Saturday, July 13, 2013

কোলেস্টেরল জানা-অজানা Cholesterol know - unknown


কোলেস্টেরল জানা-অজানা

১। যাদের বসয় ২০ বছর কিংবা তার চেয়ে বেশি তাদের রক্ত প্রতি পাঁচ বছরে অন্তত একবার পরীক্ষা করে দেখা উচিত।

২। কারও রক্তের কোলেস্টেরলের মাত্রা যদি ২০০ মি. গ্রা./ডেসিলিটারের 
বেশি হয় কিংবা কম ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরলের (ক্ষতিকর কোলেস্টেরল) মাত্রা ১০০ মি.গ্রা./ ডেসিলিটারের বেশি হয় তাহলে এগুলোর পরিমাণ কমানো উচিত।

৩। যাদের হৃদরোগের কোনো ঝুঁকি উপাদান নেই তাদের ১৬০ মি. গ্রা./ডেসিলিটারের

 নিচে রাখা যেতে পারে।

৪। যাদের হৃদরোগের কোনো ঝুঁকি আছে তাদের কম ঘনত্বের কোলেস্টেরল বা

 ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা ৭০ মি. গ্রা./ডেসিলিটারের নিচে থাকা উচিত।

৫। খাদ্য তালিকা ও জীবনধারার পরিবর্তন আনতে হবে।

৬। জীবনাধারার পরিবর্তনের পাশাপাশি কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন 

করলে রক্তে কোলেস্টেরলের মাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে আসে। চিকিৎসকরা 
কোলেস্টেরল কমানোর জন্য নানারকম ওষুধ ব্যবহার করে থাকেন।
যেমন: নিয়াসিন, ফ্রাইব্রেটস, স্টেটিনস ইত্যাদি।

৭। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওজন কমাতে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।

 ব্যায়াম শুধু রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের পরিমাণ কমায় তা-ই নয়,
 উপকারী কোলেস্টেরলের পরিমাণ (বেশি ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরল)
 ১০ শতাংশ বাড়ায়।

৮। ডিমের কুসুম এবং অন্যান্য বেশি কোলেস্টেরলযুক্ত খাবার পরিহার করতে হবে।

৯। সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন মাখন, চর্বিযুক্ত গরু ও খাসির মাংস ইত্যাদির 

পরিবর্তে অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, 
জলপাইয়ের তেল, মাছ ইত্যাদি বেশি খেতে হবে।

১০। যেকোনো ধরনের সবজি ও ফলমূল শরীরের জন্য উপকারী। এরা রক্তে কোলেস্টেরলও কমায়। তাই প্রচুর শাক সবজি ও ফলমূল খান।

১১। মাছ এবং মাছের তেল কোলেস্টেরল কমাতে পারে। এর ভেতরে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। এটা খুব সহজে রক্ত থেকে কোলেস্টেরল এবং অন্যান্য ক্ষতিকর চর্বি কমিয়ে ফেলে।

১২। যদি কেউ মাছ খেতে না পারেন, তিনি মাছের তেল থেকে তৈরি ওমেগা-৩ ফ্যাটি এডিসসমৃদ্ধ ক্যাপসুল চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সেবন করতে পারেন। বিভিন্ন উদ্ভিদজাত খাবারেও ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া যায়। যেমন সয়াবিন, তেল, কাঠবাদামের তেল ইত্যাদি।

১৩। সবুজ চা রক্তের কোলেস্টেরল কমানোর এটি একটি প্রাকৃতিক উপায়।

১৪। বিভিন্ন পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে, বাদাম খেলে রক্তের কোলেস্টেরল কমে।

 বিশেষত কাঠবাদাম ও কাজুবাদাম উপকারী। তবে অবশ্যই পরিমিত 
পরিমাণে বাদাম খাওয়া উচিত।

১৫। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর সর্বোত্তম পন্থা হচ্ছে ধূমপান বর্জন করা। 

মদপানের মতো খারাপ অভ্যাস বর্জন করতে হবে। মাদক কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।


Cholesterol know - unknown

1. The basaya more than 20 years of their blood should be tested at least once every five years.

The. If someone's blood cholesterol levels of 00 mg. G. / Desilitarera is the low density lipoprotein cholesterol (bad cholesterol) levels of 100 mg. G. / Desilitarera is to reduce the amount they should.

3. There is no risk of the disease and 160 m. G. / Desilitarera can be kept down.

4. There is no risk of heart disease or harmful cholesterol levels, 70 mg cholesterol and low density. G. / Desilitarera should be down.

5. Changes in diet and lifestyle will bring.

6. Jibanadharara cholesterol lowering drug, as well as changes in blood cholesterol levels quickly becomes normal. Cikitsakara cholesterol reducing drug use are different. For example: niyasina, phraibretasa, etc. stetinasa.

7. Weight control and regular exercise will reduce cholesterol. Exercise not only reduces the amount of cholesterol in the blood is harmful - it is not beneficial cholesterol (high density lipoprotein cholesterol) increased 10 percent.

8. More cholesterol egg yolk and other foods to avoid.

9. Saturated fatty foods such as butter, fatty meat, etc., instead of the unsaturated fatty foods such as cows and castrated soybean oil, sunflower oil, jalapaiyera oil, more fish will eat it.

10. Any kind of vegetables and fruits are beneficial for the body. It reduces the cholesterol in the blood. So a lot of vegetables and fruits.

11. Fish and fish oil may reduce cholesterol. Omega -3 fatty acids are inside. It's very easy and other harmful blood fats and cholesterol are reduced.

1. If someone can not eat the fish, the fish oil capsules made from the omega -3 fatty acids edisasamrddha in accordance with the advice of doctors can be enjoying. Udbhidajata Omega -3 fatty acids found in a variety of foods. Such as soybean, oil, oil, etc. kathabadamera.

13. Green tea is a natural way to reduce blood cholesterol.

14. Various observations have proven blood cholesterol level playing nuts. Especially useful kathabadama and almonds. The measured quantity of nuts should be.


15. The best way to reduce blood cholesterol levels, smoking will be lost. Avoid bad habits like madapanera. Drug increases levels of cholesterol.


No comments:

Post a Comment