Thursday, July 18, 2013

Skin Care in Ramadan রমজানে ত্বকের যত্নে


রমজানে ত্বকের যত্নে

রমজানে সারাদিন রোজা রেখে ত্বক কিছুটা প্রাণহীন ও নিস্তেজ হয়ে পরে। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এ সময় প্রয়োজন ত্বকের বিশেষ যত্নের। আপনাদের জন্য তাই রইলো রমজানে ত্বকের যত্নের বিশেষ কিছু টিপস্।

* পানি শূণ্যতার কারণে এসময় ত্বকের আর্দ্রতা কমে গিয়ে প্রাণহীন ও শুষ্ক হয়ে পড়ে। ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহারের মাধ্যমে ত্বকের শুষ্কতা দূর করতে পারেন। ত্বকের গভীরে আর্দ্রতা যোগিয়ে ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

* রমজান মাসে সব রকমের টোনার জাতীয় প্রসাধন এড়িয়ে চলা উচিত। এই ধরণের প্রসাধনী বেশি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

* এসময় ঠোঁট অনেক বেশি ফেটে যায়। রাতে ঘুমাবার আগে ঠোঁটে ভাল করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি দিয়ে ঘুমাতে যাবেন। বেশি শুষ্ক ঠোঁটের যত্নে হালকা গরম নারিকেল তেল ম্যাসাজ করে লাগান।

* অ্যালমন্ড বা কাঠবাদাম বাটা, ঠাণ্ডা দুধ এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক নিয়মিত ব্যবহার করুন। এটি শুষ্ক পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী।

* মুখের সাথে সাথে শরীরেরও যত্ন নিন। নিয়মিত ত্বকের উপযোগী ভাল কোন বডি লোশন ব্যবহার করুন।

* কড়া পারফিউম ব্যবহার না করে মিষ্টি সুবাসের হালকা রোজ ফ্রাগরেন্সের পারফিউম ব্যবহার করুন।

* রমজানে হালকা মেকাপের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখুন। ঘর থেকে বের হবার আগে সামান্য কনসিলার, কমপ্যাক্ট পাউডার লাগান। রোজায় ঠোঁটে কোন প্রসাধনী না লাগানোই ভাল।

* চোখে ব্রাউন বা ন্যাচারাল শেইডের কোন আই শ্যাডো লাগান। কাজল লাগান এবং কাল বা ব্রাউন কোন পেন্সিল লাইনার দিয়ে চোখ এঁকে নিন।

* ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত প্রচুর পরিমানে পানি পান করুন। ভাজা পোড়া যথাসম্ভব এড়িয়ে চলুন। ত্বকের যত্নে পানি, স্বাস্থ্যসম্মত খাবারের কোন বিকল্প নেই।



 Skin Care in Ramadan

Ramadan fasting on the day of the somewhat lifeless and dull skin after it. The lack of moisture in the skin decreases. The skin needs special care, as well as fast pursuit. I left some skin care tips for the Ramadan.

* The skin moisture due to less water sunyatara was lifeless and dry. Moisturizing cream or lotion to prevent dry skin can use. Yogiye skin deep moisture from the skin to rupture.

* All types of toner in the month of Ramadan decoration should be avoided. More use of such cosmetics skin becomes more dry.

* The lips can also rupture. Bhyasalina or petroleum jelly good time thomte night before you go to sleep with. Massage warm coconut oil is more dry and apply a light lip yatne.

* Ayalamanda or kathabadama rebate, cold milk and rose water face pack made with regular use. It is very beneficial for dry skin panisunya.

* Take care of the mouth with sarirerao. Regular skin body lotion which is suitable for use.

* Do not use strong perfumes and sweet aroma, light rose perfumes phragarensera use.

* Ramadan light mekapera keep it to yourself. Kanasilara slightly out of the house before, and apply compact powder. Rojaya thomte Cosmetics is a good laganoi.

* Eye Brown Eye Shadow Stick in the Natural seidera. Kajol and turn black or brown eyes with a pencil lainara Take emke.


* Iftar seharira up a large amount of water to drink. Avoid fried possible burns. Yatne the skin, there is no substitute for healthy food.

No comments:

Post a Comment