Tuesday, July 23, 2013

কাপড় আয়রন করার সঠিক পদ্ধতি

কাপড় আয়রন করার সঠিক পদ্ধতি

আপনি সঠিক উপায়ে কাপড় আয়রন করছেন তো? আসুন জেনে নিই সঠিকভাবে কাপড় আয়রন করার কয়েকটি টিপস:

১. তাপমাত্রা অনুযায়ী পোশাকের তালিকা তৈরি করুন। সিল্ক এবং সিনথেটিক কাপড় নিম্ন ও মাঝারি তাপমাত্রায় (প্রায় ৩৫০ ফারেনহাইট)।
এবং সুতি কাপড় উচ্চ তাপমাত্রা ৪০০ থেকে ৪২৫ ফারেনহাইট তাপমাত্রায় ইস্ত্রি করুন।

যেহেতু সঠিক তাপমাত্রা ঠিক করা কঠিন কাজ। তাই তাপমাত্রা পরিবর্তন করার পর কয়েক মিনিটের জন্য আয়রন মেশিনটি রেখে দিন।

২. আয়রন করার পর পরই কাপড় ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

৩. গোল করে কখনোই আয়রন করবেন না। এতে কাপড়ের মধ্যে টান লাগতে পারে। আর লম্বালম্বিভাবে আয়রন করলে কাপড়ের ভাঁজ দূর করে।

৪. অনেক বড় বা লম্বা কোন কাপড় যেমন: পর্দা বা টেবিলকভার আয়রন করার সময় পাশে ২টি চেয়ার বসিয়ে নিন, যাতে কাপড়গুলোতে আপনার আয়রন শেষ না হওয়া পর্যন্ত ভাঁজ না পরে। টেবিলে তোয়ালে বিছিয়ে নিন যাতে ইস্ত্রির গরমে আয়রন করার টেবিলটি ক্ষতিগ্রস্ত না হয়।


৫. আয়রন সংবেদনশীল কাপড়ের উপরে পরিষ্কার ছোট সুতির কাপড়, রুমাল বা গামছা দিয়ে আয়রন করুন। আয়রন সব সময় কাপড়ের উল্টো পাশে করুন যাতে কাপড় ঝলসে না যায়।

৬ . আপনার লোহার আয়রনের সঙ্গে একটা মাল্টিপ্লাগ ব্যবহার করা জরুরি। এছাড়া ১২ মাত্রার বিদ্যুত্প্রবাহের বৈদ্যুতিক তার হলে ভাল হয়। কম ওজনের বৈদ্যুতিক তার ব্যবহার না করাই ভাল। এতে আয়রন খুব গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিশ্চিত হোন যে আপনি সঠিক মাপের বৈদ্যুতিক তার ব্যবহার করছেন।

৭. কাপড়ের শুরু থেকে শেষ, বাইরে থেকে ভেতরে এভাবে আয়রন করুন।

৮.এবার আয়রন করা শেষ হলে কাপড়গুলো কয়েক ঘন্টার জন্য ঠাণ্ডা হতে দিন।





The correct way to iron clothes

You are correct in that the clothes iron? Let us assume that in order to properly iron clothes and a few tips:

1. The temperature of the clothing list. Silk and synthetic fabrics low and medium temperature (about 350 ° F).
And cotton cloth, high temperature 400 Fahrenheit temperature from 4 to 5, please dress.

As the temperature is just hard work. To change the temperature of the iron machine, leave for a few minutes.

The. Keep folding and hanging clothes after the Iron hyangare.

3. Do not iron the first round. The tension in the fabric can take. Iron the fabric to the side of the fold.

4. The clothes are too big or tall as the screen or tebilakabhara when the iron is putting two chairs, so kaparagulote your iron is not until the end of the lap. Take a towel and dress bichiye summer heat and iron table to table is not damaged.


5. Small cotton cloth to clean the iron sensitive clothes, towel napkins or use the iron. Iron the reverse side of the cloth so that the cloth is not jhalase.

6. Iron is necessary to use an extension cord with your iron. 1 The magnitude of the electric current, the better it is. He should not use low weight electric. The iron gets very hot fire events may occur. Make sure you are using the correct size electric.

7. Clothing from start to finish, from the inside out to use the iron.


8. Then when you are finished iron clothes for a few hours a day of silence.

No comments:

Post a Comment