Saturday, July 13, 2013

মোবাইল ফোনে শরীর দুর্বল !Mobile phone Gets to body weak!

মোবাইল ফোনে শরীর দুর্বল !

যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির গবেষকদের ৩০০ কলেজ শিক্ষার্থীদের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের শরীরকে দুর্বল করে দেয়।

গবেষকরা বলেন, মোবাইল ফোন ছোট, হালকা ও বহনযোগ্য হওয়ায় ব্যায়াম করার সময়ও এর ব্যবহার সম্ভব। তবে ফোন নিয়ে চলাফেরা সহজ হলেও এটি মানুষের নড়াচড়া অনেকটাই কমিয়ে ফেলেছে।

সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৯ জনের স্বাস্থ্য সচেতনতা ছিল। গবেষকরা দেখেন, যেসব শিক্ষার্থী দিনে ১৪ ঘণ্টা বা তারও বেশি সময় মোবাইল ফোনের পেছনে ব্যয় করে তাদের ফিটনেস ৯০ মিনিট ব্যয় করা শিক্ষার্থীদের চেয়ে বেশ কম। মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে ফিটনেসের যোগসূত্র থাকা নিয়ে এটাই প্রথম কোনো সমীক্ষা বলে মনে করা হচ্ছে।

কেন্ট স্টেট ইউনিভার্সিটির কলেজ অব এডুকেশন, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের ফ্যাকাল্টি মেম্বার গবেষক জ্যাকব বার্কলে ও অ্যান্ড্রু লেপ জানান, মোবাইল ফোনের কারণে অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়েরাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


Mobile phone Gets to body weak!

Kent State University researchers in a study of 300 college students to help run, the use of mobile phones in the body is weak.

The researchers said that the mobile phone is small, light and portable because it can be used during exercise. The phone is easy to walk in, but it's a lot of people are moving.

Health awareness among the people participating in the study was 49. Researchers see, the day of 14 hours or more until the cost of mobile phones and their fitness than the 90 minutes spent quite low. Mobile phone use in association with the fitness of a study that is the first.

Kent State University, College of Education, Health and Human Services faculty member and researcher Jacob Andrew coating at Berkeley, mobile phones are becoming accustomed to the lazy people's lives. International Journal of Nutrition and Physical bihebhiyerala ayaktibhitite This research report has been published.

No comments:

Post a Comment