Friday, October 17, 2014

ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি

ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি 
স্মার্টফোন ও নানা কম্পিউটার ডিভাইসের কল্যাণে আমাদের দৈনন্দিন কার্যক্রম এখন আগের তুলনায় অনেকটাই পাল্টে গেছে। একে অনেকে ইতিবাচকভাবে দেখলেও বাস্তবে এর প্রচুর অপকারিতা রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে মানুষের নানা সমস্যা হচ্ছে আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। এ ধরনের সাতটি ক্ষতি তুলে ধরা হয়েছে এ লেখায়।
১. ঘুমের ব্যাঘাত
স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মতো গ্যাজেটের স্ক্রিন থেকে নির্গত নীল আলো শরীরের মেলাটোনিন নির্গমন থামিয়ে দিতে পারে। মেলাটোনিন শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নিয়ন্ত্রণের জন্য অন্যতম প্রধান হরমোন হিসেবে কাজ করে। এটি আপনার শরীরকে জানিয়ে দেয়, কখন ঘুমানো উচিত আর কখন প্রয়োজন ঘুম থেকে ওঠার। কিন্তু নীল আলোর প্রভাবে এ কাজে ব্যাঘাত সৃষ্টি হয় এবং সঠিক সময়ে ঘুম ও ঘুম থেকে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
ঠিকভাবে ঘুম না হলে মস্তিষ্কের নানা ধরনের ক্ষতি হয়। প্রতি রাতে সাত ঘণ্টা বা তার বেশি ঘুম না হলে মানুষের মুড খারাপ হওয়া, কাজে মনোযোগ দিতে ব্যর্থ হওয়া ও স্মৃতিশক্তিজনিত সমস্যা হতে পারে। এ ছাড়া মস্তিষ্কে নতুন কোষ তৈরির হারও কমে যায় এতে।
ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি


২. মনোযোগ বিক্ষিপ্ত করে দেওয়া
বিজ্ঞানের নানা অগ্রগতির এটি একটি অন্যতম অপকারিতা। নানা প্রযুক্তিপণ্য মানুষের মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে দেয়। অনেকেরই গুরুত্বপূর্ণ কাজের সময় মোবাইল ফোন আসে কিংবা মিটিংয়ের সময় পাওয়া মেসেজের কারণে মনোযোগ ভিন্ন দিকে চলে যায়। এ ছাড়া কোনো একটি ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে অন্য বহু ওয়েবসাইট মনোযোগের অধিকাংশই কেড়ে নেয়, যা ব্যবহারকারীর মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে। মনোযোগ বিক্ষিপ্ত করে দেওয়ার এ সমস্যায় তরুণরা বেশি ভোগে।
৩. স্মৃতিশক্তি কমে যাওয়া
প্রযুক্তির কারণে মানুষের নতুন বিষয় মনে রাখার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। আর এতে কমে যেতে পারে স্মৃতি ধারণ করার ক্ষমতাও। মানুষের মূলত দুই ধরনের স্মৃতিশক্তি থাকে- স্বল্পস্থায়ী কাজের স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি। স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে কিছু তথ্য নিয়মিত চলে যায়। এ প্রক্রিয়ায় কোনো বাধা এলে স্বভাবতই স্মৃতিশক্তিতে সমস্যা তৈরি হয়। আর এ বাধার অন্যতম প্রধান কারণ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার। যেমন, একটি নিবন্ধ পড়ার মাঝে আপনি মোবাইল ফোনের একটি বার্তা পড়া শুরু করলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আপডেট চেক করলেন। এতে আপনার সেই নিবন্ধটির পড়া অংশ মস্তিষ্কের দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। আর স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে যাওয়ার আগেই হারিয়ে যায় নানা তথ্য।
আরেকটি বিষয় হলো, মানুষের মস্তিষ্কের তথ্য গ্রহণের একটি মাত্রা আছে। অনলাইনে বিচরণের সময় সেখানে পাওয়া অতিরিক্ত তথ্য গ্রহণের চেষ্টা করতে থাকলে এর কিছুই মস্তিষ্কে প্রবেশ করে না।
ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি

৪. ইন্টারনেট নির্ভরতা
ইন্টারনেটের কল্যাণে যেকোনো সময়েই মানুষ প্রয়োজনীয় নানা তথ্য পেতে পারে। মুহূর্তেই এ তথ্যগুলো পাওয়ার ফলে কোনো কিছু মনে রাখার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। আপনি যখন জানেন যে গুগলে সার্চ করলেই এ তথ্য পাবেন তখন এটি জানার বা স্মৃতিতে ধারণ করার প্রয়োজনীয়তা কম মনে হবে আপনার। আর প্রয়োজনীয়তা কমে গেলে স্বভাবতই কমে যাবে মস্তিষ্কের ধারণক্ষমতা।
৫. ভুলে যাওয়া
সম্প্রতি মানুষের ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপেও বিষয়টি প্রমাণিত হয়েছে। প্রযুক্তির নানা পণ্য ব্যবহার করার ফলেই এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রযুক্তিপণ্য ব্যবহারের ফলে নানা শারীরিক প্রতিক্রিয়াতেই সামগ্রিকভাবে এমনটা হচ্ছে।


ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি


৬. বই পড়তে সমস্যা
প্রযুক্তির নানা পণ্য ব্যবহারের ফলে মানুষের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়ে। আর এর ফলে বই পড়তে অনেকেরই সমস্যা হয়। বিশেষ করে বই পড়লেও তা থেকে তথ্য মস্তিষ্কে প্রবেশ করে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইন থেকে নানা তথ্য গ্রহণ করার অভ্যাস গড়ে উঠলে পরে এমনটা হয়।
৭. নেশার মতোই কাজ
অনলাইনে রয়েছে নানা গেমস। এসব গেমস তরুণদের খুবই প্রিয়। অনেকেই নাওয়া-খাওয়া বাদ দিয়ে এসব নিয়ে পড়ে থাকে, যা অনেকটা নেশার মতোই কাজ করে মস্তিষ্কে। ২০১২ সালের এক গবেষণায় অনুরূপ প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, ইন্টারনেটে অতিরিক্ত সময় ব্যয় করা একটি নেশার মতোই। আর এ প্রবণতা মাদক ও অ্যালকোহলের নেশার মতোই কাজ করে।
ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন যেসব ব্যক্তি খাবার, পড়াশোনা ও ঘুম বাদ দেন তাঁদের মস্তিষ্কের সাদা ও ধূসর অংশে অসামঞ্জস্যতা দেখা যায়। এতে তাঁদের আবেগ, নিয়ন্ত্রণকারী সতর্কতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত হয়।

Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 
Our daily activities for the welfare of the smartphone and the computer device has changed to a great extent now than ever before. There's plenty of reality apakarita greeted positively by many. In particular, the problem of the private life of a human being due to the additional use of modern technology. The Huffington Post has a report. This article has highlighted the loss of the seven. 
1. Sleep disturbances 
Smartphones, tablets and gadgets like laptops blue light emitted from the screen to stop the body melatonina emissions. As one of the main hormones that control the body's internal clock melatonina works. It communicates with your body, when you should sleep and waking up when needed. But the effects of blue light in the sleep and wake up at the right time disruptors and becomes almost impossible to rise. 
If you do not sleep well in a different kind of brain damage. If you do not sleep more than seven hours per night or bad moods of people, the trip fails to pay attention to the problem might be and smrtisaktijanita. To the creation of new cells in the brain reduces the. 
Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 


II. Attention given scattering 
The progress of science apakarita it. Unlike many innovations to the attention of the people away. When it comes to mobile phones or to an important meeting at work in different directions due attention to the message goes. To find important information from a website without any attention to most of the other large website takes the user to lose the ability to concentrate. To divert young people suffering the problems. 
3. Memory loss 
Technology is reducing the need for people to think of new things. Can no longer be reduced to the ability to store memories. Basically two types of short-term memory, working memory and long-term memories lie. Short-term and long-term memory is the memory data on a regular basis, some leave. Naturally, when an obstacle is in the process smrtisaktite problem. The major constraints to the use of different technologies. For example, in reading the article and began to read a message on the mobile phone or social media did an update check. This article is part of your brain that is caused by disturbances in the process of being converted into a lasting memory. And short-term memory to long-term memory in the data before it is lost. 
Another thing, the human brain has a dimension of data. Additional information is available online to do when roaming if there's nothing to do in the brain. 
Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 

4. Internet dependency 
Thanks to the Internet at any time, people can get information on the various. At the moment the information is reduced as a result of the need to think of something. Just know that when you search Google to find information, then it would seem to make sense, or less memory to store all your requirements. Requirements can be reduced by decreasing the inherent capacity of the brain. 
5. Forgotten 
Recently, people tend to forget is increasing. A recent poll has been proved. Use of the product due to technology, scientists are saying is that. Overall this is a result of the use of various physical pratikriyatei Tech. 


Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 


6. Unable to read the book 
The product resulting from the use of technology to people's attention was distracted. As a result, many problems in the book is read. If you read the book, it does not enter the brain from the data. Online via digital devices to receive data from the various habits is that after peaking. 
7. Works like addiction 
There are various games online. These young people are very favorite games. Many of these were eliminated in Nawa-eating, which acts like a drug in the brain. Similar evidence is found in 01 of the study. It can be seen, the extra time spent on the Internet is like an addiction. Drug and alcohol addiction and a tendency to act like. 

Persons covered by the roaring of the Internet food, study and sleep their brain white and gray parts excluded in incompatibilities. To their emotions, regulatory alerts and decision-making ability is affected.

Saturday, October 11, 2014

কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার

কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার
আচ্ছা একটা ব্যাপার চিন্তা করুন তো, আপনার মাউথওয়াশ তরলটির গন্ধ তো অনেক সুন্দর, এর মাঝে যদি কেউ চিনি মিশিয়ে দিয়ে আপনাকে বলে “এটা অনেক সুস্বাদু!” তাহলে আপনি কি সেটা পান করবেন? অবশ্যই না, কারণ সেটা তো কেমিক্যাল! তাহলে আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন? সেটাও তো কেমিক্যাল!
কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার
যারা জানেন যে কোকা-কোলা শরীরের জন্য ক্ষতিকর এবং এর থেকে দূরে থাকছেন, তারা আরও নতুন কিছু জেনে নিতে পারেন এই পানীয়টি সম্পর্কে। আর যারা একে মজা করে খেয়ে চলেছেন প্রতিনিয়ত, তাদের জন্য তো এসব জেনে রাখা খুবই জরুরী। বিশ্বখ্যাত এই পানীয়টি মানব দেহের জন্য মারাত্মক। এর অ্যাসিডিটির পরিমাণ মোটামুটি গাড়ির ব্যাটারির কাছাকাছি। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, শরীরের হাড় নরম করে ফেলে, পাকস্থলীর টিস্যু হজম করে ফেলে আর সেই সাথে রয়েছে ক্যান্সারের সম্ভাবনা। আর একে ব্যবহার করে করা যায় এমন অদ্ভুত সব কাজ, যা জানতে পারলে সারা জীবনে যত কোকা-কোলা খেয়েছেন সব উগড়ে দিতে ইচ্ছে হবে আপনার! কী সেই কাজ, যাতে ব্যবহার করা যেতে পারে কোকা-কোলা?
১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে
২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয়
৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে
৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে
৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী
৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে
৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে
৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে
৯. গাড়ির এঞ্জিন পরিষ্কার করে
১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে
১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা উঠিয়ে ফেলে
১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে পারে!
১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে পারে
১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ তুলে ফেলতে পারে
১৫. ময়লা সুইমিং পুলের পানিতে কয়েক লিটার কোকা-কোলা ঢেলে দিলে পানিতে পরে থাকা লালচে স্তর দূর হয়ে যাবে
১৬. ডায়েট কোলা ব্যবহার করে চুলের ডাই তুলে ফেলা যায় অথবা হালকা করে ফেলা যায়
১৭. কার্পেটের থেকে মার্কারের দাগ উঠিয়ে ফেলতে পারে।
১৮. টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হতে পারে!
১৯. কোক আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে ক্রোমিয়ামের জিনিসপত্র অনেক উজ্জ্বল করে ফেলা যায়
২০. ধাতব আসবাবপত্র থেকে রঙ উঠিয়ে ফেলতে পারে
চিন্তা করুন, কোকা-কোলা ব্যবহার করা যেতে পারে কাপড় পরিষ্কার করার ডিটারজেন্টের মতো, মরচে তোলার তার্পিনের মতো, ডিশওয়াশিং লিকুইডের মতো এমনকি বাথরুম পরিষ্কারের হারপিকের মতো! তো এসব রাসায়নিকের সাথে তুলনা করা যায় যে পানীয়কে, তা খাওয়া কি আসলে শরীরের জন্য ভালো? ভালোর কথা বাদ দিন, এটা শরীরের জন্য কতো খারাপ ভাবুন তো! ের পরেও কি আপনি কোকা-কোলা খেতেই থাকবেন?

Exceptional use of Coca-Cola 0
Well I think one thing, it's pretty much your mauthaoyasa taralatira flavor, mix the sugar with the times someone tells you "it's tasty!" If you do not get it? Of course not, because it's the chemicals! Why are you eating Coca-Cola? Printing a fan!
Exceptional use of Coca-Cola 0
Coca-Cola knows that it is harmful for the body and stay away from, they can take without knowing anything more about this drink. And it's fun for those who are about to eat constantly, but for them it is very important to know. Famous for this fatal drink human body. Aggregate amount of the vehicle near the battery ayasiditira. Increases the risk of heart attack and stroke, the body has a softer bone, stomach tissue, making digestion and contains the possibility of cancer. Strange that it works and can be used, which is to know the life of the world as Coca-Cola will have a desire to give all ugare! What is the work that can be used in Coca-Cola?
1. Putting out oil stains from clothes
II. To remove rust, rust-bolt Loosen the nuts remain tight seal
3. Blood stains out of clothes may be
4. Remove oil stains from the floor may be
5. Acids have also been dealt with in the garden of molluscan kill
6. From burnt pots may be burned out spots
7. Can remove old stains from tea kettle
8. The battery terminals may be dirty cars are tough to read
9. Vehicle engine clean
10. Old coins brilliant cast
11. Putting out the dirt between the tiles to fall
1. Human teeth may be melting!
13. Cuim can remove gum from hair
14. Cinamatira can remove stains from utensils
15. Dirty swimming pool water is poured into the water after a few liters of Coca-Cola will be gone reddish layer
16. Diet Cola, hair dye can be removed by using the light can be removed or
17. Marker stains from carpet can be lifted.
18. Can be used to clean the toilet!
19. Coke and aluminum foil can be removed by using a bright chromium fittings
0. Metallic furniture may be the color out
Think Coca-Cola can be used as detergent to clean clothes, like Rust tarpinera withdrawals, even in the bathroom cleaning liquid disaoyasim like Harpic! That these chemicals can be compared with the drinks, it's actually good for the body, what to eat? Leave the good, bad, imagine how it is for the body! What you will be permitted after the Coca-Cola?

Thursday, October 9, 2014

আসলে আপনার সপ্ন কি? জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে

আসলে আপনার সপ্ন কি? 
জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে   

আপনি কি অন্যের কথা মত চলতে চলতে, ভুলে গেছেন আপনি কি চান। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে, ভুলতে বসেছেন নিজের স্বপ্ন কি ছিল। আপনি যে কাজ করেন সেই কাজে যদি আপনার মন না থাকে, তাহলে সফলতা আসবে কি করে। মন থেকে করা কাজ সব সময়ই সফল হয়। আর ওই কাজ করেই যদি জীবিকা নির্বাহ করা যায়, তবে তো কথাই নেই। নিজের পছন্দের কাজ করতে সকলেই খুশি হয়। কিন্তু ওই পছন্দটা সনাক্ত করা কঠিন। ৪ টা পদক্ষেপের সাহায্যে আপনি ওই প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারেন।

১। নিত্য দিনের ঝুঁট ঝামেলা নিয়ে মাথা ঘামাবেন না। ছোট ছোট ওই ভাবনা গুলোই হয়তো আপনার সত্যিকারের মেধাটাকে দমিয়ে রেখেছে। আপনি আপনার মনের কথা শুনুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান জীবনে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে কি কি করা লাগবে সেই ভাবনা স্থির করুন। আর সেই লক্ষ্যেই কাজ করুন।

2. নির্দিষ্ট পছন্দ খুজে বের করুন। যেমন ধরুন আপনি সমাজকর্ম করতে ভালবাসেন, আপনি কিন্তু কখনো কর্পোরেট চাকুরীতে খুশি থাকতে পারবেন না। আবার যারা সৃজনশীল কাজে আগ্রহী তাদের কাছে ব্যাংকের চাকুরী, জেলখানা ছাড়া আর কিছুই না। তাই আপনি আসলেই কোন কাজ করতে আগ্রহী এটা আগে খুঁজে বের করুন।

3. আপনি কোন কাজ করতে পছন্দ করেন না এটাও খুঁজে বের করুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। আপনার মন সায় দেয়না এমন কাজ করবেন না। যে কাজ আপনার পছন্দ নয় সেই কাজ এড়িয়ে যান। নিজস্ব একটি ব্যক্তিত্ব গরে তোলার চেষ্টা করুন। এতে আপনার সফলতা নিশ্চিত।

4. আপনার লক্ষ্য সব সময় স্থির রাখুন। কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। অনেকেই আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। অনেকে আপনাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে। তবুও হার মানবেন না। শুরুতে হয়তো অনেক হোঁচট খাবেন তবুও উঠে দাড়িয়ে আবারো চলতে শুরু করবেন। সব সময় নিজের শুনুন। আপনার মন কি বলে সেটাই আসল। লোকে কি বলল তার কোন গুরুত্ব নেই। আপনি যদি আপনার স্বপ্নের প্রতি সত্য থাকেন তবে কেউ আপনাকে হার মানাতে পারবে না।

In fact, what is your dream? Find out 4 ways 

Do you like talking to people on the go, you forgot what you want. To fulfill other people's dreams, his dreams had begun to forget. If you do not mind if you do the work, then that is what will come to fruition. The work of the mind is always successful. If you can live without having to work longer, but I wonder. Not everyone is happy with his choice to work. But it is difficult to identify the pachandata. 4 pm steps can help you make the process easier. 

1. Do not go to the trouble ghamabena jungle ever day. The idea of small tags may have suppressed your true medhatake. Listen to your mind. Ask yourself what you want in life. To reach the goals that I need to do to fix ideas. The aim of the work. 

2 To find a particular choice. For example, you love to do social work, but sometimes you can not be happy with the corporate employer. To those who are interested in the creative process of the bank job, nothing more than prisons. So you are really interested to work to find it before. 

3 If you do not like any of it to find out. Be honest with yourself manually. Yes, that does not work in your mind. Those that do not like you go to work. Try taking a personality of its own claimed. To ensure your success. 

4 Keep your goals to decide all the time. Not be allowed to impact on someone. Many of you will attempt to influence. Many people will try to laksyacyuta you. Yet rates do not obey. Go back to the beginning and start standing up, but many do stumble. Listen to yourself all the time. That's the real key to your mind. There is no importance to what they said. If you are true to your dream, but you can not convince anyone of you.

Wednesday, October 8, 2014

জেনে নিন, কি কারণে ছেলেরা ভালো প্রেমিকা পায় না!

জেনে নিন, কি কারণে ছেলেরা ভালো প্রেমিকা পায় না!

লাইফ ডেস্ক : ছেলেটি খুব ভালো। নম্র-ভদ্র স্বভাবের, কারো সাথে খারাপ ব্যবহার করে না, লেখাপড়ায়ও ভালো। অন্যদিকে ক্যারিয়ার সচেতন, মা-বাবার খেয়াল রাখে, সমাজে সকলেই তাঁদেরকে ভালো ছেলে হিসাবে জানে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভালো ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙার যন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায়।

১) গায়ে পড়া স্বভাব নেই

ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারেন না। এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মাঝে গুটিয়ে থাকেন। ফলে তাঁদের পরিচিত মানুষের পরিধি হয় অনেক কম। আর মেয়েদের সাথে পরিচয়ও হয় কম।

২)তারা ছলকলা বোঝে না

প্রেম করতে ও কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলকলা জানতেই হয়। বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না। প্রেমের সপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেই থেকে যায়।

৩) ভালো ছেলেরা “বোরিং” হয়

মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। তাঁদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদের চোখে মনে হয় “বোরিং”।

৪) মায়ের কথা মেনে চলে

বেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুব শোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবো না, কিংবা সব সিধান্তে মাকে শামিল করে তারা। এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না।


৫) ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন

বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার। যখন বুঝতে পারেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।

৬) মিথ্যা বলতে পারে না

প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফোলে মেয়েরাও পটে না সহজে।

৭) শুরুতেই সিরিয়াস হয়ে যায়

কারো সাথে প্রথম প্রথম ডেটিং-এই এই ধরণের ছেলেরা খুব বেশী সিরিয়াস হয়ে যায়। মেয়েটির ওপরে অধিকার ফলাতে থাকে। আর এটাই সম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয়।

৮) প্রচণ্ড আবেগী হয়

বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।

৯) খারাপ মেয়েদের খপ্পরে পড়ে

বেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারে না। ফলে তারা পুরুষ লোভী কিছু খারাপ মেয়েদের খপ্পরে পড়ে। এবং অন্য মেয়েদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে।

১০) সম্পর্কভীতি কাজ করে

প্রেম করলে কী হবে? যদি বিয়ে না করতে পারি? বাসায় জানলে কী হবে? কীভাবে প্রপোজ করবো… সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনেই। আর এর ফলে তাঁদের প্রেম করাটাই হয়ে ওঠে না।

Find out what the guys do not like this lady! 

Life Desk: He's very good. Meek-mannered behavior, not bad behavior with anyone, like studies. The career, takes care of the mother-father, son, like society as everyone knows them. When you see a goal like that in most cases this is not chelegulora lover. Or a lover, but the relationship did not last. He alone ought to bear in mind the trouble of breaking in most cases. 

1) People do not have the disposition to read 

Why do guys like the girl, you can not talk with anyone in the outside. Someone to talk to even out, but many are in your own. This is much less than the circumference of the man known to them. The girls are less familiar with. 

Ii) They do not understand chalakala 

When a woman to love and to love a little strategy, a little chalakala is essential. Needless to say that the good guys are far from a hundred hands, and they do not bojhenao. Love Seven chalakala remained outside their field. 

3) Good guys "guess" the 

The girls have a little bad boys forever in interest. Is a challenge to the young girls in their manifestation. It seems like the boys are in their eyes "guess". 

4) Adhere to the mother 

Very good to hear most of the boy's mother. Mom will not get married without choice, and they include all sidhante mother. Most girls do not like this thing. 


5) more aware of career 

Like most boys are too busy with their studies and career. I love these things and other things often get lost. When you can understand, already late. 

6) can not tell a lie 

Love me hardly available and harmless lies. A little exaggeration about yourself, to present himself as a hero of occurrence across the guys do not like that. Girls do not easily phole canvas. 

7) are beginning to become more serious 

This kind of dating these guys with someone first becomes too serious. The girl is on the right produce. It impedes the progress of the relationship. 

8) is a severe emotional 

Good guys are very emotional and sensitive in most cases. They are very touchy sbabhaberao. So insignificant, so their relationship is not broken, and new relationships. 

9) The Bad Girls fall 

Most do not understand the difference between truth and falsehood, like boys. Some men are greedy and they fall prey to bad girls. And the other girls from the lost trust. 

10) samparkabhiti works 

What would you love? Can not you get married? What do you have at home? How do prapoja ... people thinking about the relationship between work etc. assorted scare. As a result, they became more likely to make love.

Thursday, October 2, 2014

অতি সাধারণ ৮টি কাজ, কিন্তু মেয়েদের কাছে দারুণ রোমান্টিক!

অতি সাধারণ ৮টি কাজ, কিন্তু মেয়েদের কাছে দারুণ রোমান্টিক!

ভালোবাসা মানে কি কেবল প্রেমিকা কিংবা বউকে রাশি রাশি উপহার দেয়া, দামী রেস্তরাঁয় খেতে যাওয়া কিংবা এখানে-সেখানে ঘোরা প্রতিদিন? একদম কিন্তু নয়! এসব দিয়ে কিছু মেয়েকে খুশি করা যায় বটে, কিন্তু বেশিরভাগ মেয়েই খুশি হয়ে থাকেন একদম সাধারণ কিছু ভালোবাসায়। হয়তো আপনার কাছে সেটা খুবই আনরোমান্টিক বা মূল্যহীন, কিন্তু মেয়েদের কাছে বিষয়টির মূল্য অনেক বেশি।

আসুন, জানিয়ে দেই ৮টি এমন কাজ সম্পর্কে, যেগুলো করার মাধ্যমে খুব সহজেই জিতে নিতে পারবেন আপনি পছন্দের মেয়েটির মন। এবং সহজে আর অন্য কোন পুরুষ স্থান করে নিতে পারবে না সেই মনে। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসা হয়ে উঠবে অনেক বেশি মজবুত ও সুন্দর।

১) মাঝে মাঝেই তাঁর মাথায় হাত রাখুন
ভালোবাসা মানে শুধু তীব্র প্রেম আর দৈহিক আকর্ষণ নয়। একদম সাধারণ একটি স্পর্শও প্রকাশ করতে পারে গভীর ভালোবাসা। তাঁর মাথায় হাত রাখুন, কখনো চুলের মাঝে হাত বুলিয়ে দিন, মুখে চুল এসে পড়লে আলতো করে সরিয়ে দিন। আপনার এই ভালোবাসার ছোট্ট আচরণ তাঁর মনে তৈরি করে নেবে বিশাল একটি জায়গা।

২) চুম্বনটি হোক ভীষণ আন্তরিক
অবাক হচ্ছেন? ভাবছেন, চুমু তো আন্তরিকই হয়! চুমু খাওয়ার সময় তাঁর সুন্দর মুখটি নিজের দুহাতে কোমল করে ধরুন। আর অনেকটা সময় নরম করে তাকিয়ে থাকুন। দেখবেন, এই সামান্য জিনিসটি তিনি কি পছন্দই না করছেন। একটু লজ্জা পাচ্ছেন, আবার একটু খুশিও হচ্ছেন। নারীদের কাছে এই বিষয়টি খুব রোমান্টিক।

৩) তাঁকেও সুযোগ দিন আরাম করার
আপনার স্ত্রী নিশ্চয়ই সারাদিন কাজ করেন বাসায়? আর কর্মজীবী হয়ে থাকলে তো বাসা-অফিস মিলিয়ে তাঁর অবস্থা নিশ্চয়ই কাহিল! বাড়িয়ে দিন সাহায্যের হাত। চেষ্টা করুন এটা-সেটায় তাঁকে একটু সাহায্য করতে। নিজে রাঁধতে না পারেন, মাঝে মাঝে ডিনারের যন্ত্রণা থেকে মুক্তি দিতে না হয় বাইরে থেকেই খাবার কিনে আনুন। এই একটুখানি আদরে আপনি তাঁর কাছে পাবেন আন্তরিক সম্মান।

৪)দুজনে বাইরে যাচ্ছেন?
হয়তো স্ত্রী বা প্রেমিকা খুব সেজেগুজে বের হয়েছেন আপনা সাথে বেড়াতে যাবেন বলে। হয়তো সাধারণত রিকশা বা বাসেই চলাচল করেন আপনারা। আজ নিয়ম ভেঙে একটি সিএনজি বা ট্যাক্সি ভাড়া করে ফেলুন। একটুখানি আরামে দুজনে পাশাপাশি উপভোগ করুন খানিকটা সময়। একটা দিন নাহয় তাঁকে বাস বা রিকশার যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিলেন।

৫) ভিড়ের মাঝে আগলে রাখুন
প্রচণ্ড ভিড় হয়তো বাসে কিংবা মার্কেটে। হয়তো কোথাও বেড়াতে গিয়েছেন বা সিনেমায় গেছেন, সেখানেও। এই ভিড়ের মাঝে ভালোবাসার নারীকে অবশ্যই একটু আগলে রাখুন। চেষ্টা করুন তাঁকে ঠেলাঠেলি থেকে রক্ষা করতে, হাতটা শক্ত করে ধরে রাখুন। কে কী ভাবল সেসব নিয়ে চিন্তা করবেন না। সে যেন বোঝে যে জীবনের সকল পরিস্থিতিতে আপনি তাঁর পাশেই আছেন।

৬) সবসময় তাঁকে সুন্দর, পরিপাটি থাকার জন্য চাপ দেবেন না
হ্যাঁ, তিনিও মানুষ। সবসময় সুন্দর পোশাক পরে পরিপাটি থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। সবসময়ে একজন মানুষকে দেখতে ভালো দেখানো এক কথায় অসম্ভব। তিনি যখন নিজের সবচাইতে খারাপ পোশাকটি পরে আছেন, কিংবা যেদিন তাঁকে দেখতে সবচাইতে বাজে লাগছে, কিংব সাজসজ্জা বিহীন ঘুরতে বেরিয়েছেন- তখনও তাঁকে সুন্দর বলুন। মিথ্যা করে হলেও বলুন। এই ছোট্ট মিথ্যাই তাঁকে নিয়ে আসবে আপনার খুব কাছাকাছি।

৭) ভুলবেন না ছোট্ট উপহার
তাঁকে অনেক কিছু কিনে দেয়ার সামর্থ্য নিশ্চয়ই আপনার আছে। কিন্তু সেসবের ভিড়ে ছোট্ট কিন্তু প্রিয় উপহার গুলোর কথা ভুলে যাবেন না। একটু ফুল, প্রিয় চকলেট, একটা গান, এক গুচ্ছ চুড়ি কিংবা এক পাতা টিপ- এসবের মাঝে যে রোমান্টিকতা আছে সেসব আসলে আর কিছুর মাঝে নেই।

৮) ছোট্ট আদুরে জেদ করুন
এর অর্থ তাঁকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের ভালোবাসা প্রকাশ করা। কী রকম? যেমন ধরুন তাঁর চোখের কাজল আপনার খুব ভালো লাগে, কিংবা কপালের টিপটা। আদর করে জানিয়ে দিন- “তুমি কিন্তু টিপ না পরে বাইরে মোটেও যাবে না!” এই সামান্য ব্যাপারে তিনি যে কতটা খুশি হবেন আপনার ধারণাও নেই।
জীবন একটাই। ভালো থাকুন, ভালো বাসুন।

8 of the most common work, but the girls really romantic! 

That love is only given to a lover or wife Star, or to eat in expensive restaurants every day here and there stands? But not utterly! Some are happy with the girl is, but most girls are happy, love is something very common. Anaromantika or worth it to you too, but a lot of women over the issue price. 

Let us do the work of about 8, through which you can easily win the heart of the girl you like. And can not easily take the place of other men feel the same. And yes, you will love a lot more durable and beautiful. 

1) Put your hands on his head often 
Love means not only intense love and physical attraction. Reveal a touch of love in general can utterly profound. Put your hands on his head, the hair like a boolean, and then gently remove facial hair. This small act of love you make him feel like a place to take a large. 

Ii) be very sincere kiss 
Was it? Thinking, kiss it is antarikai! Kissing his beautiful face in his hands to be lenient. Stay a while and look softer. See, this little thing is not he happy. Getting a little shy, being happy again. It is very romantic to women. 

3) Give him a chance to relax 
Surely your wife worked all day long? In the home-office workers if they are indeed weakened his position! Help increase. Do little to help him try it-setaya. Possibth can not manually, sometimes from outside the diner is not to buy food from all treaties. This is kind of a little sad to get him to respect you. 

4) going out together? 
Maybe your wife or girlfriend to travel with too much to go out of the wings. Maybe the typical rickshaw or you can navigate Uddushu. Broke the rules to remove an auto or taxi fares. The duo comfortably enjoy a little bit of time as well. A day at the bus or rickshaw delivers from trouble. 

5) Keep the road in rush hour 
Maybe the bus or market boisterous crowd. Maybe somewhere in the trip or movies have been, too. Keep the little road in rush love this woman. Please try to protect him from pushing, stretching tight hold. What a relief not to worry about those. He understands that all situations in life, you're next to him. 

6) is always nice to him, do not let the pressure to stay tidy 
Yes, he has. Is not always possible for him to be nice and tidy dress. Always good to see a man of the word impossible. He dressed himself in the worst, nor the best day to see him look bad, nice to tell him when kimba beriyechena around without decor. Tell a lie, but you. These little lies will bring him closer to you too. 

7) Do not forget the little gift 
There are many things you must afford to buy him. But the multitude of small, but do not forget the favorite gifts. Little flowers, favorite chocolate, a song, a bunch of bangles or a leaf tip romanticism between them is that in fact, anything but. 

8) Make small pampered Jade 
He is not in control of the money, but to express his love. What is it? His eyes seemed to be a very good shot, as you, or tipata fate. Kiss the Day "You can not, but do not tip at all out of the" little of this, he'll be happy that you have any idea how much. 
One life. Looks good, like Basu.

Wednesday, October 1, 2014

যেভাবে জানাবেন আপনার ভালোবাসার কথাটি পছন্দের মানুষকে

যেভাবে জানাবেন আপনার ভালোবাসার কথাটি পছন্দের মানুষকে

লাইফস্টাইল ডেস্ক: আপনি একজনকে ভালবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না? দরকার নেই মুখ ফুটে বলার। কয়েকটি আচরণে জানিয়ে দিন যে আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু কীভাবে? প্রথমত এক্ষেত্রে একটু সাবধান তো হতেই হবে। এরপর সাতটি কাজ করে ফেলুন। তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন আপনাকে। আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন নিজেই।

১. সবসময় একসাথে থাকার চেষ্টা করুন : এটা জানা কথা যে পছন্দের মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।

২. প্রশংসা করুন : কারও অতিরিক্ত প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।

৩. উপহার দিন : যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনার আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।


৪. অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুন : কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগাগুলোকে প্রাধান্য দিচ্ছে।

৫. বন্ধুদের এড়িয়ে চলুন : পছন্দের মানুষটির জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশি ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।

৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেন : আপনি যে আপনার পছন্দের মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার ইত্যাদি।

৭. কৌতুকের ছলে প্রকাশ করুন : এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।

Tell the people you love the word choice 

Lifestyle Desk: Do you have a crush on someone, but do not say? You do not need to appear in the mouth. Some of the behaviors that you are interested in her. But how? First, it must be the little warning. Remove the seven work. If you understand he loves you, he responded. And if I do not respond to the move itself. 

1. Always try to stay together: It's common knowledge that there will always be the favorite with the people, who wish to speak. You can adopt this technique. Try to spend some time with him every day. You can also tell him to give the silent word to your liking. 

II. Praise: One must appreciate the extra bother anyone. And so you can make the choice people think. Whatever the choice, the better you will bawl. Yet more and more to his prasansa. Will not work for me. 

3. Give the gift: the gift of the people quite like to get. You can give gifts to your loved people more. Conceived him by the gifts and will clear your interest. 


4. To express feelings in a different way: the feeling of liking someone is really kind of strange. Are these the only ones who understand. Stay up to reveal her feelings. A book, poem or song to express the sincerity. He will give you the edge on bhalolagaguloke. 

5. Avoid friends: nothing can be a lot of choices for people. When you ignore your friends, they will like to the human eye. Balabenao him sometimes that is the reason you are less than everyone else. Glad to have with her​​, so that he can get it in your mind or your agrahata matter. 

6. Convince him that he is just in your mind: you're thinking that a lot of your favorite person or any behavior or thinking it anyway let him explain. As you can tell, I very much want you to partner. Look like your partner or matter etc.. 

7. Publish joke pretending: pretending that a lot of what we call each other jokes. This procedure can take up to express interest. That joke chalei tell him your word to her interests. It may be of some help.