পেপসি পানে ক্যান্সার!
জনপ্রিয় কোমল পানীয় পেপসিতে ক্যান্সারের জন্য দায়ী উপাদান খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেলথ (সিইএইচ)। প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, পেপসি উৎপাদন প্রক্রিয়ার একটি পর্যায়ে ৪-মিথাইলিমিডাজোল তথা ৪-মিল নামক ক্ষতিকর উপাদানটি তৈরি হয়ে পানীয়র সঙ্গে মিশে যায়। মানব দেহে ক্যান্সার সৃষ্টির সঙ্গে এই উপাদানটির সরাসরি সংযোগ আছে।
এ বিষয়ে সিইএইচ অনেক আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় এ সংক্রান্ত আইন পাস হয়। এরপর পেপসিকো কম্পানি তাদের পানীয়তে ৪-মিলের পরিমাণ সহনীয় পর্যায়ে আনতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনে। তবে সেটা শুধু ক্যালিফোর্নিয়ায়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের বাকি স্থানগুলোতেও এই পরিবর্তন কার্যকর করার কথা জানায় পেপসিকো। সারা বিশ্বেই একই উৎপাদন প্রক্রিয়া চালুর কথা বললেও এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি কম্পানি।
বন্ধুদের সতর্ক করতে পোষ্টটি শেয়ার করার অনুরোধ করছি।
Drinking Pepsi causes cancer!
Popular soft drinks pepasite cancer is responsible for the material found in the Center for Environmental Health (siieica). Of the researchers, said in a Pepsi production process at the level of 4 - mithailimidajola in 4 - to create a common ingredient in the drink mix with harmful. This material has a direct connection with the creation of cancer in humans.
Many are already expressing concern about the siieica. In terms of the related law was passed in California in March. The Company and PepsiCo paniyate 4 - to bring moderate level of matching changes in the production process. But it's only in California. In February next year, the rest of the venues PepsiCo announced the changes to take effect. The production process is the same world that he did not kill any time company.
I have to warn you to share it.
জনপ্রিয় কোমল পানীয় পেপসিতে ক্যান্সারের জন্য দায়ী উপাদান খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেলথ (সিইএইচ)। প্রতিষ্ঠানটির গবেষকরা জানান, পেপসি উৎপাদন প্রক্রিয়ার একটি পর্যায়ে ৪-মিথাইলিমিডাজোল তথা ৪-মিল নামক ক্ষতিকর উপাদানটি তৈরি হয়ে পানীয়র সঙ্গে মিশে যায়। মানব দেহে ক্যান্সার সৃষ্টির সঙ্গে এই উপাদানটির সরাসরি সংযোগ আছে।
এ বিষয়ে সিইএইচ অনেক আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় এ সংক্রান্ত আইন পাস হয়। এরপর পেপসিকো কম্পানি তাদের পানীয়তে ৪-মিলের পরিমাণ সহনীয় পর্যায়ে আনতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনে। তবে সেটা শুধু ক্যালিফোর্নিয়ায়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের বাকি স্থানগুলোতেও এই পরিবর্তন কার্যকর করার কথা জানায় পেপসিকো। সারা বিশ্বেই একই উৎপাদন প্রক্রিয়া চালুর কথা বললেও এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি কম্পানি।
বন্ধুদের সতর্ক করতে পোষ্টটি শেয়ার করার অনুরোধ করছি।
Drinking Pepsi causes cancer!
Popular soft drinks pepasite cancer is responsible for the material found in the Center for Environmental Health (siieica). Of the researchers, said in a Pepsi production process at the level of 4 - mithailimidajola in 4 - to create a common ingredient in the drink mix with harmful. This material has a direct connection with the creation of cancer in humans.
Many are already expressing concern about the siieica. In terms of the related law was passed in California in March. The Company and PepsiCo paniyate 4 - to bring moderate level of matching changes in the production process. But it's only in California. In February next year, the rest of the venues PepsiCo announced the changes to take effect. The production process is the same world that he did not kill any time company.
I have to warn you to share it.
No comments:
Post a Comment