অসুখ বিসুখে মধু !
১. হাঁচি সর্দি-কাশি জ্বরে : দুই তোলা মধু ও ছয় মাসা আদার রস মিশিয়ে জিহ্বা দ্বারা চুষতে হবে এবং চা, কফি বা গরম দুধের সাথে ১/২ চা-চামচ মধু মিশিয়ে খেতে হবে সকাল, দুপুর ও রাতে পাঁচ-সাত দিন।
২. পেটের পীড়ায় : এ ক্ষেত্রে সকালে খালি পেটে ১/২ চা-চামচ মধু বৃষ্টির পানিসহ খেতে হবে তিন-পাঁচ দিন।
৩. ত্বকের ক্ষতে : ক্ষতস্থানে মধুর পাতলা প্রলেপ দিতে হবে পাঁচ থেকে সাত দিন।
৪. গলার খুসখুসে ভাব কমায় : লবণ-পানির সাথে এক চা-চামচ মধু মিশিয়ে গড়গড়া করতে হবে দুই থেকে তিন দিন।
৫. হৃৎপিণ্ড সবল হয় ও বুকের ঠাণ্ডা দূর করে : এক গ্লাস বৃষ্টির পানির সাথে এক থেকে দুই চা-চামচ মধু মিশিয়ে খেতে হবে সপ্তাহে তিন-চার দিন কয়েক মাস। একই সাথে অর্ধেক চা-চামচ বীহিদানা সকালে ও রাতে খেলে আরো ফলদায়ক হবে।
৬. ক্লান্তিতে : আধা গ্লাস সামান্য গরম পানির সাথে বড় এক চা-চামচ মধু মিশিয়ে পান করতে হবে।
৭. একজিমা হাঁপানি শ্বাসকষ্টে : দুই চা-চামচ আপেলের সিরকার সাথে দুই চা-চামচ মধু মিশিয়ে সকাল-সন্ধ্যা খেতে হবে এক মাস।
৮. কোষ্ঠকাঠিন্য দূর করে : উষ্ণ গরম পানির মধ্যে মাঝারি সাইজের এক চামচ গমের চূর্ণ ও ১/২ চা-চামচ মধু মিশিয়ে পানি ঠাণ্ডা হলে সকালে খালি পেটে ও রাতে খাওয়ার ১ ঘণ্টা পর তিন থেকে পাঁচ দিন খেতে হবে।
৯. মূত্রনালীর সমস্যায় : মধু মূত্রনালীতে জমা ময়লা পরিষ্কার করে। তাই এক থেকে দুই চা-চামচ মধুর সাথে এক গ্লাস পানি মিশিয়ে সকালে খেতে হবে ১০ থেকে ১৫ দিন।
Importance of Honey in various Disease
1. Sneezing runny nose - Cough fever: The Other juice mixed with honey and six masa cusate by the tongue, and tea, coffee or hot milk with 1 / tea - spoon of honey mixed eat morning, noon and night five - seven days.
The. Abdominal piraya: the morning on an empty stomach 1 / tea - spoon of honey rain panisaha have three - five days.
3. Skin ksate: ksatasthane sweet thin plate will be five to seven days.
4. Khusakhuse effect reduces the throat,: salt - water with a tea - spoon of honey mixed garagara be two to three days.
5. Heart is strong and chest cold packing: one with a glass of water from the rain of tea - spoon of honey mixed eat three times a week - four days to a few months. Half of the tea - spoon bihidana playing in the morning and at night will be more productive.
6. Klantite: half a glass of warm water with a little big of tea - spoon of honey should be mixed drink.
7. Ekajima asthma sbasakaste: Two tea - with two tea spoons apple sirakara - teaspoon of honey mixed in - I will eat for a month.
8. By eliminating constipation: a warm hot water in a medium-size powder and 1 tablespoon wheat / the tea - spoon of honey mixed with cold water in the morning on an empty stomach and 1 hour after meals, eat three to five days.
9. Urinary problems: Honey mutranalite the dirt clean. The one to two tea - spoon with honey mixed in a glass of water will eat 10 to 15 days.
১. হাঁচি সর্দি-কাশি জ্বরে : দুই তোলা মধু ও ছয় মাসা আদার রস মিশিয়ে জিহ্বা দ্বারা চুষতে হবে এবং চা, কফি বা গরম দুধের সাথে ১/২ চা-চামচ মধু মিশিয়ে খেতে হবে সকাল, দুপুর ও রাতে পাঁচ-সাত দিন।
২. পেটের পীড়ায় : এ ক্ষেত্রে সকালে খালি পেটে ১/২ চা-চামচ মধু বৃষ্টির পানিসহ খেতে হবে তিন-পাঁচ দিন।
৩. ত্বকের ক্ষতে : ক্ষতস্থানে মধুর পাতলা প্রলেপ দিতে হবে পাঁচ থেকে সাত দিন।
৪. গলার খুসখুসে ভাব কমায় : লবণ-পানির সাথে এক চা-চামচ মধু মিশিয়ে গড়গড়া করতে হবে দুই থেকে তিন দিন।
৫. হৃৎপিণ্ড সবল হয় ও বুকের ঠাণ্ডা দূর করে : এক গ্লাস বৃষ্টির পানির সাথে এক থেকে দুই চা-চামচ মধু মিশিয়ে খেতে হবে সপ্তাহে তিন-চার দিন কয়েক মাস। একই সাথে অর্ধেক চা-চামচ বীহিদানা সকালে ও রাতে খেলে আরো ফলদায়ক হবে।
৬. ক্লান্তিতে : আধা গ্লাস সামান্য গরম পানির সাথে বড় এক চা-চামচ মধু মিশিয়ে পান করতে হবে।
৭. একজিমা হাঁপানি শ্বাসকষ্টে : দুই চা-চামচ আপেলের সিরকার সাথে দুই চা-চামচ মধু মিশিয়ে সকাল-সন্ধ্যা খেতে হবে এক মাস।
৮. কোষ্ঠকাঠিন্য দূর করে : উষ্ণ গরম পানির মধ্যে মাঝারি সাইজের এক চামচ গমের চূর্ণ ও ১/২ চা-চামচ মধু মিশিয়ে পানি ঠাণ্ডা হলে সকালে খালি পেটে ও রাতে খাওয়ার ১ ঘণ্টা পর তিন থেকে পাঁচ দিন খেতে হবে।
৯. মূত্রনালীর সমস্যায় : মধু মূত্রনালীতে জমা ময়লা পরিষ্কার করে। তাই এক থেকে দুই চা-চামচ মধুর সাথে এক গ্লাস পানি মিশিয়ে সকালে খেতে হবে ১০ থেকে ১৫ দিন।
Importance of Honey in various Disease
1. Sneezing runny nose - Cough fever: The Other juice mixed with honey and six masa cusate by the tongue, and tea, coffee or hot milk with 1 / tea - spoon of honey mixed eat morning, noon and night five - seven days.
The. Abdominal piraya: the morning on an empty stomach 1 / tea - spoon of honey rain panisaha have three - five days.
3. Skin ksate: ksatasthane sweet thin plate will be five to seven days.
4. Khusakhuse effect reduces the throat,: salt - water with a tea - spoon of honey mixed garagara be two to three days.
5. Heart is strong and chest cold packing: one with a glass of water from the rain of tea - spoon of honey mixed eat three times a week - four days to a few months. Half of the tea - spoon bihidana playing in the morning and at night will be more productive.
6. Klantite: half a glass of warm water with a little big of tea - spoon of honey should be mixed drink.
7. Ekajima asthma sbasakaste: Two tea - with two tea spoons apple sirakara - teaspoon of honey mixed in - I will eat for a month.
8. By eliminating constipation: a warm hot water in a medium-size powder and 1 tablespoon wheat / the tea - spoon of honey mixed with cold water in the morning on an empty stomach and 1 hour after meals, eat three to five days.
9. Urinary problems: Honey mutranalite the dirt clean. The one to two tea - spoon with honey mixed in a glass of water will eat 10 to 15 days.
No comments:
Post a Comment