোর জন্য উপকারী৷ 
১৪. বয়সের সঙ্গে জড়িত নানা রোগ যেমন অ্যালজাইমার, ছানি, রিউমেটেড, আথ্রাইটিস প্রতিরোধে পেয়ারা সাহায্য করে৷ 

১৫. এন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ পেয়ারা ডিসেনট্র্রি প্রতিরোধ করে৷




The Benefit guava !

1 . Peyaraya plenty of vitamin C is found . 100 grams peyaraya 180 m . G bhitamita ' C ' is , which is more orange than pamcaguna .
The . There peyaraya bhitamita 'A' and the vitamin B complex .
3 . Beta carotene is enough .
4 . It contains calcium , phosphorus , potassium , folic acid , and acid nikotrina .
5 . High blood pressure is controlled to keep the pair in the act .
6 . The guava is a good raktasancalana heart patients can eat .
7 . I love playing with kolestorelao control .
8 . Asthma , scurvy , a disease of the OBC is more beneficial to guava .
9 . Diabetes , cancer , prostate cancer and helps prevent diseases such as guava .
10 . Guava blood sugar levels under control, fiber -rich complex karbahaidreta and helps .
11 . Leaves of guava juice is beneficial gyastraitisera problems . Because of the strong links entieksidenta guava .
1 . Guava helps to reduce weight and relieve cough and cold juice .
13 . Ayarana and guava are rich in fiber are beneficial for kanastipesana repairs .
14 . Associated with various diseases , such as age ayalajaimara , cataracts , riumeteda , guava helps prevent athraitisa .
15 . এন্টিব্যাকটেরিয়াল material is rich in guava disenatrri


No comments:

Post a Comment