দীর্ঘক্ষণ ধরে ঘড়ি, চশমা, ব্রেসলেট, টুপি প্রভৃতি পরে থাকলে সেখানে একধরনের দাগ পড়তে পারে। সাধারণত সূর্যের রশ্মি সরাসরি পড়ে এমন স্থানে কাজ করলে শরীরের ঢাকা অংশ বাইরের অংশ থেকে কিছুটা সাদা দেখায়। ফলে এটি শরীরের অন্য অংশ থেকে আলাদা দেখায়। অনেক সময় এটি নিয়ে অন্যের সামনে বিব্রত হতে হয়। এ থেকে রক্ষা পাওয়ার জন্য সূর্যের রশ্মি সরাসরি পড়ে, এমন স্থানে কাজ করা থেকে বিরত থাকতে হবে।
এ অবস্থায় সেই স্থানকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। প্রথমত, বাইরে থেকে ঘরে ফিরে কুসুম গরম পানিতে ১০ থেকে ১৫ মিনিট গামছা ভিজিয়ে রেখে আক্রান্ত স্থানে ১০ মিনিট ধরে রাখতে হবে। তারপর স্বাভাবিক পানি দিয়ে সে স্থানটি ধুয়ে ফেলতে হবে। এরপর রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে সেখানে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে না চাইলে একটুখানি গ্লিসারিন এবং সমপরিমাণ পানি সে স্থানে লাগানো যেতে পরে। পরদিন সে জায়গাটি ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে এক দিন পর পর এ নিয়ম মেনে
চললে বেশ উপকার পাওয়া যাবে।
Over the longer the clock, glasses, bracelets, hats, etc. If you can stain the vinyl. The sun's rays fall directly in the work of the external part of the body, from the looks of it. It looks different from another part of the body. It is a long time to be embarrassed in front of others. The direct light from the sun, and a place to be away from work.
The place to restore the previous state of the rules - must adhere to laws. First, out of the back of the room, warm water 10 to 15 minutes, 10 minutes should be kept in place with the towel bhijiye. Then wash the area with water. After an hour of sleep the night before, put the cream mayescaraijim. Do not put the same amount of water and glycerine cream mayescaraijim ekatukhani be utilized after the place. The next day, wash the area well. In this way, one day after the running of the benefit can be found in the rules.
এ অবস্থায় সেই স্থানকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। প্রথমত, বাইরে থেকে ঘরে ফিরে কুসুম গরম পানিতে ১০ থেকে ১৫ মিনিট গামছা ভিজিয়ে রেখে আক্রান্ত স্থানে ১০ মিনিট ধরে রাখতে হবে। তারপর স্বাভাবিক পানি দিয়ে সে স্থানটি ধুয়ে ফেলতে হবে। এরপর রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে সেখানে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে না চাইলে একটুখানি গ্লিসারিন এবং সমপরিমাণ পানি সে স্থানে লাগানো যেতে পরে। পরদিন সে জায়গাটি ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে এক দিন পর পর এ নিয়ম মেনে
চললে বেশ উপকার পাওয়া যাবে।
Over the longer the clock, glasses, bracelets, hats, etc. If you can stain the vinyl. The sun's rays fall directly in the work of the external part of the body, from the looks of it. It looks different from another part of the body. It is a long time to be embarrassed in front of others. The direct light from the sun, and a place to be away from work.
The place to restore the previous state of the rules - must adhere to laws. First, out of the back of the room, warm water 10 to 15 minutes, 10 minutes should be kept in place with the towel bhijiye. Then wash the area with water. After an hour of sleep the night before, put the cream mayescaraijim. Do not put the same amount of water and glycerine cream mayescaraijim ekatukhani be utilized after the place. The next day, wash the area well. In this way, one day after the running of the benefit can be found in the rules.
No comments:
Post a Comment