Tuesday, July 30, 2013

••রেগে যাওয়ার কুফল••Bad effect of Anger

••রেগে যাওয়ার সাধারণ কারনসমূহ••


মানুষ বিভিন্ন কারনে রেগে যায়, তবে সাধারণ কয়েকটি কারন হলো-

→কেউ আপনাকে ভুল বুঝলে।
→আপনার সাধারণ কথা কেউ বুঝতে না চাইলে।
→আপনার কোন কাজের স্বীকৃতি চুরি হলে।
→কেউ খারাপ ব্যাবহার করলে।
→অন্যায়- অবিচার -জুলুম করলে।
→কর্তৃত্ব হারানোর ভয় থাকলে।
→আপনার কোন প্রস্তাবে প্রত্যাখ্যাত হলে।
→মানসিক বা কোন প্রকার চাপ থাকলে।
→প্রিয়জন দ্বারা কটাক্ষের স্বীকার হলে।


••রেগে যাওয়ার কুফল••
আপনি রেগে গেলে আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে।
আপনার বন্ধুবান্ধব আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন।
এ সম্পর্কে হযরত আলী (রা) এর খুব সুন্দর একটি কথা আছে।
রাগান্বিত অবস্থায় চারটি কাজ থেকে বিরত থাকোঃ
১. সিদ্ধান্ত গ্রহণ
২. শপথ গ্রহণ
৩. শাস্তি প্রদান
৪. আদেশ প্রদান

১৪০০ বছর আগের এ কথাগুলো এখন বৈজ্ঞানিক ভাবে প্রমানিত।
এছাড়া মহামতি বুদ্ধ বলেছেন, রণক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।
যীশু বলেন, যখন কেউ তোমার সাথে অন্যায় আচরণ করে, তুমি তাদের ক্ষমা করে দাও। সদাপ্রভুও তোমাকে ক্ষমা করবেন।
বেদে আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিয়ন্ত্রিত রাগ-ক্রোধ থেকে দূরে থেকো।
মহানবী (সা) বলেন, ক্রদ্ধ হয়ো না। যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করতে পারে সে-ই প্রকৃত বীর। (বোখারী)

••রেগে গেলে যা করবেন••

সবই বুঝলাম। তা এডমিন, রাগ উঠলে কি করবো?? হুম, এবার তাই বলছি।

হাদিস অনুসারে বললে, মহানবী (সাঃ) এর কয়েকটি হাদিস বিশ্লেষণে জানা যায়, তিনি রাগ আসলে বসে পড়তে বলেছেন কিংবা শুয়ে থাকতে বলেছেন। আরও বেশি রাগ উঠলে ঠাণ্ডা পানি পান করতে বলেছেন।

এ ছাড়া বিভিন্ন মনোবিজ্ঞানীরা বলে থাকেন, রাগ উঠলে চুপ করে বসে থাকুন। কিংবা ঘরের বাহির থেকে ঘুরে আসুন।

নিজের ভুল গুলো খুজে বের করার চেষ্টা করুন। নিজের ভুল খুজে পেলে অন্যের উপর থেকে রাগ অনেকটাই কমে যায়।








• • • • Causes of anger 

Due to a variety of people angry, but it's a few -
→ Someone you nor wrong.
→ If you do not understand a word anyone.
→ If you steal a recognition of the work.
→ If someone uses bad.
→ I - Injustice - if wrong.
→ If you have fear of losing control.
→ If you have any suggestions rejected.
If you have any kind of emotional or stress →.
If accepted by loved ones → sidelong look.

• • • • angry over evil

If you lose your relationship with your loved ones can get worse.
You will start off to your friends. You decide to do wrong.
Of Ali (ra)'s very nice to have a talk.
The four works from angry thakoh
1. Decision
The. Sworn in
3. Infliction
4. Order

1400 years ago in what is now scientific proof.
The Buddha said mahamati, ranaksetre thousands of soldiers since winning the anger - anger at the atmajayi birasrestha birai.
Jesus said, when someone behaves like that with me, I forgive them. The Lord will forgive you.
Gypsy is, in each case of uncontrolled anger - anger away from the theko.
Prophet (pbuh) said, kraddha not hayo. The person may krodhake restraint - the real heroes. (Bokhari)

• • • • angry when you do that

The realized. The admin, I do uthale? Hmm, I say so.

According to the hadith said, Prophet (pbuh) in the analysis of some of them, he is not angry at the fact that I had to stay. I was more uthale cold water to drink.

They have a variety of manobijnanira, I just stayed silent uthale. Let's turn to get out of the house.

I try to find their own mistakes. If you find a mistake, the anger of others decreases.

No comments:

Post a Comment