Saturday, July 13, 2013

Protect your eyes from Dust ধুলাবালি থেকে রক্ষা করুন চোখ

ধুলাবালি থেকে রক্ষা করুন চোখ

ঘুমানোর সময় ছাড়াও আমরা নিয়মিত পলক ফেলি। মিনিটে প্রায় ১৫ বার। কিন্তু কেন? পলক ফেলা মূলত একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ আমরা না চাইলেও এমনিতেই পলক পড়ে যায়। তবে কখনো কখনো চাইলে দেরিতে পলক ফেলতে পারি। চোখের চারপাশে রয়েছে শক্ত হাড়। খুলির যে গর্তে চোখ রয়েছে এটাকে বলা হয় অক্ষিকোটর। অক্ষিকোটরের মধ্যে চোখ চর্বির আবরণের মাধ্যমে সচল থাকে। যখন আমরা চোখ খুলে রাখি, দশ ভাগের এক ভাগ অংশ বাইরে অনাবৃত অবস্থায় থাকে। এ সময় চোখ বাইরের বায়ুমণ্ডলের ধুলিবালি থেকে নিরাপদ নয়। চোখে পলক পড়ার সঙ্গে সঙ্গে দুটি সুবিধা হয়। প্রথমত, এতে চোখের বাইরের অনাবৃত অংশ পিচ্ছিল থাকে এবং এ জন্য স্পষ্ট দেখতে সহায়ক হয়। দ্বিতীয়ত, অনবরত চোখের পলক ফেলার কারণে অনাবৃত অবস্থায় চোখের ওপর পড়া ধুলিবালি পরিষ্কার হয়ে যায়। এটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া হলেও কখনো কখনো এটি মানসিক চাপ, কষ্ট বা চিন্তার জন্য অনিয়মিত বা ঘন ঘন পলক পড়তে পারে। কিন্তু খুব বেশি বড় আকারের ধুলাবালি হলে চোখের পলকের সঙ্গে পরিষ্কার নাও হতে পারে। সে সময় চোখের বিভিন্ন অংশে ছোট্ট ক্ষত সৃষ্টি হতে পারে। এ জন্য যেসব স্থানের বায়ুমণ্ডলে খুব বেশি ধুলাবালি সেসব স্থানে কাজ করার জন্য সানগ্লাস বা চশমা ব্যবহার করুন। বিল্ডিং তৈরি, রাস্তা তৈরি বা অন্যান্য মাটি ও ইটের কাজের সঙ্গে জড়িত তারা ধুলাবালি থেকে চোখ রক্ষা করার জন্য সাধারণ চশমা ব্যবহার করুন। আর কখনো চোখে কোনো খড়কুটা বা ধূলিকণা পড়লে অন্য কারো সাহায্য নিয়ে সাবধানে বের করুন। অযথা খোঁচাখুঁচি বা ডলাডলি করবেন না। এতে চোখে ক্ষত তৈরি হতে পারে।


Protect your eyes from Dust


In addition, we split insisted I start to sleep regularly. About 15 times a minute. But why? An automated process was split off. In other words, we do not have further split it. However, sometimes you may want to split off. The sturdy bones around the eyes. This is called the skull that garte aksikotara eyes. Aksikotarera running through the lining of the fat. When we keep the eyes open, reveal the presence of one third of one percent. The eyes are not safe from the outside atmosphere Dust. Is split in two with reading. First, it exposes the outer part of the eye is slippery and it is helpful to see clearly. Second, to help reveal the reason for the split dropped over the eyes to read dust is clear. This automatic process, but sometimes it's stress, hardship or for occasional or frequent thoughts may split. However, if too large, eyes twinkling with dust may not be clear. The various parts of the eye can cause small lesions. The atmosphere of the place in which to work too dust Use sunglasses or glasses. The building is made of brick-work building roads or other soil and with the glasses to protect their eyes from Dust use. If a straw or dust in the eyes of the others with the help of carefully selected. Do not waste khomcakhumci or daladali. It can cause eye lesions.

No comments:

Post a Comment