যেভাবে জানাবেন আপনার ভালোবাসার কথাটি পছন্দের মানুষকে
লাইফস্টাইল ডেস্ক: আপনি একজনকে ভালবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না? দরকার নেই মুখ ফুটে বলার। কয়েকটি আচরণে জানিয়ে দিন যে আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু কীভাবে? প্রথমত এক্ষেত্রে একটু সাবধান তো হতেই হবে। এরপর সাতটি কাজ করে ফেলুন। তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন আপনাকে। আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন নিজেই।
১. সবসময় একসাথে থাকার চেষ্টা করুন : এটা জানা কথা যে পছন্দের মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।
২. প্রশংসা করুন : কারও অতিরিক্ত প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।
৩. উপহার দিন : যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনার আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।
৪. অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুন : কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগাগুলোকে প্রাধান্য দিচ্ছে।
৫. বন্ধুদের এড়িয়ে চলুন : পছন্দের মানুষটির জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশি ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।
৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেন : আপনি যে আপনার পছন্দের মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার ইত্যাদি।
৭. কৌতুকের ছলে প্রকাশ করুন : এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।
Tell the people you love the word choice
Lifestyle Desk: Do you have a crush on someone, but do not say? You do not need to appear in the mouth. Some of the behaviors that you are interested in her. But how? First, it must be the little warning. Remove the seven work. If you understand he loves you, he responded. And if I do not respond to the move itself.
1. Always try to stay together: It's common knowledge that there will always be the favorite with the people, who wish to speak. You can adopt this technique. Try to spend some time with him every day. You can also tell him to give the silent word to your liking.
II. Praise: One must appreciate the extra bother anyone. And so you can make the choice people think. Whatever the choice, the better you will bawl. Yet more and more to his prasansa. Will not work for me.
3. Give the gift: the gift of the people quite like to get. You can give gifts to your loved people more. Conceived him by the gifts and will clear your interest.
4. To express feelings in a different way: the feeling of liking someone is really kind of strange. Are these the only ones who understand. Stay up to reveal her feelings. A book, poem or song to express the sincerity. He will give you the edge on bhalolagaguloke.
5. Avoid friends: nothing can be a lot of choices for people. When you ignore your friends, they will like to the human eye. Balabenao him sometimes that is the reason you are less than everyone else. Glad to have with her, so that he can get it in your mind or your agrahata matter.
6. Convince him that he is just in your mind: you're thinking that a lot of your favorite person or any behavior or thinking it anyway let him explain. As you can tell, I very much want you to partner. Look like your partner or matter etc..
7. Publish joke pretending: pretending that a lot of what we call each other jokes. This procedure can take up to express interest. That joke chalei tell him your word to her interests. It may be of some help.
লাইফস্টাইল ডেস্ক: আপনি একজনকে ভালবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না? দরকার নেই মুখ ফুটে বলার। কয়েকটি আচরণে জানিয়ে দিন যে আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু কীভাবে? প্রথমত এক্ষেত্রে একটু সাবধান তো হতেই হবে। এরপর সাতটি কাজ করে ফেলুন। তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন আপনাকে। আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন নিজেই।
১. সবসময় একসাথে থাকার চেষ্টা করুন : এটা জানা কথা যে পছন্দের মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।
২. প্রশংসা করুন : কারও অতিরিক্ত প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।
৩. উপহার দিন : যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনার আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।
৪. অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুন : কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগাগুলোকে প্রাধান্য দিচ্ছে।
৫. বন্ধুদের এড়িয়ে চলুন : পছন্দের মানুষটির জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশি ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।
৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেন : আপনি যে আপনার পছন্দের মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার ইত্যাদি।
৭. কৌতুকের ছলে প্রকাশ করুন : এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।
Tell the people you love the word choice
Lifestyle Desk: Do you have a crush on someone, but do not say? You do not need to appear in the mouth. Some of the behaviors that you are interested in her. But how? First, it must be the little warning. Remove the seven work. If you understand he loves you, he responded. And if I do not respond to the move itself.
1. Always try to stay together: It's common knowledge that there will always be the favorite with the people, who wish to speak. You can adopt this technique. Try to spend some time with him every day. You can also tell him to give the silent word to your liking.
II. Praise: One must appreciate the extra bother anyone. And so you can make the choice people think. Whatever the choice, the better you will bawl. Yet more and more to his prasansa. Will not work for me.
3. Give the gift: the gift of the people quite like to get. You can give gifts to your loved people more. Conceived him by the gifts and will clear your interest.
4. To express feelings in a different way: the feeling of liking someone is really kind of strange. Are these the only ones who understand. Stay up to reveal her feelings. A book, poem or song to express the sincerity. He will give you the edge on bhalolagaguloke.
5. Avoid friends: nothing can be a lot of choices for people. When you ignore your friends, they will like to the human eye. Balabenao him sometimes that is the reason you are less than everyone else. Glad to have with her, so that he can get it in your mind or your agrahata matter.
6. Convince him that he is just in your mind: you're thinking that a lot of your favorite person or any behavior or thinking it anyway let him explain. As you can tell, I very much want you to partner. Look like your partner or matter etc..
7. Publish joke pretending: pretending that a lot of what we call each other jokes. This procedure can take up to express interest. That joke chalei tell him your word to her interests. It may be of some help.
No comments:
Post a Comment