ঈদের হেয়ার স্টাইল
গোল খোঁপা
খোঁপাটা যেহেতু গোল, তাই মাথার সামনের চুল ফুলিয়ে নিন।
এবার পেছনে সব চুল রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। আটকানো সব চুলের এক পাশে একটু চুল রেখে বাকি চুল দিয়ে সাধারণ হাতখোঁপা করুন।
এবার খুলে রাখা বাকি চুল দিয়ে খোঁপার ওপর দিয়ে ঢেকে ক্লিপ লাগিয়ে দিন। খেয়াল রাখবেন, চুলগুলো যেন ভালো করে আটকানো হয়। প্রয়োজনে হেয়ার স্প্রে ব্যবহার করে একটু শক্ত করতে পারেন।
ট্রিপল ফ্রেঞ্চ বেণি
মাথার সামনে থেকে চুল তিন ভাগে ভাগ করে নিন।
এবার প্রতিটি ভাগে দুই পাশ থেকে চুল নিয়ে আলাদা করে ফ্রেঞ্চ বেণি করুন।
এভাবে মাথার ওপর থেকে শেষ ভাগ পর্যন্ত বেণি করার পর বাকি চুল রাবার ব্যান্ড দিয়ে বেঁধে খোলা রাখুন।
অথবা খোলা বাকি চুল দিয়ে খেজুর বেণি করুন। খেজুর বেণি অনেকটা ফ্রেঞ্চ বেণির মতো। তবে চুলের গোছা বেশ চিকন করে দুই পাশ থেকে অল্প অল্প নিয়ে বেণি করে যেতে হবে।
লম্বা বেণি
প্রথমে মাথার সামনের চুল একটু ফুলিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার পেছনের চুল দিয়ে বেণি করে বেণিতে ফুল লাগান। চাইলে পুরো বেণিতে বেলফুলের মালা পেঁচিয়ে লাগাতে পারেন। এ ছাড়া ছোট ছোট ফুল কিনে বেণির ফাঁকে ফাঁকে গুঁজে দিন।
বেণি খোঁপা
প্রথমে ঠিক করে নিন সামনে আপনি কী ধরনের স্টাইল করবেন। যাঁদের মুখ গোলাকৃতি, তাঁরা সামনের চুলটা পাফ করে অর্থাৎ একটু ফুলিয়ে নিন। আবার যাঁদের কপাল বেশ চওড়া, তাঁরা সামনে কিছু চুল রেখে সাইড সিঁথি করে সেট করে নিন। এবার পেছনের চুল নিয়ে মাথার নিচের দিকে লম্বা বেণি করুন। চুল ছোট থাকলে পরচুল নিয়ে বেণি করুন। বেণিটা গোল করে পেঁচিয়ে খোঁপার মতো করে ক্লিপ দিয়ে আটকে দিন।
রিং খোঁপা
সাইড সিঁথি করে চুল আঁচড়ে নিন। খোঁপাটা যেহেতু ওপরের দিকে হবে, তাই সামনের চুল মুখের সঙ্গে মানিয়ে সেট করুন। কিংবা সিঁথির দুই পাশের চুল কালো ক্লিপ দিয়ে আটকে নিন। এবার বাকি চুল পনিটেল করে বেঁধে নিন। বাঁধা চুলগুলো বেশ কয়েকটি ভাগে ভাগ করুন।
একেকটি ভাগ ধরে গোল করে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকান।
এভাবে আপনার পছন্দমতো রিং করে খোঁপা ছোটবড় করুন। রিংগুলো পেঁচিয়ে ফুলের মালা পরুন। যাঁদের লম্বা চুল, তাঁদের এই খোঁপা ভালো মানায়।
লাইক দিলে আমরা অনুপ্রানিত হই। আপনি নিজেও যদি লাইক না দেন তাহলে কয়েকদিন পর পরবর্তী পোস্টগুলো আর দেখতে পাবেন না।তাই লাইক আর শেয়ার দিন। একটিভ থাকুন। নিজে যেটা জানলেন বন্ধুদের কেও জানতে দিন।
Eid Hair Style
Round khompa
Khompata the goal, so the front of your hair phuliye.
Take all the hair stuck in the back of the rubber band. Paste all the hair on one side of the hair, leaving the hair with a set of common hatakhompa.
Leaving the rest of the hair clip covered with about khompara want. Keep in mind, that it prevents hair. It can be difficult to use the hair spray.
Triple French beni
Take hair from the front of the head into three categories.
Each part of the hair from the side of the French beni different type.
I head up to the end of beni after the rest of the hair tied with a rubber band to keep open.
Please beni or open palms with the rest of the hair. Beni palms like a French benira. It's pretty slim sheaf of hair from the side of the small go beni.
Long beni
Take a bit of hair stuck to the front of the head first phuliye clip. Beni behind the hair and apply the benite flowers. You can put the whole benite belaphulera round beads. The small flowers are purchased benira besides besides shoves days.
Beni khompa
Please check first what kind of style you like. Whose face is round, which means the front culata Pugh Take a phuliye. Those in the forehead wide, the front left side of the part my hair and make up. The hair in the back of the head at the bottom of a long set beni. Short Hair Wig If you use the beni. Round and round benita khompara paste it in the clip.
Ring khompa
The side part my hair from scratch. Khompata the upper hand, so to cope with facial hair in the front set. I part my hair to the side to get stuck with a black clip. Fasten the rest of the hair in the ponytail. Hair tied into several parts.
Shared goals for each round with a snap clip.
Thus, the ring of your choice and click khompa chotabara. Ringulo wreath of flowers round wear. Those long hair, the better the khompa unbecoming.
Like when we are inspired. Also if you do not like it after a few days you will not see the next posts. They would like to share it. Stay active. Does anyone know how I identify.
No comments:
Post a Comment