Tuesday, October 15, 2013

দাবদাহে ত্বকের যত্ন

দাবদাহে ত্বকের যত্ন

গ্রীষ্ম মানেই ত্বকের বারোটা। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। সুন্দর রূপশ্রীর গোপন রহস্য ফাঁস করতে জানাবো আপনাদের সঠিক রূপচর্চার ৪ টি ধাপ ---

ব্লিচিং :
4 চা চামচ দুধ, 1 চা চামচ মধু, 2 চা চামচ লেবুর রস। ভালো করে সব মিশিয়ে নিয়ে মুখের কালো জায়গাগুলোতে মেখে ফেলতে হবে। 15 মিনিট পরে মুখ ধুয়ে ফেলতে হবে।

ক্লেনজিং :
1 চা চামচ মধু, 3 চা চামচ লেবুর রস। ভালো করে মুখে মেখে ফেলে 2-3 মিনিট ধরে মাসাজ করতে হবে। কিছু ক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

স্ক্রাবিং :
1 চা চামচ বেসন, 1 চা চামচ লেবুর রস, 2-3 টে পুদিনা পাতা,। ভালো করে মিশিয়ে নিয়ে মুখে মেখে ফেলে ধীরে ধীরে মাসাজ করতে হবে।

টোনিং :
ঘৃতকুমারী ( অ্যালোভেরা ) পাতার রস গোলাপজলের সাথে মিশিয়ে সেই জল দিয়ে মুখ ধুতে হবে।


এভাবে রূপচর্চা চালিয়ে গেলে গরমেও আপনার ত্বক থাকবে সুন্দর।

Dabadahe skin care

Twelve -ending summer skin . But there ghabaranora . I can not tell you the exact rupacarcara leaked secret rupasrira Step 4 ---

Blicim :
4 teaspoon of milk , 1 teaspoon honey , 2 tsp lemon juice . Mix well all the faces are black areas mekhe . After 15 minutes wash the face .

Klenajim :
1 teaspoon of honey , 3 tsp lemon juice . It was good mekhe 2-3 minutes to masaja . Wash face with cold water after a moment .

Scrubbing :
1 teaspoon of pea-flour , 1 teaspoon lemon juice , mint leaves 2-3 Tay . It was a mixed day mekhe masaja will slowly .

Tonim :
Ghrtakumari ( Aloe vera ) leaf juice mixed with a world that will wash away with water .


In the summer , your skin will continue to rupacarca beautiful .

No comments:

Post a Comment