দাঁতে কালো দাগঃ কী করবেন?
আপনার বয়স ২০ থেকে ২৫। এ সময় মাড়ির দাঁতের ওপর কালো দাগ পড়েছে।
প্রচন্ড ব্যথা ও দাঁতে গর্ত হওয়া এবং ফাঁকা সমস্যা চলছে। এমতাবস্হায় আপনার করণীয় কী?
দন্ডরোগের সমস্যা হলেই দন্ত চিকিৎসকের কাছে যেতে হবে। কেননা, এছাড়া কোনো বিকল্প নেই। অবহেলা করলেই উপরোক্ত সমস্যাগুলো সবার ক্ষেত্রেই সাধারণত দেখা দেয়। যা হোক, দন্তক্ষয় রোগের প্রাথমিক পর্যায়ে দাঁতের ওপর কালো কালো দাগ পড়ে। এ অবস্হাতেই অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞ দ্বারা ফিলিং করিয়ে নিলে দাঁতে গর্ত ও ব্যথা হওয়ার ভয় থাকে না। আর চিকিৎসায় অবহেলা করলে গর্ত বড় হবে, ব্যথাও বাড়বে। এসব ক্ষেত্রে ব্যয়বহুল রুট ক্যানেল চিকিৎসা করানো ছাড়া কোনো উপায় থাকে না। দাঁতের ফাঁকা ও উঁচু সমস্যা হলে একজন দন্ত বিশেষজ্ঞ পরীক্ষা করে প্রয়োজন মতো একটি লেবিয়াল বো-ব্রেস বানিয়ে দেবেন। সেটি তার পরামর্শে ৪/৫ মাস ব্যবহার করলে এ সমস্যা থাকবে না। কোনো কোনো রোগী দাঁতের ছিদ্র হওয়ার সমস্যা হলে প্রাথমিক অবস্হায় চিকিৎসা করান না। ফলে ব্যথা বাড়ে। প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে কেউ কেউ লবণ-সরিষার তেল দিয়ে দাঁত মাজেন, যা মোটেও ঠিক নয় অথচ ছিদ্র দেখা দেয়া মাত্রই ফিলিং করালে অ্যাপিক্যাল অ্যাবসেস হওয়ার ঝুঁকি থাকে না। মনে রাখতে হবে, অ্যাপিক্যাল অ্যাবসেস হলে রুট ক্যানেল করে ফিলিং করালে দাঁত রক্ষা করা যায়, যা খুবই ব্যয়বহুল। লক্ষণীয়, দাঁতের সমস্যার লক্ষণ দেখা দেয়া মাত্রই দন্ত চিকিৎসকের পরামর্শ নিলে দাঁত সব সময়ই ভালো থাকে। এছাড়া সমস্যা থাকুক আর না-ই থাকুক, বছরে ২/১ বার দন্ত চিকিৎসককে দেখানো উচিত।
-অধ্যাপক ডা. কে এ জলিল
What do you do in black spot of teeth?
Your age 0 to 5. The cheek teeth are black spots. Severe pain in the teeth and empty holes is the problem. Ematabashaya you what to do?
Dental problems are dandarogera should go to doctor. However, there is also an option. It is usually caused by the negligence of the above problems. However, the initial stages of the disease dantaksaya black black spots in teeth. Abashatei experienced specialist in Dental Filling the hole and put the tooth if you do not have to be a pain. It will be a big hole in the neglect of treatment, the pain will increase. The root of the watercourse expensive treatment than is any way. Free dental problems, and the higher the need for a tooth expert to examine a lebiyala b - bresa will make. The recommendation of the 4/5 months when there is a problem. If a patient has no teeth holes in the abashaya not enter. This leads to pain. Severe pain, but I can not tolerate salt - oil leaves majena teeth, which is not at all the holes filled in as soon as the purchase is ayapikyala ayabasesa risk. Keep in mind, if ayapikyala ayabasesa purchase Filling the root of the tooth can be protected watercourse, which is very expensive. Note that, as soon as the tooth doctor's advice if symptoms of dental problems, teeth are always good. The problem is whether or not - and whether, in his / 1 out tooth should cikitsakake.
- Prof. Dr.. Jalil
আপনার বয়স ২০ থেকে ২৫। এ সময় মাড়ির দাঁতের ওপর কালো দাগ পড়েছে।
প্রচন্ড ব্যথা ও দাঁতে গর্ত হওয়া এবং ফাঁকা সমস্যা চলছে। এমতাবস্হায় আপনার করণীয় কী?
দন্ডরোগের সমস্যা হলেই দন্ত চিকিৎসকের কাছে যেতে হবে। কেননা, এছাড়া কোনো বিকল্প নেই। অবহেলা করলেই উপরোক্ত সমস্যাগুলো সবার ক্ষেত্রেই সাধারণত দেখা দেয়। যা হোক, দন্তক্ষয় রোগের প্রাথমিক পর্যায়ে দাঁতের ওপর কালো কালো দাগ পড়ে। এ অবস্হাতেই অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞ দ্বারা ফিলিং করিয়ে নিলে দাঁতে গর্ত ও ব্যথা হওয়ার ভয় থাকে না। আর চিকিৎসায় অবহেলা করলে গর্ত বড় হবে, ব্যথাও বাড়বে। এসব ক্ষেত্রে ব্যয়বহুল রুট ক্যানেল চিকিৎসা করানো ছাড়া কোনো উপায় থাকে না। দাঁতের ফাঁকা ও উঁচু সমস্যা হলে একজন দন্ত বিশেষজ্ঞ পরীক্ষা করে প্রয়োজন মতো একটি লেবিয়াল বো-ব্রেস বানিয়ে দেবেন। সেটি তার পরামর্শে ৪/৫ মাস ব্যবহার করলে এ সমস্যা থাকবে না। কোনো কোনো রোগী দাঁতের ছিদ্র হওয়ার সমস্যা হলে প্রাথমিক অবস্হায় চিকিৎসা করান না। ফলে ব্যথা বাড়ে। প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে কেউ কেউ লবণ-সরিষার তেল দিয়ে দাঁত মাজেন, যা মোটেও ঠিক নয় অথচ ছিদ্র দেখা দেয়া মাত্রই ফিলিং করালে অ্যাপিক্যাল অ্যাবসেস হওয়ার ঝুঁকি থাকে না। মনে রাখতে হবে, অ্যাপিক্যাল অ্যাবসেস হলে রুট ক্যানেল করে ফিলিং করালে দাঁত রক্ষা করা যায়, যা খুবই ব্যয়বহুল। লক্ষণীয়, দাঁতের সমস্যার লক্ষণ দেখা দেয়া মাত্রই দন্ত চিকিৎসকের পরামর্শ নিলে দাঁত সব সময়ই ভালো থাকে। এছাড়া সমস্যা থাকুক আর না-ই থাকুক, বছরে ২/১ বার দন্ত চিকিৎসককে দেখানো উচিত।
-অধ্যাপক ডা. কে এ জলিল
What do you do in black spot of teeth?
Your age 0 to 5. The cheek teeth are black spots. Severe pain in the teeth and empty holes is the problem. Ematabashaya you what to do?
Dental problems are dandarogera should go to doctor. However, there is also an option. It is usually caused by the negligence of the above problems. However, the initial stages of the disease dantaksaya black black spots in teeth. Abashatei experienced specialist in Dental Filling the hole and put the tooth if you do not have to be a pain. It will be a big hole in the neglect of treatment, the pain will increase. The root of the watercourse expensive treatment than is any way. Free dental problems, and the higher the need for a tooth expert to examine a lebiyala b - bresa will make. The recommendation of the 4/5 months when there is a problem. If a patient has no teeth holes in the abashaya not enter. This leads to pain. Severe pain, but I can not tolerate salt - oil leaves majena teeth, which is not at all the holes filled in as soon as the purchase is ayapikyala ayabasesa risk. Keep in mind, if ayapikyala ayabasesa purchase Filling the root of the tooth can be protected watercourse, which is very expensive. Note that, as soon as the tooth doctor's advice if symptoms of dental problems, teeth are always good. The problem is whether or not - and whether, in his / 1 out tooth should cikitsakake.
- Prof. Dr.. Jalil
No comments:
Post a Comment