Thursday, October 9, 2014

আসলে আপনার সপ্ন কি? জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে

আসলে আপনার সপ্ন কি? 
জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে   

আপনি কি অন্যের কথা মত চলতে চলতে, ভুলে গেছেন আপনি কি চান। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে, ভুলতে বসেছেন নিজের স্বপ্ন কি ছিল। আপনি যে কাজ করেন সেই কাজে যদি আপনার মন না থাকে, তাহলে সফলতা আসবে কি করে। মন থেকে করা কাজ সব সময়ই সফল হয়। আর ওই কাজ করেই যদি জীবিকা নির্বাহ করা যায়, তবে তো কথাই নেই। নিজের পছন্দের কাজ করতে সকলেই খুশি হয়। কিন্তু ওই পছন্দটা সনাক্ত করা কঠিন। ৪ টা পদক্ষেপের সাহায্যে আপনি ওই প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারেন।

১। নিত্য দিনের ঝুঁট ঝামেলা নিয়ে মাথা ঘামাবেন না। ছোট ছোট ওই ভাবনা গুলোই হয়তো আপনার সত্যিকারের মেধাটাকে দমিয়ে রেখেছে। আপনি আপনার মনের কথা শুনুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান জীবনে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে কি কি করা লাগবে সেই ভাবনা স্থির করুন। আর সেই লক্ষ্যেই কাজ করুন।

2. নির্দিষ্ট পছন্দ খুজে বের করুন। যেমন ধরুন আপনি সমাজকর্ম করতে ভালবাসেন, আপনি কিন্তু কখনো কর্পোরেট চাকুরীতে খুশি থাকতে পারবেন না। আবার যারা সৃজনশীল কাজে আগ্রহী তাদের কাছে ব্যাংকের চাকুরী, জেলখানা ছাড়া আর কিছুই না। তাই আপনি আসলেই কোন কাজ করতে আগ্রহী এটা আগে খুঁজে বের করুন।

3. আপনি কোন কাজ করতে পছন্দ করেন না এটাও খুঁজে বের করুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। আপনার মন সায় দেয়না এমন কাজ করবেন না। যে কাজ আপনার পছন্দ নয় সেই কাজ এড়িয়ে যান। নিজস্ব একটি ব্যক্তিত্ব গরে তোলার চেষ্টা করুন। এতে আপনার সফলতা নিশ্চিত।

4. আপনার লক্ষ্য সব সময় স্থির রাখুন। কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। অনেকেই আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। অনেকে আপনাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে। তবুও হার মানবেন না। শুরুতে হয়তো অনেক হোঁচট খাবেন তবুও উঠে দাড়িয়ে আবারো চলতে শুরু করবেন। সব সময় নিজের শুনুন। আপনার মন কি বলে সেটাই আসল। লোকে কি বলল তার কোন গুরুত্ব নেই। আপনি যদি আপনার স্বপ্নের প্রতি সত্য থাকেন তবে কেউ আপনাকে হার মানাতে পারবে না।

In fact, what is your dream? Find out 4 ways 

Do you like talking to people on the go, you forgot what you want. To fulfill other people's dreams, his dreams had begun to forget. If you do not mind if you do the work, then that is what will come to fruition. The work of the mind is always successful. If you can live without having to work longer, but I wonder. Not everyone is happy with his choice to work. But it is difficult to identify the pachandata. 4 pm steps can help you make the process easier. 

1. Do not go to the trouble ghamabena jungle ever day. The idea of small tags may have suppressed your true medhatake. Listen to your mind. Ask yourself what you want in life. To reach the goals that I need to do to fix ideas. The aim of the work. 

2 To find a particular choice. For example, you love to do social work, but sometimes you can not be happy with the corporate employer. To those who are interested in the creative process of the bank job, nothing more than prisons. So you are really interested to work to find it before. 

3 If you do not like any of it to find out. Be honest with yourself manually. Yes, that does not work in your mind. Those that do not like you go to work. Try taking a personality of its own claimed. To ensure your success. 

4 Keep your goals to decide all the time. Not be allowed to impact on someone. Many of you will attempt to influence. Many people will try to laksyacyuta you. Yet rates do not obey. Go back to the beginning and start standing up, but many do stumble. Listen to yourself all the time. That's the real key to your mind. There is no importance to what they said. If you are true to your dream, but you can not convince anyone of you.

No comments:

Post a Comment