Saturday, July 20, 2013

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার সহজ উপায়


প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার সহজ উপায় 


কে না চায় পুতুলের মত লম্বা চুল,ফর্সা গায়ের রঙ আর উজ্জ্বল ত্বকের অধিকারী হতে। কেমিক্যাল আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা অনেক সময় কেমিক্যালের আশ্রয় নিই।আজ আমি সেই সৌন্দর্য পিপাসুদের জন্য সাধারণ কিছু উপাদান দিয়ে নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস দিব।

• ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।

• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।

• ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেকদিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।

• আপনার যদি টমেটো তে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।

• শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন।মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষণীয়।

• ২ টেবিল চামচ বেসন,২ চিমটি কাঁচা হলুদ ,২-৩ ফোঁটা লেবুর রস আর ১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন।মুখে ৫ মিনিট ভালো ভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি।তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।তবে মনে রাখবেন হলুদ কিন্তু সবার ত্বকের জন্য নয়। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।

• কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটে অথবা আলুর পাল্প দিনে ২বার করে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

আশা করছি টিপস গুলো আপনাদের কাজে লাগবে।কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন উপাদানগুলোর সাথে আপনার ত্বক মানিয়ে নিতে পারে কিনা।আপনার এক বন্ধু বা আত্মীয় এক উপাদান দিয়ে উপকার পায় বলে আপনিও পাবেন এমন কোন কথা নেই।সেজন্য আমি বিভিন্ন উপাদানের প্যাকের রেসিপি দিয়েছি।সব সময় আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেন কোন ধরণের চুলকানি কিংবা জায়গাটা লাল হয়ে যাচ্ছে কিনা,তারপর পছন্দসই প্যাকটি বেছে নিন।

ডিসক্লেইমারঃ ”ফর্সা ত্বক সৌন্দর্যের একমাত্র মাপকাঠি নয়”



The easy way to naturally lighten


Who does not like a puppet, long hair, fair skin and bright color of the skin may be entitled to. Chemical damage the delicate skin of many. We show that knowing the chemicals would take a lot of time. Pipasudera The beauty of it is common for some of the materials to be fair to safely give some tips.

• 1 table spoon of milk powder, 1 table spoon of honey, 1 table spoon of lemon juice and half a table spoon Nut Oil mixed in a better way, leave it for 10-15 minutes. Then clearing. Saina in this pack will bring the sun burns Gone.

• besana, milk and lemon juice teaspoon of the mixture in the face, neck and wash it with cold water after 15 minutes. 2bara week, apply it to your skin color must be bright.

• sandal powder for skin Whitening undeniable contribution. Sandal powder mixed with milk to make each light hand massage. The smile on your face phutabei few days.

• If you do not have allergies, tomatoes and a few drops of lemon juice, then mixed with tomato klatha fair skin, face and neck for 15 minutes after use and wash.

• Half cup of tea likara (cold), spoon the rice powder, mixed with half a teaspoon of honey and apply to face. Rice powder and honey facial scrubber will work as maintain moisture.

• sasara juice and honey in equal amount to keep it at 15 minutes., It is beneficial for dry skin. Oily skin should use honey instead of lemon.

• Once a week, apply a face catakiye ripe banana 3/4 minutes after the wash. They have hidden away all the dirt you can nimise you'll get more interesting.

• The table spoon pea-flour, a pinch of raw turmeric, 3 drops of lemon juice and 1 teaspoon milk pack remove them. 5 minutes, thoroughly massage the face of this pack. 0 minutes and then wash it with cold water., But remember yellowing of the skin but not for. So before taking a test is not the enemy of raw turmeric to your friends.

• Raw potato juice or thin-cut potatoes or potato palpa 2bara day use, but you will get better results.

Hopefully these tips you will be., But must note whether the material can adapt to your skin., One of your friends or relatives who would benefit from one element that does not get you. Therefore I gave the recipe ingredients pack. Before all time I kind of see it in the hands of the itching and the area is red, then select the desired pack.


Disakleimarah "lighten the skin, beauty is not the only yardstick"

2 comments:

  1. অসংখ্য ধন্যবাদ । ফ্যাশন কখনো এক গন্ডিতে থেমে থাকে না। নিয়মিতই গড়িয়ে চলে এটি। অনেকে ভাবে, ফ্যাশন হলো আপনার স্টাইল। ফ্যাশন আর ষ্টাইলের মধ্যে পার্থক্য রয়েছে।
    বিস্তারিত, ফ্রী ডাউলোড করুন
    Bangla Audio
    Hindi Audio
    Kolkata Audio
    নিউবাস্ক থেকে প্রতি মাসে - Hindi Video
    ১৫০০০-২০০০০ টাকা - Kolkata Video
    আয় করুন খুব সহজে - Bangla Video
    ঘরে বসে - New Natok
    অনেক ধন্যবাদ - Android Apps

    ReplyDelete