রোজা রেখে ওষুধ গ্রহণ !
সুস্থ থাকতে বা জরুরী প্রয়োজনে রোজা রেখেও ওষুধ গ্রহণ করতে হয়। পৃথিবীর বিখ্যাত ধর্মীয় নেতা ও বিশেষজ্ঞরা ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসক ও ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুযায়ী কি কি ওষুধ কিভাবে গ্রহন করা যাবে তার একটি তালিকা নিচে দেওয়া হলো।
১। বিভিন্ন মলম অর্থাৎ যেসব ওষুধ চামড়া দিয়ে শোষিত হয় তা গ্রহণে বাঁধা নেই।
২। ডায়াবেটিসের জন্য ইনসুলিন ও ব্যথানাশক ইনজেকশন অর্থাৎ চামড়া,
মাংস, শিরা ও হাড়ের জোড়ায় দেয়া হয় যেসব ওষুধ।
৩। মলদ্বারের রাস্তায় জ্বরের ও ব্যথার জন্য জ্বরনাশক ও ব্যথানাশক
সাপজিটরি ব্যবহারে কোন অসুবিধা নেই।
৪। হৃদরোগের জন্য জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন জাতীয়
ট্যাবলেট ব্যবহারে কোন সমস্যা নেই।
৫। চোখ, কান ও নাকে ব্যবহারকারী কোনও ওষুধ ও স্প্রে ব্যবহারেও সমস্যা নেই।
৬। জরুরী প্রয়োজনে অক্সিজেন ও অজ্ঞাননাশক গ্যাসও প্রয়োগ
করাতেও নিষেধ নেই।
৬। অ্যাজমা বা শ্বাসকষ্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের
ইনহেলার যা ব্যবহার করলেও মুখে পাকস্থলীতে প্রবেশ করে না তাও ব্যবহার করুন নিশ্চিন্তে।
৭। যারা কোনও ওষুধ শুধু একবার ব্যবহার করেন তারা শুধু
রাতে/সন্ধ্যায় ওষুধ ব্যবহার করতে পারবেন। এতে রোজার কোনও সমস্যা হবে না।
৮। যারা ওষুধ সকালে ব্যবহার করেন তারা সেটা
সেহরির সময় ব্যবহার করতে পারবেন।
৯। যাদের দিনে দুই বা ততোধিকবার ওষুধ সেবন করতে
হয় তাদের যদি সম্ভব হয় চিকিৎসকের পরমর্শে লং অ্যাক্টিং ওষুধ অথবা সাসটেইন্ড রিলিজ ওষুধ সেবন করা উচিত।
১০। যারা কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন যেমন উচ্চরক্তচাপ,
হৃদরোগ, বহুমূত্র বা ডায়াবেটিস, হাঁপানি, ব্রংকাইটিস, কিডনির সমস্যা, প্যারালাইসিস ইত্যাদি তাদের জন্য অবশ্যই রোজা শুরুর আগেই ওষুধ ব্যবহার ও মাত্রার ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেয়া উচিত। বিশেষত কিছু ওষুধ আছে যেগুলোর কার্যকারিতা খাবারের আগে বা পরে ব্যবহারে সঠিক পাওয়া যায়।
Taking the medicine in Ramjan!
Stay healthy without drugs or take them to an emergency. The world's most famous religious leaders and experts in Islamic thought, according to the doctors and drug companies prastukari do not know how you can receive a list is given below.
1. The drug is absorbed through the skin in the ointment is not bound to accept it.
The. Byathanasaka injection of insulin for diabetes and skin, flesh, veins and bones are off the drug.
3. Maladbarera for the fever and pain jbaranasaka and have no problem using byathanasaka sapajitari.
4. The tablets used for seizures naitroglisarina tongue down no problem.
5. Eyes, ears and nose of a drug user and use spray there.
6. Ajnananasaka emergency oxygen and the gas is allowed to use.
6. The various types of asthma inhalers that use or sbasakaste into the face of the lining of the stomach does not use it safely.
7. No drugs are used only once and only for those who are / will be able to use the drug. Ramadan is also a problem.
8. People who use drugs but they can use seharira time.
9. The drug is tatodhikabara day or two if possible their doctor paramarse Long sasateinda Active drug or drug should be released.
10. A chronic disease, such as those suffering from hypertension, heart disease, diabetes, or diabetes, asthma, bronchitis, kidney problems, etc. pyaralaisisa for them before the beginning of the fasting levels of drug use and consult a doctor should try to fix it. The effectiveness of some medicines which have a meal before or after the use is appropriate.
সুস্থ থাকতে বা জরুরী প্রয়োজনে রোজা রেখেও ওষুধ গ্রহণ করতে হয়। পৃথিবীর বিখ্যাত ধর্মীয় নেতা ও বিশেষজ্ঞরা ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসক ও ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুযায়ী কি কি ওষুধ কিভাবে গ্রহন করা যাবে তার একটি তালিকা নিচে দেওয়া হলো।
১। বিভিন্ন মলম অর্থাৎ যেসব ওষুধ চামড়া দিয়ে শোষিত হয় তা গ্রহণে বাঁধা নেই।
২। ডায়াবেটিসের জন্য ইনসুলিন ও ব্যথানাশক ইনজেকশন অর্থাৎ চামড়া,
মাংস, শিরা ও হাড়ের জোড়ায় দেয়া হয় যেসব ওষুধ।
৩। মলদ্বারের রাস্তায় জ্বরের ও ব্যথার জন্য জ্বরনাশক ও ব্যথানাশক
সাপজিটরি ব্যবহারে কোন অসুবিধা নেই।
৪। হৃদরোগের জন্য জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন জাতীয়
ট্যাবলেট ব্যবহারে কোন সমস্যা নেই।
৫। চোখ, কান ও নাকে ব্যবহারকারী কোনও ওষুধ ও স্প্রে ব্যবহারেও সমস্যা নেই।
৬। জরুরী প্রয়োজনে অক্সিজেন ও অজ্ঞাননাশক গ্যাসও প্রয়োগ
করাতেও নিষেধ নেই।
৬। অ্যাজমা বা শ্বাসকষ্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের
ইনহেলার যা ব্যবহার করলেও মুখে পাকস্থলীতে প্রবেশ করে না তাও ব্যবহার করুন নিশ্চিন্তে।
৭। যারা কোনও ওষুধ শুধু একবার ব্যবহার করেন তারা শুধু
রাতে/সন্ধ্যায় ওষুধ ব্যবহার করতে পারবেন। এতে রোজার কোনও সমস্যা হবে না।
৮। যারা ওষুধ সকালে ব্যবহার করেন তারা সেটা
সেহরির সময় ব্যবহার করতে পারবেন।
৯। যাদের দিনে দুই বা ততোধিকবার ওষুধ সেবন করতে
হয় তাদের যদি সম্ভব হয় চিকিৎসকের পরমর্শে লং অ্যাক্টিং ওষুধ অথবা সাসটেইন্ড রিলিজ ওষুধ সেবন করা উচিত।
১০। যারা কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন যেমন উচ্চরক্তচাপ,
হৃদরোগ, বহুমূত্র বা ডায়াবেটিস, হাঁপানি, ব্রংকাইটিস, কিডনির সমস্যা, প্যারালাইসিস ইত্যাদি তাদের জন্য অবশ্যই রোজা শুরুর আগেই ওষুধ ব্যবহার ও মাত্রার ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেয়া উচিত। বিশেষত কিছু ওষুধ আছে যেগুলোর কার্যকারিতা খাবারের আগে বা পরে ব্যবহারে সঠিক পাওয়া যায়।
Taking the medicine in Ramjan!
Stay healthy without drugs or take them to an emergency. The world's most famous religious leaders and experts in Islamic thought, according to the doctors and drug companies prastukari do not know how you can receive a list is given below.
1. The drug is absorbed through the skin in the ointment is not bound to accept it.
The. Byathanasaka injection of insulin for diabetes and skin, flesh, veins and bones are off the drug.
3. Maladbarera for the fever and pain jbaranasaka and have no problem using byathanasaka sapajitari.
4. The tablets used for seizures naitroglisarina tongue down no problem.
5. Eyes, ears and nose of a drug user and use spray there.
6. Ajnananasaka emergency oxygen and the gas is allowed to use.
6. The various types of asthma inhalers that use or sbasakaste into the face of the lining of the stomach does not use it safely.
7. No drugs are used only once and only for those who are / will be able to use the drug. Ramadan is also a problem.
8. People who use drugs but they can use seharira time.
9. The drug is tatodhikabara day or two if possible their doctor paramarse Long sasateinda Active drug or drug should be released.
10. A chronic disease, such as those suffering from hypertension, heart disease, diabetes, or diabetes, asthma, bronchitis, kidney problems, etc. pyaralaisisa for them before the beginning of the fasting levels of drug use and consult a doctor should try to fix it. The effectiveness of some medicines which have a meal before or after the use is appropriate.
No comments:
Post a Comment