Monday, July 15, 2013

আসুন দেখে নেই "লেবুর শরবত" এর বিশেষ গুনাগুন Lets see "lemon Juice "'s special skill

আসুন দেখে নেই "লেবুর শরবত" এর বিশেষ গুনাগুন-

• লেবুর শরবত মেদ কমাতে সাহায্য করে।

• কম ক্যালরির লেবুর রসে রয়েছে দরকারি ভিটামিন-সি। যা বাড়ন্ত শিশু সহ ছেলে বুড়ো সবারই সমান দরকার। এত কম দামের ভিটামিন-সি এর উৎসের খোজ বোধ হয় আর কারো পক্ষেই দেয়া সম্ভব নয়।

• লেবুর শরবত ক্যান্সার কোষ ধ্বংস করে।

• এটি প্রায় ১২ ধরনের ক্যান্সার সারায়। যেমন: কোলন, ব্রেস্ট, প্রোটেস্ট, ফুসফুস ইত্যাদি।
• এর মধ্যে রয়েছে এমন এক পদার্থ, যা ক্যান্সার চিকিৎসায় ক্যামোথেরাপীর সময় ব্যবহৃত ঔধষ ‘এডরিয়ামাইসিন’ এর থেকেও প্রায় ১০ হাজার গুন বেশি শক্তিশালী।

• সম্প্রতি এক গবেষণা হতে জানা গেছে কমলা, লেবু ও টক জাতীয় ফলের রস কিডনিতে পাথর জমতে বাধা দেয়।

বি.দ্রঃ- রাস্তা-ঘাটের লেবুর শরবত না খাওয়াই উত্তম। বাড়িতে তৈরি করে খান।



Lets see "lemon Juice "'s special skill -

• helps to reduce fat lemon refreshment.

• lemon juice is low in calories worth of vitamins - C. With the aging of the baby growing and we need to be equal. The low-priced vitamins - C's source of discovery is not in anyone's favor.

• lemon refreshment to destroy cancer cells.

• This type of cancer is about 1 saraya. Such as colon, breast, protesta, lungs, etc..
• This includes a substance, which is used for cancer treatment kyamotherapira audhasa 'edariyamaisina of almost 10 thousand times stronger.

• It has to be one of the orange, lemon and sour kidneys of stone fruit juice prevents logging.


B.. NB - road - khaoyai is not Ghats lemon refreshment. The house was built.

No comments:

Post a Comment