Monday, July 15, 2013

রসুনের গুণাগুণ ! Garlic's special skill !

রসুনের গুণাগুণ !

রসুন, পেঁয়াজ এবং অন্যান্য ঝাঁঝালো সবজি অনেক ক্ষেত্রেই বেশ উপকারী। ক্যান্সার গবেষকদের মতে রসুন ও পেঁয়াজ নিয়মিত খেলে পুরুষরা প্রষ্টেট ক্যাসারের হাত থেকে রেহাই পেতে পারে। চীন দেশের গবেষকরা এ ব্যাপারে আরো উচ্চকিত। তারা বলেন, যারা প্রত্যহ ১০ গ্রামের অধিক পরিমাণে রসুন, পেঁয়াজ বা অন্যান্য ঝাঁঝালো স্বাদের সবজি খেয়ে আসছেন, তাদের প্রষ্টেট ক্যাসার হওয়ার ঝুঁকি যারা প্রত্যহ ২ গ্রামের কম খাচ্ছেন তাদের অর্ধেক (৫০%)। ১০ গ্রাম পুর্ণ করতে ৩ কোয়া রসুন বা ১ চা-চামচ পেঁয়াজের কুচি খেতে হবে। এটি খুবই সহজ। রান্না করা রসুন বা পেঁয়াজ খেলে তা কম উপকারী হবে-এরুপ কোনো তথ্য আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি।

আগে আমরা জানতাম, রসুন জীবনের সংক্রমণের বিরুদ্ধে দেহ যুদ্ধ করার শক্তি জোগায়। তাছাড়া এরা রক্তের কোলষ্টেরল কমায় এবং সম্ভবত অন্যান্য ক্যাসারের বৃদ্ধির হার কমায়। ভারতীয় গবেষকরা আরো দাবি করেন, যারা প্রতিদিন রসুন খেয়ে আসছেন তাদের হৃৎপিন্ড হার্ট অ্যাটাকের পর কম ক্ষতির সম্মুখীন হয় এবং হৃৎপিন্ডের অপারেশনের পর তারা দ্রুত সেরে ওঠেন। মানুষ বাদে অন্যান্য প্রাণীর ক্ষেত্রের রসুন খেলে রক্তে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। তবে বড়ি হিসেবে রসুন খেলে তা খুব ফলদায়ক হয় না।

অতএব, হৃদরোগ থেকে দুরে থাকতে এবং সামগ্রিকভাবে রোগহীন জীবন-যাপন করতে প্রতিদিন রসুন খেতে পারেন।




Garlic's special skill  !

Garlic, onions and other vegetables jhamjhalo quite useful in many cases. According to cancer researchers regularly eat garlic and onions can be exempt from kyasarera prasteta men. The researchers further uccakita China. They said 10 people were exceedingly Every garlic, onions or other vegetables Writes Ganit Dadu Keywords jhamjhalo it comes to those who risk their prasteta kyasara Every village and eating less than half of them (50%). Full 10 grams of garlic or 1 to 3 koya Tea - Chop onion salt will eat. It's very simple. Cook garlic or onion is playing it less useful - such until now did not have any information to us.

Before we knew, garlic provides the energy to fight infection in the body. It reduces the blood and possibly other kyasarera kolasterala reduce the growth rate. Indian researchers also claimed that those who ate garlic every day coming to the heart after a heart attack less losses and quickly recover after heart operations. Antioxidant levels in the blood of other animals, with the exception of the playing field has seen a growing garlic. However, a garlic pill is playing it very productive.


Therefore, to stay away from heart disease and overall disease free life - to live every day can eat garlic.

No comments:

Post a Comment