Friday, July 19, 2013

অরুচির ঘরোয়া সমাধান !


অরুচির ঘরোয়া সমাধান !

১ থেকে ৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সাথে লবন মিশিয়ে খাবার আধ ঘন্টা আগে প্রতিদিন দিনে ১ বার করে ৭-৮ দিন খাবেন। এর সাথে দু'এক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেল

১. ভালো হজম হয়
২. ক্ষুধা বৃদ্ধি হয়
৩. পেট থেকে গ্যাস নির্গত হয়
৪. পেট ব্যথা ভালো হয়
৫. পেট ফাঁপা ভাল হয়

অরুচির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়:

১. জ্বর, সংক্রমণ, গ্যাস্ট্রিক আলসার বা ওষুধের প্রতিক্রিয়ায় খাবারের রুচি কমে যায়।
২. প্রচণ্ড অরুচি, বমিভাব এমনকি পছন্দের খাবারেও অনীহা দেখা দিলে লক্ষ করুন প্রস্রাব ও চোখের রং হলুদ হচ্ছে কি না। এটি হেপাটাইটিস বা জন্ডিসের পূর্ব লক্ষণ হতে পারে।
৩. কিডনি জটিলতায় খাবারে রুচি কমে যায়। দীর্ঘদিনের ডায়াবেটিসে খাদ্যনালির সংকোচন-প্রসারণ কমে যায় বলে অল্প খেলেই পেট ভরা মনে হয়।
৪. মানসিক চাপ ও বিষণ্নতায় আক্রান্ত হলেও রুচি কমে যায়।
৫. বিভিন্ন ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাবারের রুচি কমিয়ে দিতে পারে।
৬. খেয়াল রাখুন অরুচির সঙ্গে ওজন কমে যাচ্ছে কি না, রক্তশূন্যতা আছে কি না, দুর্বলতা, খাবার গিলতে সমস্যা, পেটের ব্যথা, দীর্ঘদিনের হজমে গোলমাল, পেটে বা শরীরের কোথাও চাকা ইত্যাদি রয়েছে কি না। এসব লক্ষণ থাকলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হন।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুন, পোষ্টটি লাইক কমেন্ট অথবা শেয়ার করুন ।



Strong aversion domestic solution!

1 to 3 grams of ginger peel kuciye refined take over half an hour before a meal and mixed with salt in 1 out of every day, eat 7-8 days. With two drops of lemon juice mixed with a trick

1. Good digestion is
The. Appetite grows
3. Stomach gas emissions
4. Stomach pain is
5. Stomach is hollow

Note strong aversion to the subject:

1. Fever, infection, gastric ulcer or in response to drugs can reduce taste of foods.
The. Extremely strong aversion, nausea, favorite foods, even if you decline the use of urine, and yellowing of the eyes or not. It may be the symptoms of hepatitis or jaundice.
3. Jatilataya intake decreased kidney interests. Long-term diabetes khadyanalira contraction - expansion had decreased a little khelei stomach is filled.
4. Interests can reduce stress and bisannataya affected.
5. Various drugs, particularly antibiotics could reduce food interests.
6. Note strong aversion to what is going on with the weight loss, chlorosis did not have, weakness, trouble swallowing food, abdominal pain, acute metabolic disorder, stomach or elsewhere in the body, and make sure the wheel. If these signs are important tools of the doctor.


Keep increasing awareness of the role of health, post a comment or share like.

No comments:

Post a Comment