Wednesday, July 24, 2013

ব্যায়ামের বড়ি ! Exercise pill!

ব্যায়ামের বড়ি !

মাথাব্যথার ওষুধের মতোই যদি কোনো বড়ি পাওয়া যেত, যা চট করে গিলে নিলেই শরীরচর্চার ঘাম ঝরানোর অংশটুকু হয়ে যাবে! যা খুশি, যত খুশি খাওয়া যাবে, ক্যালরির দুশ্চিন্তা করতে হবে না। এসব সংকট সমাধানে জাদুমন্ত্রের মতো কাজ করবে ওই বড়ি!

আনন্দের খবর হচ্ছে, মানুষের এসব কল্পনাকে বাস্তবে রূপ দিতেই উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে সাফল্য মিলেছে তাঁদের কাজে। অর্থাৎ আমরা শিগগিরই হয়তো এমন বড়ি পেতে যাচ্ছি, যা খেলে নড়াচড়া না করেও ব্যায়ামের সুবিধাগুলো পাওয়া যাবে।

ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের এ গবেষণায় দেখা গেছে, পেশিতে আরইভি-ইআরবি নামে আমিষের কোষ রয়েছে, যা বিপাকক্রিয়া, কোলেস্টেরলের স্তর স্বাভাবিক রাখা এবং আমাদের ঘুমের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আমিষের এ স্তরকে প্রভাবিত করার মতো উপাদান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

তাঁরা গবেষণাটি চালিয়েছেন ইঁদুরের ওপর। স্থূল ইঁদুরকে ওই উপাদানসংবলিত ইনজেকশন দেওয়া হলে দেখা যায়, সেটি স্লিম হতে শুরু করেছে। এমনকি উচ্চ চর্বিসমৃদ্ধ খাবার খেয়েও এরা মুটিয়ে যায়নি। একই সঙ্গে ইঁদুরের কোলেস্টেরলের স্তর উন্নত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষণায় দেখা যায়, এ ইঁদুর অন্যদের তুলনায় অনেক বেশি অক্সিজেন ব্যবহার করছে এবং তার কর্মক্ষমতাও বেড়ে গেছে।



Exercise pill!

If you would like to get drugs headache pills, which can quickly swallowed recommend bodybuilding sweat jharanora text! Whatever, I'm happy to be eaten, not to be worried about calories. Jadumantrera to resolve the crisis, such as the pill will not work!

The good news, the reality is the imagination of the people giving scientists uthepare. Matched the success of their work. We are going to get it soon, maybe the pills, which can be found in the benefits of exercise without having to move teams.

Researchers at the Florida Institute of Research skripasa studies, muscle araibhi - iarabi cells in the meat, which bipakakriya, normal cholesterol levels and keep control of our sleep. The meat of the material to become the scientists found.


The new study about rats. The obese mice when injected upadanasambalita seen, it has to be Slim. They even eat high fat foods could carbisamrddha. The cholesterol level in rats has been developed. Recently, in a report published in the New York Times magazine. The study found that more than others in the rat using oxygen and increase its performance.

No comments:

Post a Comment