অনিদ্রা দূর করতে ৭ পরামর্শ
সপ্তাহে তিন দিন বা তার বেশি ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমোতে সমস্যা, অল্প সময় ঘুম হওয়া এবং ঘুম থেকে ওঠার পর ক্লান্তি ভাব, সারা দিন খিটখিটে ভাব ইত্যাদি ইনসোমনিয়া বা অনিদ্রার লক্ষণ। মস্তিষ্কের নিউরোহরমোনাল অসামঞ্জস্য অনিদ্রার অন্যতম কারণ।
এমন সমস্যার কারণে কর্মক্ষমতা, বুদ্ধিমত্তা ও মনোযোগ কমতে পারে। শারীরিক ক্ষতিও হতে পারে। যেমন: ওজনাধিক্য, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগের ঝুঁকি বাড়ায়।
কারণ
১. মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক আঘাত-পরবর্তী পরিস্থিতি।
২. ঘুমের পরিবেশের ব্যাঘাত যেমন: অতিরিক্ত শব্দ, আলো, গরম বা ঠান্ডা।
৩. ঘুমের নিয়মে পরিবর্তন, যা মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে ব্যাঘাত সৃষ্টি করে।
৪. সন্ধ্যার পর ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল সেবন।
৫. ঘুমের আগে টিভি দেখা, ভিডিও গেমস খেলা।
৬. দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, যেমন: বাত, ক্যানসার, হূদেরাগ, ফুসফুসের রোগ, গ্যাস্ট্রিক, থাইরয়েডের সমস্যা।
পরামর্শ
১. প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠে পড়ুন।
২. শোয়ার ঘর কেবল ঘুমের জন্য ব্যবহার করুন। সেখানে যেন অতিরিক্ত শব্দ বা আলো না থাকে।
৩. ঘুমের আগে হালকা গরম পানির গোসল, বই পড়া, মৃদু গান, উপাসনা বা ইয়োগা সাহায্য করতে পারে। বারবার ঘড়ি দেখবেন না।
৪. জোর করে ঘুমের চেষ্টা করবেন না। ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে পড়ুন। অন্য ঘরে যান, হালকা কিছু পড়ুন ঘুম না আসা পর্যন্ত।
৫. দুপুরে ৩০ মিনিটের বেশি বিশ্রাম নেবেন না, তা তিনটার আগেই সেরে নিন।
৬. ঘুমানোর চার-ছয় ঘণ্টা আগে ভারী কাজ, ব্যায়াম এবং অ্যালকোহল, কফি, ধূমপান এড়িয়ে চলুন।
৭. ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। এরপর খিদে পেলে এক গ্লাস দুধ খেতে পারেন।
7 tips to prevent insomnia
I come three times a week or more, repeatedly broken sleep, sleep problems, sleep in and wake up after a short time, feeling tired, feeling irritable throughout the day, and inasomaniya or symptoms of insomnia. Niuroharamonala imbalance in the brain cause insomnia.
Due to problems with performance, intelligence, and attention may decrease. Physical damage. For example: ojanadhikya, rogapratirodha power loss, diabetes, high blood pressure and increases the risk of huderagera.
Because
1. Stress, anxiety, depression, trauma - the next situation.
The. Disturbed sleep environment, such as excessive noise, lighting, hot or cold.
3. Changes in sleep parameters, which melatonina brain hormone disruptors that nihsarane.
4. After I quit smoking, excessive alcohol or enjoying kyapheina.
5. Sleeping in the TV, play video games.
6. Long-term physical illness, such as arthritis, cancer, huderaga, lung disease, gastric, thyroid problems.
Advice
1. Make a habit of sleeping at the same time every day. Dinasaha holiday at the same time every day to wake up and read.
The. Use the bedroom only for sleeping. I do not have the extra sound or light.
3. Light hot water bath before sleeping, reading books, gentle songs, worship or iyoga can help. The clock will not see again.
4. Do not try to force sleep. I would not refer to it in 0 minutes. Go to another room, I do not see the light come up.
5. Do not take more than 30 minutes to rest at noon, three o'clock before it is cured.
6. Sleep four - six hours before the heavy work, exercise, and alcohol, coffee, smoking Avoid.
7. I get two hours sleep before the evening meal. The appetite can get a glass of milk.
সপ্তাহে তিন দিন বা তার বেশি ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমোতে সমস্যা, অল্প সময় ঘুম হওয়া এবং ঘুম থেকে ওঠার পর ক্লান্তি ভাব, সারা দিন খিটখিটে ভাব ইত্যাদি ইনসোমনিয়া বা অনিদ্রার লক্ষণ। মস্তিষ্কের নিউরোহরমোনাল অসামঞ্জস্য অনিদ্রার অন্যতম কারণ।
এমন সমস্যার কারণে কর্মক্ষমতা, বুদ্ধিমত্তা ও মনোযোগ কমতে পারে। শারীরিক ক্ষতিও হতে পারে। যেমন: ওজনাধিক্য, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগের ঝুঁকি বাড়ায়।
কারণ
১. মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক আঘাত-পরবর্তী পরিস্থিতি।
২. ঘুমের পরিবেশের ব্যাঘাত যেমন: অতিরিক্ত শব্দ, আলো, গরম বা ঠান্ডা।
৩. ঘুমের নিয়মে পরিবর্তন, যা মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে ব্যাঘাত সৃষ্টি করে।
৪. সন্ধ্যার পর ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল সেবন।
৫. ঘুমের আগে টিভি দেখা, ভিডিও গেমস খেলা।
৬. দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, যেমন: বাত, ক্যানসার, হূদেরাগ, ফুসফুসের রোগ, গ্যাস্ট্রিক, থাইরয়েডের সমস্যা।
পরামর্শ
১. প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠে পড়ুন।
২. শোয়ার ঘর কেবল ঘুমের জন্য ব্যবহার করুন। সেখানে যেন অতিরিক্ত শব্দ বা আলো না থাকে।
৩. ঘুমের আগে হালকা গরম পানির গোসল, বই পড়া, মৃদু গান, উপাসনা বা ইয়োগা সাহায্য করতে পারে। বারবার ঘড়ি দেখবেন না।
৪. জোর করে ঘুমের চেষ্টা করবেন না। ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে পড়ুন। অন্য ঘরে যান, হালকা কিছু পড়ুন ঘুম না আসা পর্যন্ত।
৫. দুপুরে ৩০ মিনিটের বেশি বিশ্রাম নেবেন না, তা তিনটার আগেই সেরে নিন।
৬. ঘুমানোর চার-ছয় ঘণ্টা আগে ভারী কাজ, ব্যায়াম এবং অ্যালকোহল, কফি, ধূমপান এড়িয়ে চলুন।
৭. ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। এরপর খিদে পেলে এক গ্লাস দুধ খেতে পারেন।
7 tips to prevent insomnia
I come three times a week or more, repeatedly broken sleep, sleep problems, sleep in and wake up after a short time, feeling tired, feeling irritable throughout the day, and inasomaniya or symptoms of insomnia. Niuroharamonala imbalance in the brain cause insomnia.
Due to problems with performance, intelligence, and attention may decrease. Physical damage. For example: ojanadhikya, rogapratirodha power loss, diabetes, high blood pressure and increases the risk of huderagera.
Because
1. Stress, anxiety, depression, trauma - the next situation.
The. Disturbed sleep environment, such as excessive noise, lighting, hot or cold.
3. Changes in sleep parameters, which melatonina brain hormone disruptors that nihsarane.
4. After I quit smoking, excessive alcohol or enjoying kyapheina.
5. Sleeping in the TV, play video games.
6. Long-term physical illness, such as arthritis, cancer, huderaga, lung disease, gastric, thyroid problems.
Advice
1. Make a habit of sleeping at the same time every day. Dinasaha holiday at the same time every day to wake up and read.
The. Use the bedroom only for sleeping. I do not have the extra sound or light.
3. Light hot water bath before sleeping, reading books, gentle songs, worship or iyoga can help. The clock will not see again.
4. Do not try to force sleep. I would not refer to it in 0 minutes. Go to another room, I do not see the light come up.
5. Do not take more than 30 minutes to rest at noon, three o'clock before it is cured.
6. Sleep four - six hours before the heavy work, exercise, and alcohol, coffee, smoking Avoid.
7. I get two hours sleep before the evening meal. The appetite can get a glass of milk.
No comments:
Post a Comment