Monday, September 24, 2012

বরইয়ের ভিটামিন ‘সি’ গলার ইনফেকশনজনিত অসুখ



বরইয়ের ভিটামিন সিগলার ইনফেকশনজনিত অসুখ (যেমন- টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া) দূর করে। যকৃতের ওপর বরইয়ের কর্মতত্পরতা অনেক বেশি। বরই যকৃতের কাজ করার শক্তিকে বাড়িয়ে দেয়। এই ফলটির রস অ্যান্টি-ক্যানসার ড্রাগ হিসেবে ব্যবহূত হচ্ছে। এই ফলে রয়েছে ক্যানসার, টিউমার, লিউকেমিয়ার কোষের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারী। রক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, ব্রঙ্কাইটিস (এক ধরনের দীর্ঘমেয়াদি কাশি) এসব অসুখ দ্রুত ভালো করে বরই। স্ট্রেস হরমোনের নিঃসরণের মাত্রা কমায় বরই। স্ট্রেস হরমোন মানুষের মনে অবসাদ আনে, দুঃখ-কষ্টের পরিমাণ বাড়িয়ে নিদ্রাহীনতা তৈরি করে। উচ্চমানের ভিটামিন
র বসতি রয়েছে বরইয়ে। আর ওজন নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমানোর জন্য রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা।



Baraiyera Vitamin 'C' neck inaphekasanajanita disease (eg - tanasilaitisa, lip corners, blow, jihbate thandajanita reddish swelling of acne, the skin of the lip) packing. Baraiyera more about liver activity. Liver function plum power increases. The results juice anti - cancer drugs, as well as being having more. This was a result of cancer, tumors, leukemia cells to fight against the tremendous power. This is beneficial for patients with diabetes and hypertension fruit. This result is important as blood bisuddhakaraka. Diarrhea, persistent loss of fat, blood hemoglobin pieces created chlorosis, bronchitis (a kind of long-term cough) is a disease of the plum. Reduce emissions levels of stress hormones plums. Of stress hormones that cause fatigue, pain - sleep apnea can increase the amount of hardships created. High vitamin 'A' is the baraiye settled. It's amazing capacity for weight control and cholesterol reduction.

No comments:

Post a Comment