Sunday, July 21, 2013

ওজন বাড়ানোর ১০টি উপায় 10 ways to increase your weight

♦♦::♦♦ওজন বাড়ানোর ১০টি উপায় ♦♦::♦♦

♦♦ সকালে উঠে বাদাম ও কিসমিস-

ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় আধা কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন অল্প পানিতে। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। সকাল শুরু করুন বাদাম ও কিসমিসের সাথে। বাচ্চাদের জন্যও এটা খুব ভালো একটা খাবার।

♦♦ খাবারের পরিমাণ বাড়ান-

খাবারের পরিমাণ বাড়ানো মানেই হাপুস হুপুশ করে একগাদা খেয়ে ফেলা নয়। আর সেটা সম্ভবও নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন।

♦♦ বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন

অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে।

♦♦ খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার-

ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সবজির সালাদ।

♦♦ জিমে যাওয়া অভ্যাস করুন-

ভ্রু কুঁচকে গেলো পড়ে? ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না। সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশী তৈরি করতে, এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশীর ওজন চর্বির চাইতে অনেক বেশী তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেইনারের নির্দেশনা মাফিক ব্যায়াম করতে হবে। নাহলে হিতে বিপরীত হবার আশংকা।

♦♦ খান “বসা” ভাত-

“বসা” ভাত বলতে বোঝায় যে ভাতে মাড় ফেলা হয় না। মাড় ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় মাড়ের সাথে। ওজন বাড়াতে চাইলে এই মাড় না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চাল বা পোলাও চালের বসা ভাত মজাও লাগবে খেতে।

♦♦ ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু-

ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই বেশ পুষ্টিকর কিছু খাবেন। আর খিদে পেলে তো আয়েশ করে পেট পুরে খেয়ে নেবেন। আর সাথে সাথেই ঘুম। ফলে খাবারের ক্যালোরিটা খরচ হবার সময় পাবে না, বাড়তি ওজন হিশাবে জমবে শরীরে। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নিবেন।

♦♦ কমান মেটাবলিজম হার-

মোটা হবার পেছনে যেমন ধীর গতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। তাতে আপনি যে খাবারটা খাবেন, সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে ১ ঘণ্টা কোনও কাজ করবেন না।

♦♦ খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার-

আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, নাহলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবার গুলো খেতে পারেন অনায়াসে। যেমন- ঘি/ মাখন, ডিম, চিজ/ পনির, কোমল পানীয়, গরু-খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়নিজ ইত্যাদি।

♦♦ খান প্রচুর শাক সবজি ও ফল-

ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। যেমন- আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি। ফল ও সবজি খেলে স্বাস্থ্য জম্ন ভালো থাকবে, তেমনি ওজনও বাড়বে।

*যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনও সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন।


10  ways to increase your weight _ ♦ ♦ :: ♦ ♦

♦ ♦ nuts and kisamisa up in the morning -

There is no option to increase the weight of the nuts and kisamisera. Half a cup of almond wood during the night time and soak in a little water kisamisa. Take it to the inflammation of the uthale. Start with the nuts and kisamisera. It's a very good food for kids.

♦ ♦ Increase the amount of food -

Organizations can increase the amount of food hapusa hupusa ekagada it is not removed. And it is not possible. If you are lean due to low consumption, the amount of food you will baratei. Naturally, I did that, her 4 Part 1 percent increase in the amount of food every day.

♦ ♦ Leave frequent eating habits

I think that's very good that the weight increase. It is not at all correct. The rules lay in the stomach. The lay of the stomach decreases the rate of metabolism, the body weight of the food calories jamabe. Small portions frequently khaoyata increases metabolism, resulting in weight loss.

♦ ♦ Keep the submarine diet, fried foods -

The submarine fried foods have plenty of fat. It is useful to increase the weight. Keep plenty of fresh salad greens with the vegetables.

♦ ♦ Make a habit of going to the gym -

I was kumcake eyebrows? I think the gym to reduce weight, increase it to go? But the real word, not only are obese. You must create a well-formed body. You go the gym to build muscle, and increase the weight of men want to go to the gym is actually very productive. Muscle weights more than fat so forsooth, as a result of the exercise of the mind and appetite to be able to eat it. However, the amount of exercise should be an experienced treinarera. That is the opposite of fear hite.

♦ ♦ Eat "sitting" rice -

"Sitting" means that the food rice starch is removed. The food was a lot of starch with starch starcera. If you want to increase the weight of the starch is not phelai. This will be a tremendous benefit to increase the weight. Polar rice or rice sitting in sunlight majao rice to eat it.

♦ ♦ time before milk and honey -

This is a foolproof strategy to increase the weight. Take some time before the night is quite nutritious. I will lay it to the rest of the stomach and appetite. At the same time I was. When the cost of food as a result of kyalorita, excess body weight hisabe jamabe. A glass of milk every day, often quite a lot of time before I take honey mixed.

♦ ♦ Reduce the rate of metabolism -

Obese people are behind such a slow metabolism, they are very high metabolism rate of unhealthy health. This will reduce the rate of metabolism of fat in the first place. The food you eat, the excess weight as your body will be in storage. Metabolism rate is low for a long time after the rest of the meal pratibela use. Do not do any work for at least 1 hour after a meal.

♦ ♦ add some special diet food -

In addition to your regular meals must have a high-calorie foods can be added to the diet, otherwise the weight increase is If you do not have a problem with hypertension can eat this food effortlessly. For example - ghee / butter, eggs, cheese / cheese, soft drinks, cows - castrated goat meat, fried potatoes, sweet foods, chocolate, etc. meyanija.

♦ ♦ Eat plenty of vegetables and fruits -

I think they are eating to reduce weight, is not it? It will help you to increase the weight of these fruits and vegetables. There are a lot of fruits and vegetables are high in calories. - Such as mango, jackfruit, litchi, banana, ripe papaya, sweet pumpkin, sweet potato, banana, and raw. Fruits and vegetables have good health jamna good, it will ojanao.


* If these do not also increase your weight, you must contact a good doctor. But even if a latent disease that can result in unhealthy and broken health.

No comments:

Post a Comment