Saturday, July 27, 2013

চুল পরার বৈজ্ঞানিক কারণ Scientific Causes for Hair Fall

চুল পরার বৈজ্ঞানিক কারণ

চুল পরা বর্তমান বিশ্বে সৌন্দর্য সচেতন মানুষদের একটি অন্যতম দুশ্চিন্তার কারণ। আমেরিকার একাডেমি অব ডার্মাটোলজির রিপোর্ট অনুসারে, বিশ্বের মোট জনসংখ্যার ১৫-১৬ শতাংশেই চুল ঝরে যাওয়া সমস্যায় ভুগছেন। নারী, পুরুষ নির্বিশেষে সবাই এর শিকার। তবে চুল পড়া নিয়ে দুশ্চিন্তা আবার ছেলেদের চেয়ে মেয়েদের বেশি। মানুষের চুল প্রতি মাসে আধা ইঞ্চি করে বড় হয়। স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে। এরপর বৃদ্ধি কমে যায় ও কয়েক দিনের মধ্যে আপনা-আপনি পড়ে যায়। তবে কি কারণে চুল পড়ে আমরা তা অনেকেই জানিনা। আজকে আমরা এই কারণগুলো নিয়েই আলোচনা করবো।

স্ট্রেস_বা_মানসিক_চাপ
দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি করে চুল পড়তে পারে। তবে এ চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায়। তবে দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে।

খাদ্যাভ্যাস
শারীরিক নিউট্রিশনাল স্ট্যাটাসের ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। দৈনিক খাদ্যতালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়। এছাড়া দীর্ঘদিন শরীরে কোনো একটি উপাদানের অভাবে চুল পড়ে যায়।

ট্রাকশন_অ্যালোপেসিয়া
চুলের বিশেষ কোনো স্টাইলের জন্য যদি দীর্ঘদিন খুব টেনে চুল বাঁধা বা টাইট করে খোঁপা বা ব্যান্ড করা হয় তবে এ ধরনের চুল পড়া শুরু হয়। দীর্ঘদিন এক রকম চুল বাঁধার কারণে চুল পড়া পুনরায় আগের অবস্থায় ফিরে যায় না। ফলে টেনে বাঁধার কারণে এ চুল পড়া স্থায়ীভাবে হেয়ার লসের কারণ হয়ে দাঁড়ায়। খুব বেশি পরিমাণে কালারিং এজেন্ট, বিলচিংসামগ্রী, চুল সোজা করা বা ক্রমাগত রিবল্ডিং করানো ও ঘনঘন চুল পার্ম করার সামগ্রী ব্যবহার করলে চুল পড়ার হার বেড়ে যায়। বিশেষ করে প্রোডাক্টগুলো যদি উন্নতমানের না হয় সে ক্ষেত্রে চুল বেশি করে পড়ে যায়। অনেক ক্ষেত্রেই আবার চুল ওঠে; কিন্তু অনেক সময় হেয়ার ফলিকলের স্থায়ী ক্ষতি হয়ে গেলে চুল আবার নাও গজাতে পারে।

অ্যান্ড্রোজেনের_কারণে_চুল_পড়া
অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও মহিলাদের কম পরিমাণে থাকে। এ হরমোনগুলো হেয়ার ফলিকলের ওপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে। সে কারণে পুরুষের চুল বেশি পড়ে। তবে সবারই যে পড়বে তা নয়, যাদের এসব হরমোনের প্রভাব বেশি তাদের বেশি করে চুল পড়ে। পুরুষের চুল পড়া বা টাক পড়া সাধারণত ২০ বছর থেকেই শুরু হতে পারে। এটিকে বলে মেল প্যাটার্ন অব হেয়ার লস বা পুরুষালি টাক। অর্থাৎ কপাল থেকে শুরু করে পেছন দিকে চুল উঠতে থাকে। মহিলাদের মেনোপজের সময় ও পরে অ্যান্ড্রোজেনিক হরমোনগুলো আনুপাতিক হারে বেড়ে যায়, তখন চুল বেশি করে পড়তে শুরু করে। তবে এ ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন অব হেয়ার লস হয়ে থাকে। শুধু কপালের দিক থেকে নয়, চুল পড়া শুরু হয় পুরো মাথা থেকেই। ধীরে ধীরে চুলের ঘনত্ব কমে যায়। অ্যান্ড্রোজেনিক হরমোনই মেয়েদের চুল পড়া ও ছেলেদের টাকের সবচেয়ে বড় কারণ।

হরমোনাল_পরিবর্তন
হরমোনের কমবেশি হওয়ার কারনে চুল উঠে যেতে পারে। যেমন থাইরয়েড হরমোনের মাত্রা কম বা বেশি হলে, গর্ভবতী অবস্থায় এবং বাচ্চার জন্মের পর হরমোনাল ভারসাম্য পরিবর্তিত হয় বলে তখন চুল বেশি পড়ে। হরমোনের এ পরিবর্তন আবার আগের অবস্থায় ফিরে গেলে পুনরায় চুল গজায়। তবে তা আগের অবস্থায় যেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

টিনিয়া_ক্যাপাইটিস
এটি এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন, যা স্কাল বা মাথার খুলিতে হয়ে থাকে। এ ফাঙ্গাল ইনফেকশনের জন্য ওই অংশের চুল পড়ে যায়। এ ক্ষেত্রে নাইজোরাল শ্যাম্পু (কিটোকোনাজল) চুলে ব্যবহার করতে হয়। কখনো কখনো দিনে একটি করে অ্যান্টিফাঙ্গাস ওষুধ আট থেকে ১২ সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে। ইনফেকশন ভালো হয়ে গেলে চুল আবার গজায়।

অপারেশনের_পর
শরীরে বড় কোনো সার্জারি বা অপারেশনের পর অনেক ক্ষেত্রেই চুল পড়ে যায়। এটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। অপারেশনের কারণে শারীরিক পরিবর্তন অথবা মানসিক উদ্বেগের জন্য হতে পারে। সুস্থ হওয়ার পর চার থেকে আট সপ্তাহের মধ্যে চুল আগের অবস্থায় ফিরে যায়।

অসুখের_কারণে_চুল_পড়া
কিছু অসুখে যেমন অ্যানিমিয়া, টাইফয়েড, জন্ডিস, ম্যালেরিয়া, ডায়াবেটিস ইত্যাদিতে চুল পড়ে যেতে পারে। অনেক সময় অসুখ ভালো হওয়ার পরও চুল আর আগের অবস্থায় ফিরে যায় না।

ওষুধের_পার্শ্বপ্রতিক্রিয়া
কোনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়তে পারে, যেমন জন্মনিয়ন্ত্রণের বড়ি, প্রেসারের ওষুধ, রক্ত তরলিকরণের ওষুধ, হরমোন, অ্যান্টিসাইকোটিক বা মানসিক অসুস্থতার ওষুধ ইত্যাদি।

কেমোথেরাপির_পর
ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দেয়ার পর চুল উঠে যায়। এর কারণ কেমোথেরাপিউটিক ড্রাগসগুলো বর্ধনশীল কোষের ওপর কাজ করে। কেমোথেরাপির প্রথম ডোজ দেয়ার দুই-তিন সপ্তাহ পর চুল পড়া শুরু হয় এবং কেমোর সর্বশেষ ডোজের তিন-চার মাস পর পুনরায় চুল গজানো শুরু হয়।

রেডিওথেরাপি

ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি দেয়ার পর চুল পড়ে এবং তা আর গজায় না।



Scientific Causes for Hair Fall

People aware of the beauty of wearing the hair is one of the most anxiety. According to the American Academy of darmatolajira report, the total population of the world suffers from the problem of hair fall satansei 15-16. Women, men and women of the victims. Read more girls than boys in the hair of the worries. Human hair half inch per month, which is great. Normally have to be a hair from two to four years. The growth is expected to decline in the next few days - you are. However, because the hair is what we do not know how many. Today, we will discuss with you the reasons.

_ Pressure _ or _ mental stress
Bhugale or mental problems that worry the hair could be longer than usual. The temporary hair fall and hair re-pick. But they could not overcome the mental worry or anxiety can cause a lot of hair.

Eating
Niutrisanala physical development status based on hair health. Daily dietary protein, carbohydrate, fat, minerals and vitamins measurable quantities if you do not have hair. In the absence of any one component of the long body hair fall.

_ Trakasana ayalopesiya
If for any hair style long hair tied or pulled too tight or the band is khompa of the hair starts to fall. But one of the hair fall hair tied back in again. Pull the hair fall in permanent hair tied because it was lasera. Too much of the coloring agent, bilacinsamagri, hair or straight hair constantly ribaldim made parma and frequently used tool to increase the rate of hair fall. Prodaktagulo especially if the hair is not much more that can be said. In many cases it leads to hair, but also a permanent loss of hair when the hair phalikalera gajate I could not.

_ Reading _ of _ ayandrojenera hair
Ayandrojenika hormones testosterana, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, dieicati more hormones, usually men and women are less amounts. The hormones that stimulate hair fall and hair phalikalera development work. He was the man's hair. However, it is not that we, the people of these hormones more and more hair in them. Her hair fall or baldness is usually read from the start of the year may be 0. Mail it to the pattern of hair loss or baldness purusali. From the forehead to the back of the hair up. Ayandrojenika hormones in women during and after menopause increases in proportion, the hair started to read more. However, the pattern of Female Hair Loss is. The fate of not reading the full head of hair. Gradually decreased hair density. Ayandrojenika haramonai girls and boys takera the biggest cause of hair fall.

Haramonala Change
The hair can be due to hormonal kamabesi. Such as low thyroid hormone levels or if the pregnancy and after the birth of a child is changed when the hair is still haramonala balance. Once again we return to the hormonal changes, hair pick. However, it may take up to a year to go to the previous state.

_ Tiniya kyapaitisa
This is one of the phangasa infections, which are khulite Skull or head. Phangala infection of the hair for the fall. The naijorala shampoo (kitokonajala) to use the hair. Sometimes the medicine is a ayantiphangasa may take up to eight weeks from the 1. Once you pick a good hair infections.

After the operation _
In many cases, after a surgery or operation in the body of the hair fall. This is the side effects of drugs. Operations due to changes in the physical or mental health concerns may be. After four to eight weeks to recover from the back of the hair.

_ Reading _ of _ Hair illness
Some diseases, such ayanimiya, typhoid, jaundice, malaria, diabetes, and hair can fall. The disease can not return it after the hair.

_ Side effects of drugs
Some drugs can cause hair পার্শ্বপ্রতিক্রিয়ায়, such as birth control pills, pressure drugs, blood, liquidity, drugs, hormones, drugs, etc. ayantisaikotika or mental illness.

_ After chemotherapy
Cancer after chemotherapy treatment is hair. Kemotherapiutika about drugs because the cells are growing. The first dose of chemotherapy in two - three weeks after the hair starts to fall and kemora latest dojera three - four months after the re-start to grow hair.

Radiotherapy

Cancer after radiotherapy treatment of hair and do not pick it.

No comments:

Post a Comment