Wednesday, July 3, 2013

পুরুষত্বে সমস্যা – ঘরোয়া সমাধান !

পুরুষত্বে সমস্যা – ঘরোয়া সমাধান !

পুরুষত্বের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে কুন্ঠিত বোধ করছেন? চিন্তা করবেন না কারণ এর প্রাথমিক চিকিৎসা আপনি এখন আপনার বাড়িতেও করতে পারেন। এবার আসুন জানা যাক যৌন অক্ষমতার প্রথম ধাপের চিকিৎসায় দৈনন্দিন জীবনে ব্যবহার্য কি কি উপকারে আসে।

রসুন :
প্রতিদিন দু থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান৷ এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে৷ এ ছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পার্ম উত্পাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ স্পার্ম তৈরিতে এটি সাহায্য করে৷

পেঁয়াজ :
কাম-উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসাবে পেঁয়াজ বহুদিন থেকে ই ব্যবহূত হয়ে আসছে৷ সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেঁজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায়৷ কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এটি খাওয়ার আগে ঘণ্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন৷ এইভাবে প্রতিদিন খেলে স্খলন, শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতুপতন (যাকে এক কথায় spermatorrhea বলা হয়) ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব৷

গাজর :
১৫০ গ্রাম গাজর কুঁচি এক টেবিল চামচ মধু এবং হাফ-বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা কম হতে পারে৷

» লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন

Purusatbe problems - domestic solution!
Manhood problems feel kunthita go to the doctor? Do not worry, it's the treatment you can do to your home. Let us know in everyday life, used in the treatment of adult disability in the first phase of what comes in handy.
Garlic:Koya raw garlic every day for two or three of cibiye. They will increase your sexual desire if they are going to fall. Garlic mixed with the good wheat bread made sparma your body increases production levels and helps to create a healthy sparma.
Onions:Work - provocative, and I wish that increase as the onions long and it having more coming., White onion pise him buttery good and bhemje of the day Thursday, with playing a good find., But one thing to remember, it's a meal before the bell a couple of times in your stomach is empty Remember. thus loosening playing every day, or sleep in sighrapatana dhatupatana (one of whom is called spermatorrhea), and the problem can be solved.
Carrots:150 g carrots, bristly one table spoon of honey and half - two months playing Boyle egg mixed with the inability of your body may be low.
»Like to share with us Stay




No comments:

Post a Comment