স্বপ্নের কথা !
১। স্বপ্ন মানুষের মনের অবচেতনে জমা চাপা ঘটনা বা অনুভুতির বহিপ্রকাশ।
২। ক্লান্ত মানুষ প্রথম দুই ঘন্টা ঘুমানোর সময় স্বপ্ন দেখে না। তখন শরীর পূর্ণ বিশ্রাম নেয়।
৩। স্বপ্ন দর্শন কালকে rapid eye movement period বলা হয়।
৪। নিদ্রাকালে যে সময় মানুষ স্বপ্ন দেখে না সে সময়টাকে non rapid eye movement period বলা হয়।
৫। প্রতিদিন মানুষ অন্তত ৪/৫ টি স্বপ্ন দেখে।
৬। স্বপ্ন সংক্রান্ত গবেষণার জন্য সবচে বেশী যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হল-
পজিট্রন ইমিশন টমোগ্রাফার(PET)।
৭। মস্তিষ্কের আবেগ কেন্দ্র "লিম্বিক সিস্টেম" ঘুমন্ত অবস্থাতেও
পরুপুরি সক্রিয় থাকে।আর তাই আমাদের স্বপ্নগুলো হয় অনুভুতি সম্পন্ন।
৮। চরক-সংহিতা সাত প্রকার স্বপ্নের কথা বলেছে। বৌদ্ধ দর্শনে বর্ণিত হয়েছে ছয় প্রকারের স্বপ্ন।
৯। চিন্তা স্বপ্নকে প্রভাবিত করে কিন্তু চিন্তার তুলনায় স্বপ্নের বিচরণ
ক্ষেত্র অনেক বেশি প্রশস্ত।
১০। টাটকা এবং গভীর আবেগীয় স্বপ্নগুলো মস্তিষ্কের “অ্যামিগডালা” এবং
“হিপ্পোক্যাম্পাস” নামের দুইটি জায়গার সাথে জড়িত।
১১। “ক্যারকট-উইলব্রান্ড সিন্ড্রোম” নামের একটি বিরল রোগে দেখা যায় মানুষ স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলে।
১২। মানুষ স্বপ্নের ৯০ % অংশ ভুলে যায়, ঘুম থেকে জাগার ৫ মিনিটের মধ্যে
মানুষ স্বপ্নের অর্ধেক ভুলে যায় আর ১০ মিনিটের মধ্যে ৯০% ই ভুলে যায় ।
১৩। যেসব মানুষ জন্মের পরে অন্ধ হয় তারা যে ইমেজ দেখেছে, সেসবের স্বপ্ন দেখে আর যারা অন্ধ হয়ে জন্ম নেয় তারা কোন ইমেজ দেখতে পারে না। তারা শুধু আশেপাশের শব্দ, গন্ধ, স্পর্শ আর অনুভূতির স্বপ্ন দেখে।
১৪ যেসব মানুষ জন্মের পরে অন্ধ হয় তারা যে ইমেজ দেখেছে, সেসবের স্বপ্ন দেখে আর যারা অন্ধ হয়ে জন্ম নেয় তারা কোন ইমেজ দেখতে পারে না। তারা শুধু আশেপাশের শব্দ, গন্ধ, স্পর্শ আর অনুভূতির স্বপ্ন দেখে।
১৫। সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।
১৬। আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না।
১৭। গড়ে একজন মানুষ বছরে ১৪৬০ টি স্বপ্ন দেখে।
১৮। আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নেযে সব চেহারা
দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনওনা কখনও দেখেছি।
১৯। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন
না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন।
২০। সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে।তার কারণ,
গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়।
২১। গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময়
স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট।
২২। ১২ % মানুষ শুধু সাদা কালো স্বপ্ন দেখে আর বাকি ৮৮ % মানুষের স্বপ্নে রং দেখে ।
গবেষণায় দেখা গেছে ২৫ বছরের নিচে যারা তাদের স্বপ্নের ৪.৪ অংশ সাদা কালো হয়।
২৩। প্রত্যেক রাতে মানুষ প্রায় কমপক্ষে ১ থেকে ২ ঘণ্টা স্বপ্ন দেখে কাটায়।
২৪। পশু পাখিও মানুষের মতো স্বপ্ন দেখে । ধারণা করা হয় কুকুর বা যেকোনো
প্রানি যখন ঘুমের মাঝে স্বপ্ন দেখে আর পা নাড়তে থাকে তখন সে কিছু তাড়া করার স্বপ্ন দেখে ।
২৫। মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।
২৬। পুরুষ এবং মহিলারা আলাদাভাবে স্বপ্ন দেখেন । ছেলেরা অধিকাংশ সময় অর্থাৎ ৭০ % স্বপ্ন
দেখে অন্য ছেলেদের নিয়ে । মেয়েরা ছেলে আর মেয়েদের নিয়ে সমান পরিমান স্বপ্ন দেখে ।
২৭। বিশেষ এক ধরনের স্বপ্ন আছে, যে ক্ষেত্রে খুব সচেতনভাবেই স্বপ্ন দেখা যায়। একে লুসিড ড্রিমিং বলা হয়।
২৮। স্বপ্নেও যৌনতৃপ্তি লাভ সম্ভব।
২৯। জ্ঞানীজনেরা পরামর্শ দেন স্বপ্ন লিখে রাখা দরকার।
৩০। অনেক বিজ্ঞানী তাদের আবিস্কারের তথ্য স্বপ্নে পেয়েছিলেন।
Dream!
1. I pressed the unconscious human mind or feelings bahiprakasa events.
The. Tired of people do not see the first two hours of sleep. The rest of the body is full.
3. I hope tomorrow is called rapid eye movement period.
4. I do not see that when people nidrakale non rapid eye movement period of time is called.
5. Every day, people of at least 4/5 of the dream.
6. The best ones of the device can be used for research, it is - pajitrana imisana tamographara (PET).
7. The brain's emotion center "limbika system" is enabled parupuri sleeping conditions., And so is the feeling of our dreams.
8. Caraka - Codex were seven types of dreams. The six types are described in Buddhist philosophy.
9. I dream a dream of roaming the fields is much more spacious than I thought.
10. Fresh and deep emotional ingredient of the brain dreams "ayamigadala" and "hippocampus" with the name of the two places.
11. "Kyarakata - uilabranda syndrome" is a rare disease that has lost the ability to dream.
1. 90% of people with a dream, wake up wake up 5 minutes of the half with just 90% in the 10 minutes it was forgotten.
13. People who are blind at birth and that the image views, the dreams of those who are born blind they can not see the image. They are just around the sound, smell, touch, and feeling like a dream.
14 people are blind after birth that image views, the dreams of those who are born blind they can not see the image. They are just around the sound, smell, touch, and feeling like a dream.
15. Saikalajistadera night insomnia means that you are living someone else's dream.
16. You never call, and I will not see the nose together.
17. 1460 has been a year of dreams.
18. Our brain can not make an appearance. We all look sbapneye I ever saw in all of our lives kakhanaona.
19. If you think you do not dream means that you can not remember it, otherwise you are suffering from any mental illness.
The 0. Pregnant women are usually more than the others I can not remember. Because of their highly hormonal changes during pregnancy.
The 1. The average is 10 to 15 minutes was a dream. The long-time dream, which was 30 to 45 minutes in the morning.
The. 1% of the people just like the rest of the 88% of people dream in black and white in color. Studies of the 5-year-old who dreams of black and white is 4.4.
And 3. Every night I dream about the hours they spend at least 1.
And 4. I like the dreams of birds and animals. It is believed that the dog or any animal while sleeping at the foot of the dream to chase a dream that he is narate.
And 5. I spend almost 6 years of his life.
And 6. Men and women separately dream. Most of the time, which means that 70% of boys with other boys. Girls boys and girls dream of seeing the same amount.
And 7. There is a special kind of dream, that the dream is very conscious. It is lusida drimim.
And 8. Yaunatrpti can dream of.
And 9. Jnanijanera advised of the need to write.
30. Many scientists dream of discovering the information received.
১। স্বপ্ন মানুষের মনের অবচেতনে জমা চাপা ঘটনা বা অনুভুতির বহিপ্রকাশ।
২। ক্লান্ত মানুষ প্রথম দুই ঘন্টা ঘুমানোর সময় স্বপ্ন দেখে না। তখন শরীর পূর্ণ বিশ্রাম নেয়।
৩। স্বপ্ন দর্শন কালকে rapid eye movement period বলা হয়।
৪। নিদ্রাকালে যে সময় মানুষ স্বপ্ন দেখে না সে সময়টাকে non rapid eye movement period বলা হয়।
৫। প্রতিদিন মানুষ অন্তত ৪/৫ টি স্বপ্ন দেখে।
৬। স্বপ্ন সংক্রান্ত গবেষণার জন্য সবচে বেশী যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হল-
পজিট্রন ইমিশন টমোগ্রাফার(PET)।
৭। মস্তিষ্কের আবেগ কেন্দ্র "লিম্বিক সিস্টেম" ঘুমন্ত অবস্থাতেও
পরুপুরি সক্রিয় থাকে।আর তাই আমাদের স্বপ্নগুলো হয় অনুভুতি সম্পন্ন।
৮। চরক-সংহিতা সাত প্রকার স্বপ্নের কথা বলেছে। বৌদ্ধ দর্শনে বর্ণিত হয়েছে ছয় প্রকারের স্বপ্ন।
৯। চিন্তা স্বপ্নকে প্রভাবিত করে কিন্তু চিন্তার তুলনায় স্বপ্নের বিচরণ
ক্ষেত্র অনেক বেশি প্রশস্ত।
১০। টাটকা এবং গভীর আবেগীয় স্বপ্নগুলো মস্তিষ্কের “অ্যামিগডালা” এবং
“হিপ্পোক্যাম্পাস” নামের দুইটি জায়গার সাথে জড়িত।
১১। “ক্যারকট-উইলব্রান্ড সিন্ড্রোম” নামের একটি বিরল রোগে দেখা যায় মানুষ স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলে।
১২। মানুষ স্বপ্নের ৯০ % অংশ ভুলে যায়, ঘুম থেকে জাগার ৫ মিনিটের মধ্যে
মানুষ স্বপ্নের অর্ধেক ভুলে যায় আর ১০ মিনিটের মধ্যে ৯০% ই ভুলে যায় ।
১৩। যেসব মানুষ জন্মের পরে অন্ধ হয় তারা যে ইমেজ দেখেছে, সেসবের স্বপ্ন দেখে আর যারা অন্ধ হয়ে জন্ম নেয় তারা কোন ইমেজ দেখতে পারে না। তারা শুধু আশেপাশের শব্দ, গন্ধ, স্পর্শ আর অনুভূতির স্বপ্ন দেখে।
১৪ যেসব মানুষ জন্মের পরে অন্ধ হয় তারা যে ইমেজ দেখেছে, সেসবের স্বপ্ন দেখে আর যারা অন্ধ হয়ে জন্ম নেয় তারা কোন ইমেজ দেখতে পারে না। তারা শুধু আশেপাশের শব্দ, গন্ধ, স্পর্শ আর অনুভূতির স্বপ্ন দেখে।
১৫। সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।
১৬। আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না।
১৭। গড়ে একজন মানুষ বছরে ১৪৬০ টি স্বপ্ন দেখে।
১৮। আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নেযে সব চেহারা
দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনওনা কখনও দেখেছি।
১৯। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন
না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন।
২০। সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে।তার কারণ,
গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়।
২১। গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময়
স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট।
২২। ১২ % মানুষ শুধু সাদা কালো স্বপ্ন দেখে আর বাকি ৮৮ % মানুষের স্বপ্নে রং দেখে ।
গবেষণায় দেখা গেছে ২৫ বছরের নিচে যারা তাদের স্বপ্নের ৪.৪ অংশ সাদা কালো হয়।
২৩। প্রত্যেক রাতে মানুষ প্রায় কমপক্ষে ১ থেকে ২ ঘণ্টা স্বপ্ন দেখে কাটায়।
২৪। পশু পাখিও মানুষের মতো স্বপ্ন দেখে । ধারণা করা হয় কুকুর বা যেকোনো
প্রানি যখন ঘুমের মাঝে স্বপ্ন দেখে আর পা নাড়তে থাকে তখন সে কিছু তাড়া করার স্বপ্ন দেখে ।
২৫। মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।
২৬। পুরুষ এবং মহিলারা আলাদাভাবে স্বপ্ন দেখেন । ছেলেরা অধিকাংশ সময় অর্থাৎ ৭০ % স্বপ্ন
দেখে অন্য ছেলেদের নিয়ে । মেয়েরা ছেলে আর মেয়েদের নিয়ে সমান পরিমান স্বপ্ন দেখে ।
২৭। বিশেষ এক ধরনের স্বপ্ন আছে, যে ক্ষেত্রে খুব সচেতনভাবেই স্বপ্ন দেখা যায়। একে লুসিড ড্রিমিং বলা হয়।
২৮। স্বপ্নেও যৌনতৃপ্তি লাভ সম্ভব।
২৯। জ্ঞানীজনেরা পরামর্শ দেন স্বপ্ন লিখে রাখা দরকার।
৩০। অনেক বিজ্ঞানী তাদের আবিস্কারের তথ্য স্বপ্নে পেয়েছিলেন।
Dream!
1. I pressed the unconscious human mind or feelings bahiprakasa events.
The. Tired of people do not see the first two hours of sleep. The rest of the body is full.
3. I hope tomorrow is called rapid eye movement period.
4. I do not see that when people nidrakale non rapid eye movement period of time is called.
5. Every day, people of at least 4/5 of the dream.
6. The best ones of the device can be used for research, it is - pajitrana imisana tamographara (PET).
7. The brain's emotion center "limbika system" is enabled parupuri sleeping conditions., And so is the feeling of our dreams.
8. Caraka - Codex were seven types of dreams. The six types are described in Buddhist philosophy.
9. I dream a dream of roaming the fields is much more spacious than I thought.
10. Fresh and deep emotional ingredient of the brain dreams "ayamigadala" and "hippocampus" with the name of the two places.
11. "Kyarakata - uilabranda syndrome" is a rare disease that has lost the ability to dream.
1. 90% of people with a dream, wake up wake up 5 minutes of the half with just 90% in the 10 minutes it was forgotten.
13. People who are blind at birth and that the image views, the dreams of those who are born blind they can not see the image. They are just around the sound, smell, touch, and feeling like a dream.
14 people are blind after birth that image views, the dreams of those who are born blind they can not see the image. They are just around the sound, smell, touch, and feeling like a dream.
15. Saikalajistadera night insomnia means that you are living someone else's dream.
16. You never call, and I will not see the nose together.
17. 1460 has been a year of dreams.
18. Our brain can not make an appearance. We all look sbapneye I ever saw in all of our lives kakhanaona.
19. If you think you do not dream means that you can not remember it, otherwise you are suffering from any mental illness.
The 0. Pregnant women are usually more than the others I can not remember. Because of their highly hormonal changes during pregnancy.
The 1. The average is 10 to 15 minutes was a dream. The long-time dream, which was 30 to 45 minutes in the morning.
The. 1% of the people just like the rest of the 88% of people dream in black and white in color. Studies of the 5-year-old who dreams of black and white is 4.4.
And 3. Every night I dream about the hours they spend at least 1.
And 4. I like the dreams of birds and animals. It is believed that the dog or any animal while sleeping at the foot of the dream to chase a dream that he is narate.
And 5. I spend almost 6 years of his life.
And 6. Men and women separately dream. Most of the time, which means that 70% of boys with other boys. Girls boys and girls dream of seeing the same amount.
And 7. There is a special kind of dream, that the dream is very conscious. It is lusida drimim.
And 8. Yaunatrpti can dream of.
And 9. Jnanijanera advised of the need to write.
30. Many scientists dream of discovering the information received.
No comments:
Post a Comment