Friday, September 28, 2012

>>> তুষার কেন গলে না? <<<

এক টুকরো বরফ সূর্যের সামনে নিয়ে ধরেন, দেখবেন গলে শেষ। কিন্তু যদি দেখেন তুষার সূর্যের তাপে গলে না, একটু অবাক হতেই হয় । আশ্চর্য হলেও এটি সত্য।
আমেরিকা বা অন্যান্য শীতপ্রধান দেশে প্রায় সারা বছরই তুষারবৃষ্টি হয়। আর সেসব তুষার জমে থাকে শহরের রাস্তা, বাড়ি এমনকি গাছের মাথায়ও। শীত হলেও সূর্যের তাপে তুষারগুলো গলে যাওয়ার কথা। কিন্তু গলে না।
বরফ বা তুষারের গলনাঙ্ক হল ০ ডিগ্রি সে.কখনো কখনো আবার ৪ ডিগ্রি সে.। তার মানে, সূর্যের একটু তাপেই তুষার গলে যাওয়ার কথা। কিন্তু সূর্যরশ্মির প্রায় সবটুকুই তুষারের ওপর পড়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। আর এ জন্যই সূর্য মাথার ওপর খিলখিল করে হাসলেও তুষার গলে না।
এর পরও কিন্তু কখনো কখনো দেখা যায় তুষার গলতে। সেটা আসলে সূর্যের তাপে নয়। যদি কখনো গরম বাতাস আসে, গলতে পারে তুষার।
সূর্যের তাপে তুষার না গললেও বরফ গলে। কারণ বরফ সূর্যরশ্মিকে প্রতিফলিত করতে পারে না। যদি কখনো পারে, পরিমাণে খুবই কম। আর সূর্যরশ্মির বাকি অংশ কাচের মতো স্বচ্ছ বরফের ভেতরে চলে যায় প্রায় ১০ মিটার পর্যন্ত। আর এ সময় বরফকে একটু গলতে দেখা যায়। সম্পূর্ণ বরফ গলে না। কারণ সম্পূর্ণ বরফকে গলাতে হলে উপরিপৃষ্ঠে যে পরিমাণ তাপের প্রয়োজন, তা একত্রিত হতে পারে না। আর এ কারণেই পৃথিবীর যেসব দেশে অনেক অনেক বরফ জমে আছে, তা হঠাৎ করে গলে যাচ্ছে না।
আর বেশি পরিমাণে বরফ গলতে হলে অবশ্যই সে জায়গার বরফের পুরুত্ব ১০ মিটারের চেয়ে অনেক কম হতে হবে। শুনে আরো অবাক হবে যে মেঘও সূর্যরশ্মির শতকরা প্রায় ৫০ ভাগ প্রতিফলিত করতে পারে। আর পৃথিবীপৃষ্ঠ পারে প্রায় ৩৬ ভাগ প্রতিফলিত করতে।

No comments:

Post a Comment