Sunday, July 14, 2013

চুল পড়া কমাতে যা ব্যবহার করবেন


চুল পড়া কমাতে যা ব্যবহার করবেন

লিভ ইন কন্ডিশনার: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে লিভ ইন কন্ডিশনার। রং করা চুল কিংবা কোঁকড়া চুলের জন্য এ কন্ডিশনারটি ব্যবহার করা ভালো।

প্রাকৃতিক কন্ডিশনার: শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর পানিতে লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।দেখবেন চুল ঝরঝরে হয়ে গেছে। এ ছাড়া সাদা সিরকাও এভাবে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।

হট অয়েল ট্রিটমেন্ট: তৈলাক্ত চুলসহ যেকোনো চুলের জন্য এটি উপকারী। তেল হালকা গরম করে তুলা বা হাত দিয়ে হালকা করে মাথার ত্বকে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

টু-ইন শ্যাম্পু: যেসব শ্যাম্পুর গায়ে টু-ইন লেখা থাকে তা এ দেশের আবহাওয়ার জন্য খুব একটা উপযোগী নয়। একনাগাড়ে এ ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত
নয়।

চুলের প্যাক হেনা, সামান্য পরিমাণে টকদই ও ডিমের মিশ্রণ।

ডিম, মাখন, সামান্য পরিমাণে পানি ও জাম্বুরার রস মিশিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

জলপাই তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে হালকা গরম করে এর মধ্যে দুটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে তা চুলে দিন। সম্ভব হলে চুলে গরম পানির ভাপ দিতে পারেন। এ জন্য তোয়ালে গরম
পানিতে ডুবিয়ে নিন। এরপর এর পানি ঝরিয়ে মাথায় জড়িয়ে রাখুন।১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

পাকা কলা, এক চামচ টকদই ও এক চামচ জলপাই তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন।

মানসিক চাপ,বড় অসুখের পার্শ্বপ্রতিক্রিয়া,মাথার ত্বকে চর্মরোগ, বংশগতির কারণেও চুল পড়ে। তবে চুল পড়া কমাতে প্রধানত চুলে পুষ্টি জোগাতে হবে। সে জন্য তেল-মসলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে। এ ছাড়া সময়মতো খাওয়া-ঘুমানো ও পানি পরিমাণমতো পান করতে হবে। খেয়াল রাখতে হবে,শ্যাম্পু করার সময় যেন নখের আঁচড় মাথার ত্বকে না লাগে।আরেকটি বিষয় হলো, চুল পড়ার সঙ্গে সঙ্গে তা গজিয়ে যায়।সে কারণে এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।খুশকি দূর না হলেও চুল পড়ে।খুশকি থাকলে সপ্তাহে দুই দিন খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করুন। অন্যান্য দিন প্রোটিন,অ্যামাইনো প্রোটিন সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ফলে চুলের গোড়া শক্ত হয়।নিয়মিত জলপাই তেল ব্যবহার
করা যেতে পারে। তবে জেল ও চুলের স্প্রে কম ব্যবহার করাই ভালো।এতে চুলের ক্ষতি কম হয়। আসল কথা হলো, চুলকে পরিষ্কার রাখতে হবে। তবেই দেখবেন চুল পড়া কমে গেছে।



Which will be used to reduce hair fall ..

Leave-in conditioner: culake from the sun's ultraviolet light leave-in conditioner to protect. Colored hair or curly hair kandisanarati be used for good.

Natural Conditioner: Wash the hair with shampoo and wash the hair with water mixed with lemon juice. Would have been neat hair. The white sirakao can use it as a natural conditioner.

Hot Oil Treatment: It is beneficial for oily hair culasaha any. Light heating oil and light cotton or hand rub, apply to the skin of the head. After half an hour remove the shampoo.

Two - in Shampoo: The shampoo to it - it is written in the weather is not very useful. A row of shampoo should be used
Not.

Henna hair pack, and trace amounts of egg mixture takadai.

Eggs, butter, Grapefruit juice mixed with a little water and 15 - 0 minutes in the wash.

Olive oil, 10 drops of lavender oil mixed with warm light of the two vitamin E, capsules mixed with hair like that. The hair can blow off steam and hot water. The hot towel
Take water. Keep the water at the head of the jhariye .10 minutes and wash the hair.

Ripe banana, one spoon and one teaspoon of olive oil mixed hair can put takadai.

Stress, side effects of the disease, diseases of the skin, hair is caused by heredity. However, in order to reduce the hair fall hair growth will provide. The oil - spicy foods, fatty foods to avoid and reduce stress. The time to eat - sleep and to drink of the water. Keep in mind, when you shampoo it takes to nail do not scratch the skin of the head. Another thing, the hair goes with it gajiye. They do not worry too much about it. Dandruff in the hair, but it is not. Dandruff dandruff of the week Use shampoo resistant. The other day, protein, amino protein-rich shampoo and wash the hair. This is a tough race crew. Regular use of olive oil
Can be. It is better to use less gel and hair spray. These hair loss is low. In the original, should be kept clean culake. You can only reduce hair fall.

No comments:

Post a Comment