Sunday, March 22, 2015

তাসের চার রাজার কাহিনি

তাসের চার রাজার কাহিনি
চার দেওয়ালের মধ্যে বসে খেলা যায়, এমন খেলাগুলির মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় অবশ্যই তাস। তাসের একটি খেলাও জানেন না, এমন মানুষ হয়তো হাতে গোনা। সাহেব, বিবি, গোলাম, টেক্কা, হরতন, চিরে, ইস্কাবন শব্দগুলির সঙ্গে সকলেই অল্পবিস্তর পরিচিত। বিশেষ করে বাঙালির বিনোদনের একটা বড় জায়গা বহু শতাব্দি আগে থেকেই রয়েছে তাসের দখলে। তাসে চারটে রাজা থাকে। জানেন কি, তাসের প্রত্যেকটি রাজাই বাস্তবেও এক একজন বিখ্যাত রাজা ছিলেন। যাঁরা এক সময় দাপিয়ে সাম্রাজ্য বাড়িয়েছেন বিশ্বজুড়ে। চিনে নেওয়া যাক সেই রাজাদের।

কালোপানের রাজা বা ইস্কাবনের রাজা আসলে কিং ডেভিড। ফরাসি শব্দে স্পেডস মানে হল তলোয়ার। অর্থাত্‍ রাজা ডেভিডের হাতে তলোয়ার। কিং অফ সোর্ডস। বাইবেলের সেই বিখ্যাত রাজা যিনি ইজরায়েল শাসন করেছিলেন। বাইবেলের মতে, রাজা ডেভিড যিশু খ্রিস্টের পূর্বপুরুষ। কালোপানের রাজার বৈশিষ্ট্য হল, তিনি আবেগের বশে কোনও কাজ করেন না। বিচার-বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেন।

হরতন বা হার্টস-এর রাজা হলেন এক সময়ের ফ্রান্সের রাজা চার্লস। হরতনের রাজাকে অনেকেই ‘আত্মঘাতী রাজা’ বলে থাকেন। কারণ তাসে দেখা যায়, এই রাজা তলোয়ারটি তাঁর মাথায় ঠেকিয়ে রেখেছেন। যেন নিজেকে হত্যা করতে উদ্যত। এবং লক্ষ করে দেখবেন, বাকি তাসের রাজাগুলির মধ্যে একমাত্র হরতনের রাজারই গোঁফ নেই।


রুইতনের রাজা হলেন প্রাচীন রোমের বিখ্যাত শাসক, রাজনীতিবিদ ও সাহিত্যিক জুলিয়াস সিজার। একটা দীর্ঘ সময় রোমের রাজনীতির নিয়ন্ত্রণ সিজারের হাতেই। এমনকি ইতিহাস বলছে, বিখ্যাত রোম সাম্রাজ্যের উত্থানেও জুলিয়াস সিজারের বড় ভূমিকা ছিল।

চিড়েতন বা ক্লাব্স-এর রাজা হলেন প্রাচীন গ্রিসের ম্যাসিডোনিয়ার সম্রাট অ্যালেকজান্ডার। এক নামেই যাঁকে চেনেন তামাম দুনিয়া। গ্রিস থেকে মিশর ও উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার ছিল অ্যালেকজান্ডারের।


Four king card story

Sitting in the four walls, even in the world's most popular sports in the card. A game of cards do not know, maybe the people that count. Sahib, Bibi Golam, ace, hearts, ribbons, all more or less familiar with the sound of iskabana. A great place to relax, especially Bengalis many centuries already in the possession of the card. Four cards are the king. Did you know, reality king of cards, one of the famous king. One of the empire extended over time on staying. Let's recognize the kings.

Iskabanera kalopanera King or the King David King. Spedasa French word means sword. The sword in the hands of King David. King of the sordasa. The Bible is the most famous king who ruled Israel. According to the Bible, Jesus Christ, the father of King David. Kalopanera his features, he does not work on any arbitrary. Decide if the judgment is considered.

Hearts King of Hearts or the time of King Charles of France. Many of the king of hearts 'suicide' King says. The cards can be seen, the King sword has restrained his head. He wanted to kill himself. And you can see, the card does not have a mustache rajarai Hearts is the only king.


Ruitanera reigned ancient Rome's famous ruler, politician and writer Julius Caesar. Political control in the hands of Caesar in Rome for a long time. Even the history of the rise of the famous Caesar Julius Caesar was a great introduction.

Ciretana or klabsa Emperor Alexander of Macedon became king of ancient Greece. Do you know the name of one of whom tamama world. From Greece to Egypt and the Empire had a ayalekajandarera northwest India.

No comments:

Post a Comment