Sunday, September 30, 2012

"মাথাব্যাথা"

"মাথাব্যাথা" 

বেশীরভাগ লোক মাঝে মাঝে মাথাব্যাথায় ভোগেন এবং কিছুকিছু খুব কষ্ট দেয়। কিন্তু বেশীরভাগই সাময়িক।
সাধারণত মাথাব্যাথা সাময়িক ও কিছুক্ষণ পরে এমনিতেই চলে যায়। যদি খুব বেশী মাথাব্যাথা হয় তবে

 ডাক্তারকে জানাতে লজ্জা পাবেন না। জ্বরের জন্য, মাঝে মাঝে বা সব সময় মাথাব্যাথা, সব কটি কারণের জন্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 


মাথাব্যাথা কি গুরুত্বপূর্ণঃ

 
প্রত্যেক মাথাব্যাথার ডাক্তারি কারণ থাকেনা। কিছু মাথাব্যাথা সময়মত খাবার খাবার বাদ পড়া বা 

পেশিতে টানের ফলে হয় যা বাড়িতেই সারানো যায়। অন্যান্য মাথাব্যাথা খুব গুরুত্বপূর্ণ ও ডাক্তারি পরামর্শ 

"Headaches"

Most people suffer and sometimes mathabyathaya kichukichu is very difficult. But mostly temporary.
Headaches are usually temporary, and it later. If too much attention is
  The doctor will not let him. For fever, headaches occasionally or all the time, all the reasons why you should consult your doctor.


What headaches gurutbapurnah

Medical reason for headaches every patron. Some headaches timely meal or omitted

The muscle drag, which can be cured at home. Other headaches are very important, and medical advice
নেওয়া দরকার। নিচের উপসর্গগুলি দেখা দিলে- 

*হঠাত্‍ করে আসা ভীষণ মাথাব্যাথা যা খুব কষ্ট দেয় এবং যার ফলে বলতে হয় এটা আমার জীবনের সব থেকে খারাপ মাথাব্যাথা।
*মাথাব্যাথা যার ফলে জ্ঞান হারায়, চোখের দৃষ্টি কমে, বা শরীর দুর্বল হয়। 
*মাথাব্যাথা ও তার সাথে ঘাড়ে ব্যাথা ও জ্বর।

নীচের উপসর্গগুলি দেখা দিলে ওষুধ খাওয়া উচিত- 
*মাথাব্যাথা যা ঘুমাতে দেয়না।
*আকস্মিক মাথাব্যাথার দিক পরিবর্তন।
*যদি তুমি মাথাব্যাথার কারন সম্পর্কে নিশ্চিত হতে না পারো তাহলে ডাক্তার ডাকা উচিত্‍।

মানসিক চাপ, মাইগ্রেন,ও শব্দ এই তিনটি কারণে মাথাব্যাথা হয়। মাইগ্রেন ও শব্দ এই দুটি হল শারীরিক মাথাব্যাথা। শারীরিক অবসাদ এই ধরনের মাথাব্যাথা বাড়ায়। মাথার রক্ত কোষগুলির অস্বাভাবিক কার্যকারণের জন্য মাথা দপদপ করে। শব্দের কারণে মাথাব্যাথা মাইগ্রেনের থেকেও বেশি পরিচিত এবং এটি খুব সাধারণ একটি শারিরীক কারণ। 

শব্দের কারনে মাথাব্যাথা মাঝে মাঝে ফিরে আসে। সপ্তাহ বা একমাস ধরে চলতে থাকে। পুরুষদের মধ্যে এর প্রবণতা বেশি এবং খুব যন্ত্রণাদায়ক। 



নির্ণয়ঃ 
বেশিরভাগ মাথাব্যাথাই খুব সাধারণ। এবং এক্ষেত্রে সাধারণ ওষুধই নেওয়া হয়। মাইগ্রেন বা অন্য মাথাব্যাথাগুলিতে ডাক্তারের পরামর্শ নিতে হয়।


চাপের ফলে মাথাব্যাথাঃ 
*মানসিক চাপের ফলে মাথাব্যাথা খুবই সাধারণ এবং মানসিক চাপ বাড়লে এই ধরনের মাথাব্যাথা দেখা দেয় ও বাড়ে।
*এই মাথাব্যাথা মাঝে মাঝে একভাবে হতে থাকে কখনো কপালে আবার কখনো ঘাড়ে।
*মাথায় একটা ব্যান্ড বেধে অনেকে এই মাথাব্যাথা কমাতে চায়।
*যদি এই মাথাব্যাথা অনেক সময় ধরে চলে তাহলে চাপ চলে গেলে মাথাব্যাথাও কমে যায়।
*এই ধরনের মাথাব্যাথার কোন আগে থেকে উপসর্গ দেখা যায়না মাইগ্রেনের মতো এবং ৯০% মাথাব্যাথাই এরকম।



সাইনাসের মাথাব্যাথাঃ 
সাইনাস মাথাব্যাথা সংক্রমণ বা এলার্জির ফলে হয়। ঠাণ্ডা লেগে নাকের পিছনের বা উপরের হাড়ে সর্দি জমে বাতাস আটকে দেয় ফলে মাথাব্যাথা হয়। যেহেতু এটা সংক্রমণের ফলে হয় তাই মাথায় চাপ বাড়ার সাথে সাথে ব্যাথা বাড়ে। এই ব্যাথা খুব কষ্ট দেয় এবং সকালের দিকে শুরু হয় ও নিচু হলে ব্যাথা বাড়ে। 

সাধারণ উপসর্গঃ 
*কপালে, গলায় ও চোখের দুদিকে ব্যাথা।
*উপরের পাটির দাতে ব্যাথাভাব।
*জ্বর ও শীতভাব।
*মুখ ঘামে।
*ঠান্ডা ও গরম দুটোই খুব কষ্ট দেয় এই মাথাব্যাথায়।



মাইগ্রেনের মাথাব্যাথাঃ 
মাইগ্রেনের মাথাব্যাথা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হয় এবং এতে মাথার এক বা দুধারে খুব ব্যাথা হয় ও অন্যান্য উপসর্গ থাকে। এতে নাকজালা, বমিভাব, আলোতে বিরক্তি, দৃষ্টিতে সমস্যা, জ্বর ও ঘুম ভাব থাকে।

উপসর্গঃ
*যন্ত্রণা চোখের দৃষ্টির পরিবর্তনের সাথে সাথে।
*মাথার দুধারে দপদপ করে যন্ত্রণা।
*বমিভাব ও গা-গুলানো।
*শব্দে ও আলোতে বিরক্তি। 
*মাইগ্রেনের ব্যাথা বিভিন্ন হতে পারে বিভিন্ন লোকের ক্ষেত্রে। কেউ কেউ খাবার দেখে প্রতিক্রিয়া দেয় যেমন চকোলেট, চিজ, তৈরি মাংস, ওয়াইন, এবং ক্যাফিন। মদ ও ক্যাফিনের ব্যাবহার ব্যাথা কিছুটা আয়ত্তে আনে।


বিশেষ তথ্যঃ
যদি খুব মাথা ব্যাথা হয় তাহলে তার তীব্রতা, ও ধরন নথিভুক্ত করে ডাক্তারের পরামর্শ নিন।


Needs to be taken. If you encounter the following symptoms -

* Sudden headache, which is very, very hard to come by and say that it is a result of bad headaches all my life.
* Headaches which become unconscious vision in the eye, or the body is weak.
* Headaches and neck pain and fever associated with.

During the symptoms of medicines should be -
* Headache that does not sleep.
* Sudden change in the direction of headaches.
* If you can not be sure about the headaches you should call the doctor.

Stress, migraine, headaches, and also this is the reason. Migraine headaches and sound of these two is the physical. These types of headaches increases physical exhaustion. Causality of abnormal blood cells to the head dapadapa. Migraine headaches are due more than words and it is a very common physical causes.

Because of headaches sometimes comes back. Persisted for weeks or a month. New trends in men's and very painful.



Nirnayah
Most mathabyathai very common. And the most common drugs are taken. Migraine or other headaches is to take the doctor's advice.


Due mathabyathah
* Headaches are very common due to stress and stress leads to increases in this type of headache occurs.
* These headaches are sometimes similarly to the forehead and the neck.
Many people want to reduce the headaches * in a restricted band.
* If the headaches lasted for a long time, it can reduce stress and headaches are gone.
* This type of headache can be symptoms of a migraine before it happens and 90% mathabyathai.



Sinus mathabyathah
Sinuses headaches are a result of an infection or an allergy. The bone behind the nose up or down the accumulation of cold air is trapped, resulting in headaches. As a result of this infection is increasing pressure on the head with the pain increases. The pain was too much trouble and pain, increases flexibility when it starts and humble.

General upasargah
* Forehead, neck pain, and eye round.
* The date byathabhaba Party.
* Fever and sitabhaba.
* Face sweat.
* Both cold and hot, this is a very difficult mathabyathaya.



Migraine mathabyathah
Migraine headaches are a variety of different people and it is a pain in the head, and the other symptoms are one or dudhare too. The nakajala, nausea, light disturbances, problems with eyes, fever, and I have feelings.

Upasargah
* Trouble with eye sight change.
* Dudhare dapadapa of the pain.
* Nausea and stomach - gulano.
* Sound and light disturbances.

* Migraine pain may be different for different people. Some of the reactions to foods such as chocolate, cheese, meat, produce, wine, and caffeine. Alcohol and caffeine can cause pain somewhat under control.

Friday, September 28, 2012

>>> তুষার কেন গলে না? <<<

এক টুকরো বরফ সূর্যের সামনে নিয়ে ধরেন, দেখবেন গলে শেষ। কিন্তু যদি দেখেন তুষার সূর্যের তাপে গলে না, একটু অবাক হতেই হয় । আশ্চর্য হলেও এটি সত্য।
আমেরিকা বা অন্যান্য শীতপ্রধান দেশে প্রায় সারা বছরই তুষারবৃষ্টি হয়। আর সেসব তুষার জমে থাকে শহরের রাস্তা, বাড়ি এমনকি গাছের মাথায়ও। শীত হলেও সূর্যের তাপে তুষারগুলো গলে যাওয়ার কথা। কিন্তু গলে না।
বরফ বা তুষারের গলনাঙ্ক হল ০ ডিগ্রি সে.কখনো কখনো আবার ৪ ডিগ্রি সে.। তার মানে, সূর্যের একটু তাপেই তুষার গলে যাওয়ার কথা। কিন্তু সূর্যরশ্মির প্রায় সবটুকুই তুষারের ওপর পড়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। আর এ জন্যই সূর্য মাথার ওপর খিলখিল করে হাসলেও তুষার গলে না।
এর পরও কিন্তু কখনো কখনো দেখা যায় তুষার গলতে। সেটা আসলে সূর্যের তাপে নয়। যদি কখনো গরম বাতাস আসে, গলতে পারে তুষার।
সূর্যের তাপে তুষার না গললেও বরফ গলে। কারণ বরফ সূর্যরশ্মিকে প্রতিফলিত করতে পারে না। যদি কখনো পারে, পরিমাণে খুবই কম। আর সূর্যরশ্মির বাকি অংশ কাচের মতো স্বচ্ছ বরফের ভেতরে চলে যায় প্রায় ১০ মিটার পর্যন্ত। আর এ সময় বরফকে একটু গলতে দেখা যায়। সম্পূর্ণ বরফ গলে না। কারণ সম্পূর্ণ বরফকে গলাতে হলে উপরিপৃষ্ঠে যে পরিমাণ তাপের প্রয়োজন, তা একত্রিত হতে পারে না। আর এ কারণেই পৃথিবীর যেসব দেশে অনেক অনেক বরফ জমে আছে, তা হঠাৎ করে গলে যাচ্ছে না।
আর বেশি পরিমাণে বরফ গলতে হলে অবশ্যই সে জায়গার বরফের পুরুত্ব ১০ মিটারের চেয়ে অনেক কম হতে হবে। শুনে আরো অবাক হবে যে মেঘও সূর্যরশ্মির শতকরা প্রায় ৫০ ভাগ প্রতিফলিত করতে পারে। আর পৃথিবীপৃষ্ঠ পারে প্রায় ৩৬ ভাগ প্রতিফলিত করতে।

>>> পৃথিবীতে জীব প্রজাতি আছে প্রায় ৮৭ লাখ !! <<<

পৃথিবীতে বর্তমানে ৮৭ লাখ প্রজাতির জীব রয়েছে বলে দাবি করেছেন একদল কানাডীয় বিজ্ঞানী। একটি উচ্চতর গাণিতিক মডেল ব্যবহার করে হিসাব কষে এই সংখ্যা পাওয়া গেছে বলে জানান তারা। এর আগের হিসাবে আনুমানিক প্রজাতিসংখ্যা ছিল ৩ লাখ থেকে এক কোটির মধ্যে।

প্রাণিবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানীরা প্রায় ২৫০ বছর ধরে জীব প্রজাতির সংখ্যা গণনা করে আসছেন। কিন্তু তারা মাত্র ১২ লাখ প্রজাতি পর্যন্ত গণনা করতে পেরেছেন। প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে ৬ হাজার। এই হিসেবে আরও ১২শ বছর লাগবে সবগুলো প্রজাতি খুঁজে বরে করতে।

নতুন এই পরিসংখ্যানে যোগ হয়েছে ৭৮ লাখ প্রাণী, ৩ লাখ উদ্ভিদ এবং ৬ লাখেরও বেশি বিভিন্ন ধরনের ছত্রাক।

সামুদ্রিক জীব পরিসংখ্যানের গবেষক ও এই গবেষণার সদস্য জেসি অসুবেল বলেন, এটা এমন একটা বিষয় যেমন, আমরা জানি না একটি দেশে কতজন লোক বাস করে কিন্তু আমরা দেশ, শহর এবং গ্রামের সংখ্যা জানি। এই পরিসংখ্যানই আমাদের জনসংখ্যা সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পেতে সাহায্য করে।

Monday, September 24, 2012

বরইয়ের ভিটামিন ‘সি’ গলার ইনফেকশনজনিত অসুখ



বরইয়ের ভিটামিন সিগলার ইনফেকশনজনিত অসুখ (যেমন- টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া) দূর করে। যকৃতের ওপর বরইয়ের কর্মতত্পরতা অনেক বেশি। বরই যকৃতের কাজ করার শক্তিকে বাড়িয়ে দেয়। এই ফলটির রস অ্যান্টি-ক্যানসার ড্রাগ হিসেবে ব্যবহূত হচ্ছে। এই ফলে রয়েছে ক্যানসার, টিউমার, লিউকেমিয়ার কোষের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারী। রক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, ব্রঙ্কাইটিস (এক ধরনের দীর্ঘমেয়াদি কাশি) এসব অসুখ দ্রুত ভালো করে বরই। স্ট্রেস হরমোনের নিঃসরণের মাত্রা কমায় বরই। স্ট্রেস হরমোন মানুষের মনে অবসাদ আনে, দুঃখ-কষ্টের পরিমাণ বাড়িয়ে নিদ্রাহীনতা তৈরি করে। উচ্চমানের ভিটামিন
র বসতি রয়েছে বরইয়ে। আর ওজন নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমানোর জন্য রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা।



Baraiyera Vitamin 'C' neck inaphekasanajanita disease (eg - tanasilaitisa, lip corners, blow, jihbate thandajanita reddish swelling of acne, the skin of the lip) packing. Baraiyera more about liver activity. Liver function plum power increases. The results juice anti - cancer drugs, as well as being having more. This was a result of cancer, tumors, leukemia cells to fight against the tremendous power. This is beneficial for patients with diabetes and hypertension fruit. This result is important as blood bisuddhakaraka. Diarrhea, persistent loss of fat, blood hemoglobin pieces created chlorosis, bronchitis (a kind of long-term cough) is a disease of the plum. Reduce emissions levels of stress hormones plums. Of stress hormones that cause fatigue, pain - sleep apnea can increase the amount of hardships created. High vitamin 'A' is the baraiye settled. It's amazing capacity for weight control and cholesterol reduction.

“পিত্তথলিঃ তেল জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে”

পিত্তথলিঃ তেল জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে” 



পিত্ত পিত্তথলি দুটো শব্দই আমাদের কাছে খুব পরিচিত। আমাদের গৃহীত খাদ্য দ্রব্য হজম বা বিপাকে পিত্ত যে খুব গুরুত্বপূর্ণ উপাদান এই বিশ্বাসও বোধকরি সব পাঠকেরই আছে। এই পিত্তরস বা বাইল (Bile) নিঃসৃত হয় যকৃত বা লিভার থেকে। এর প্রধান কাজ তেল/ স্নেহ জাতীয় খাবার কে ভেঙ্গে হজম বা বিপাকে সহায়তা করা।


লিভার নিয়মিত নির্দিষ্ট হারে পিত্ত/বাইল তৈরী নিঃসরণ করতে থাকে, বাইল কিন্তু লিভার থেকে সরাসরি আমাদের অন্ত্রে চলে যায়না। অন্ত্রে যাবার আগে যে ছোট্ট থলিটির মধ্যে তা জমা থাকে তার নামই গলব্লাডার বা পিত্তথলি। আমরা যখন খালি পেটে থাকি তখন এই গলব্লাডার এর মুখ বন্ধ থাকে এবং খাবার পরপরই তা থেকে আমাদের ক্ষুদ্রান্তে বাইল বা পিত্তরস বের হয়ে আসে।
পিত্তথলির অবস্থান লিভার বা যকৃত এর ঠিক নিচে আমাদের পেটের উপরের দিকে ডান পাশে। পিত্তথলি থেকে১২ সেন্টিমিটার লম্বা একটি থলি যাতে তরল বাইল এসে জমা হয়। পিত্তথলির কাজ হলো এই যকৃত নিঃসৃত পিত্তরসকে থেকে ১০ গুন ঘন করা, মিউকাস নিঃসরণ করে একে পিচ্ছিল বানানো এবং অন্ত্রে পিত্তরসের নিঃসরণের মাত্রা নির্ধারন করা। গল ব্লাডারে নানা ধরনের রোগ হতে পারে যেমন প্রদাহ বা ইনফ্লামেশন(Cholecystitis), পাথর জমা (Cholelithiasis or Gall stone disease), মাত্রাতিরিক্ত মিউকাস জমা (Mucocele), পুঁজ জমা (Empyema), ক্যান্সার হওয়া (Cancer) ইত্যাদি। এই সব রোগ হলে গলব্লাডারটি অপারেশন করে ফেলে দিতে হয়। গলব্লাডার ফেলে দেবার পর মানুষ সম্পুর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনা ছাড়া অন্য কিছুতে এর তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয় না


"Bile-box oil contributes to metabolic foods"


Bile and Bile-box two words are very familiar to us. Bile to digest food products that we have received a very important element in need bodhakari believe this is all pathakerai. This pittarasa or bile (Bile) is secreted from the liver or liver. The main function of the oil / fat in foods break down or need help digestion.


Regular fixed rate of liver bile / bile is produced and emissions, the bile from the liver into the intestine can. Thalitira the small intestine before it is stored in the namai galabladara or pittathali. When we do this on an empty stomach after a meal galabladara's mouth is closed, and it came out of our ksudrante bile or pittarasa.
Pittathalira position just below the liver on the right side of the upper abdomen. Pittathali 7 to 1 cm long, is a pouch that is stored in liquid bile. Pittathalira work pittarasake 5 to 10 times thicker the liver to be disposed of, it miukasa emissions are slippery and gut pittarasera emissions levels to be determined. The disease can cause inflammation of the throat bladare or inaphlamesana (Cholecystitis), stone deposit (Cholelithiasis or Gall stone disease), excessive miukasa submission (Mucocele), gathering deposits (Empyema), cancer (Cancer) and so on. If the disease is left galabladarati operation. After giving up the whole galabladara people can lead a normal life. It's something other than a slight change in diet has no effect is observed.