Monday, July 15, 2013

ত্বক উজ্জল ও ফর্সা করার কিছু টিপস Some tips for increase your skin Brightness


ত্বক উজ্জল ও ফর্সা করার কিছু টিপস


• প্রতিদিন ব্যবহারের জন্য মসুর ডালের বেসন, মধু ও সামান্য তিলের তেলের মিশ্রণ বেশ উপযোগী। রোদে পোড়া ভাবও দূর হবে।

• মধু, কাঁচা হলুদ, দুধ ও তিলের তেল চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।

• বেসন-দই, লেবুর প্যাক: মসুরির ডাল বাটা অথবা বেসন নিয়ে তার মধ্যে লেবুর রস মেশান৷ এবার ওর মধ্যে দই মিশিয়ে প্যাকটাকে গাঢ় করে নিন৷ মুখে, ঘাড়ে ভালো করে ঐ প্যাকটা লাগান৷ ২০ মিনিট রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের চমক বাড়বে৷

• ত্বকের পোড়াভাব দূর করতে বাইরে থেকে ফিরে মুখে, গলায় ও হাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ থাকবে না।

• পাতিলেবুর রস, নিমপাতার রস, মুলতানি মাটি মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

• কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে মুছে নিন।

• কলা পেস্ট করে মধু মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে দিন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।




Some tips for increase your skin Brightness 


• The use of red little out of reach for the pea-flour, honey and oil mixture slightly tilera quite useful. Bhabao sun burns will go away.

• Honey, raw turmeric, milk and simmer tilera oil culaya Stay narate. When the glue to cool down and keep refrigerated. From the back of the pack, you can use every day.

• pea-flour - yogurt, lemon pack: masurira pulses rebate or pea-flour with the lemon juice Mix. Then that the yogurt mixed pyakatake bold move. Mouth, neck like that pyakata apply. 0 minutes to keep the mukhata wash. These skin glow will increase.

• porabhaba to remove the skin from the back of the face, neck and hands, apply tomato juice. Once dry, apply once more. 0 minutes after the wash with water. If you do not have access to regular sun burn spots.

• patilebura juice, juice nimapatara, mulatani mixed with soil to keep it full in the face. After adhaghanta wash with cold water.


• raw turmeric juice, mixed into the soil and apply mulatani. Pack dry when removed from the world.

No comments:

Post a Comment