চোরাবালিতে আটকে গেলে কি করবেন ?
চোরাবালি পানি ও তরলকাদা মিশ্রিত এমনই একটি গর্ত। এর ফাঁদে একবার পা দিলে মানুষের আর নিস্তার নেই। আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতরে সাধারণত নদী বা সমুদ্রতীরে কাদা মিশ্রিত বালির ভেতরে লুকানো অবস্থায় থাকে চোরাবালি। কোনও মানুষ যদি সেই গর্তেরধারে কাছে যায়, তা হলে শরীরের চাপে ওই বালি ক্রমে সরে যেতে থাকে। ফলেমানুষ শত চেষ্টা করেও আর ওপরে উঠে আসতেপারে না।
চোরাবালিতে পড়ার পর সেখান থেকে উঠে আসার জন্য চেষ্টা করলে শরীরের চাপে আর ও দ্রুত ডুবে যেতে হয়। সময়মত কেউ এগিয়ে না এলে ওই মানুষ নিশ্চিত মৃত্যুকোলেঢলে পড়ে। তবে অধিকাংশ চোরাবালি সাধারণত মারাত্মক নয়। কিন্তু এটি প্রকৃতির একটি অদ্ভুত বিস্ময়। চোরাবালিতে আটকে গেলে একদমই অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে হাত-পা ছোড়াছুড়ি করলে আরও বেশিআটকে পড়ার সম্ভাবনা থাকে। সবার মনে রাখা উচিত, চোরাবালি কিন্তু পানির চেয়ে অনেক বেশি ঘন। তাই চোরাবালিতে ভেসে থাকা পানির চেয়ে অনেক বেশি সহজ। যদি সঙ্গেকোন ও ভারি বস্তু থাকে তাহলে তা ছেড়ে ফেলতে হবে। কারণ ভারি বস্তু আরও বেশি দ্রুত নিচে টেনে নিতে পারে। বেশিরভাগ চোরাবালির গভীরতাকম হয়।
খানিকটা ডোবার পর হয়তো পা তলায় আটকে যেতে পারে । যদিতা না হয়, মানে যদি চোরাবালি খুব গভীরহয় তাহলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে যেমন পানিতে আমরা যেভাবে সাঁতার কাটি, ঠিক সেভাবে নিজের শরীরকে যতটা সম্ভব অনুভূমিক করে ফেলতে হবে। তারপর খুব ধীরে ধীরে সাঁতরে চোরাবালির বাইরে আসার চেষ্টা করতে হবে। সাথে যদি অন্য কোনও ব্যক্তি থাকে তাহলে তাকে বলতে হবে নিরাপদ দূরত্ব থেকে রশি ফেলতে এবং এই রশি ধরে ধীরে ধীরে চোরাবালি থেকে উঠে আসা যাবে।
চোরাবালি পানি ও তরলকাদা মিশ্রিত এমনই একটি গর্ত। এর ফাঁদে একবার পা দিলে মানুষের আর নিস্তার নেই। আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতরে সাধারণত নদী বা সমুদ্রতীরে কাদা মিশ্রিত বালির ভেতরে লুকানো অবস্থায় থাকে চোরাবালি। কোনও মানুষ যদি সেই গর্তেরধারে কাছে যায়, তা হলে শরীরের চাপে ওই বালি ক্রমে সরে যেতে থাকে। ফলেমানুষ শত চেষ্টা করেও আর ওপরে উঠে আসতেপারে না।
চোরাবালিতে পড়ার পর সেখান থেকে উঠে আসার জন্য চেষ্টা করলে শরীরের চাপে আর ও দ্রুত ডুবে যেতে হয়। সময়মত কেউ এগিয়ে না এলে ওই মানুষ নিশ্চিত মৃত্যুকোলেঢলে পড়ে। তবে অধিকাংশ চোরাবালি সাধারণত মারাত্মক নয়। কিন্তু এটি প্রকৃতির একটি অদ্ভুত বিস্ময়। চোরাবালিতে আটকে গেলে একদমই অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে হাত-পা ছোড়াছুড়ি করলে আরও বেশিআটকে পড়ার সম্ভাবনা থাকে। সবার মনে রাখা উচিত, চোরাবালি কিন্তু পানির চেয়ে অনেক বেশি ঘন। তাই চোরাবালিতে ভেসে থাকা পানির চেয়ে অনেক বেশি সহজ। যদি সঙ্গেকোন ও ভারি বস্তু থাকে তাহলে তা ছেড়ে ফেলতে হবে। কারণ ভারি বস্তু আরও বেশি দ্রুত নিচে টেনে নিতে পারে। বেশিরভাগ চোরাবালির গভীরতাকম হয়।
খানিকটা ডোবার পর হয়তো পা তলায় আটকে যেতে পারে । যদিতা না হয়, মানে যদি চোরাবালি খুব গভীরহয় তাহলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে যেমন পানিতে আমরা যেভাবে সাঁতার কাটি, ঠিক সেভাবে নিজের শরীরকে যতটা সম্ভব অনুভূমিক করে ফেলতে হবে। তারপর খুব ধীরে ধীরে সাঁতরে চোরাবালির বাইরে আসার চেষ্টা করতে হবে। সাথে যদি অন্য কোনও ব্যক্তি থাকে তাহলে তাকে বলতে হবে নিরাপদ দূরত্ব থেকে রশি ফেলতে এবং এই রশি ধরে ধীরে ধীরে চোরাবালি থেকে উঠে আসা যাবে।
If you do get stuck corabalite?
Mix water and quicksand taralakada such a hole. Once the foot is the salvation of man's trap. Is slowly drowning in a river of sand or mud Beach sand mixed in the presence of hidden quicksand. If a man goes to the garteradhare, when the body is under pressure to move the sand away. He was tried on hundreds of phalemanusa not asatepare.
After reading corabalite try to come up from the pressure of the body quickly and is very busy. When it is time to continue to ensure that people are mrtyukoledhale. However, most of the quicksand is usually fatal. But it is a strange wonder of nature. If you feel stuck corabalite can not be worried. I was worried - I chorachuri besiatake the more likely. It should be remembered, is much more dense than the quicksand of the water. The water must be more than a simple corabalite away. If the sangekona and heavy objects that can be dropped. Because it can take up heavy objects more quickly. Most are gabhiratakama quicksand.
Mix water and quicksand taralakada such a hole. Once the foot is the salvation of man's trap. Is slowly drowning in a river of sand or mud Beach sand mixed in the presence of hidden quicksand. If a man goes to the garteradhare, when the body is under pressure to move the sand away. He was tried on hundreds of phalemanusa not asatepare.
After reading corabalite try to come up from the pressure of the body quickly and is very busy. When it is time to continue to ensure that people are mrtyukoledhale. However, most of the quicksand is usually fatal. But it is a strange wonder of nature. If you feel stuck corabalite can not be worried. I was worried - I chorachuri besiatake the more likely. It should be remembered, is much more dense than the quicksand of the water. The water must be more than a simple corabalite away. If the sangekona and heavy objects that can be dropped. Because it can take up heavy objects more quickly. Most are gabhiratakama quicksand.
After a short foot dobara can be stuck on the floor. Yadita does not mean you can not have the possibility of drowning in quicksand very gabhirahaya it perfectly. In that case, the water we swim in the bed, just as the body should be horizontal as possible. I will try to get out of quicksand samtare very slowly. If you have any other person who would say this is a safe distance from the rasi rasi for you and will come up out of the quicksand slowly.
No comments:
Post a Comment