জেনে নিন আপনার ব্যক্তিত্ব!
আপনার জন্মদিনের তারিখটা কত? আজকালকার দিনে আমরা সবাই নিজের নিজের জন্মদিন জানি। একে অন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানানোটাও এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। কিন্তু আপনার এই যে জন্মদিন, সেটা কি শুধুই একটি সংখ্যা? নাকি এরও রয়েছে কোনও তাৎপর্য? রাশিতত্ত্বের নিউমারলজি বা সংখ্যাতত্ব অনুযায়ী, আপনার ব্যক্তিত্বের ওপর এই জন্মদিনের রয়েছে অনেক বড় প্রভাব। জন্মদিন ব্যবহার করে আপনার ব্যক্তিত্ব নির্ণয় করার রয়েছে একটি চমৎকার উপায়। এ প্রক্রিয়ায় আপনি নিজের জন্মদিন থেকে বের করে নিতে পারবেন একটি বিশেষ সংখ্যা যা বলে দেবে আপনার ব্যক্তিত্বের বিচিত্র সব তথ্য।
কি করে বের করবেন আপনার এই সংখ্যাটি
পদ্ধতিটি বেশ সহজ আসলে। জন্মদিন ১ তারিখ হলে আপনার এই সংখ্যাও ১।- ধরে নেওয়া যাক আপনার জন্মদিন হলো ২৬ তারিখে। তাহলে (২+৬)= ৮ হবে আপনার সংখ্যা। জন্মদিন যদি হয় ১০ তারিখে, তবে সংখ্যা হবে (১+০)=১। -একই কথা ২০ এবং ৩০ তারিখের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন যদি জন্মদিন হয় ২৯ তারিখে তবে সংখ্যা কত হবে? (২+৯)= ১১ হবে। কিন্তু এই ১১ কে আবারও যোগ করতে হবে যতক্ষণ না একটা সংখ্যা আসে অর্থাৎ (১+১)=২ হবে তার সংখ্যা। এখানে আরেকটা কথা আছে। যার জন্মদিন ১১ বা ২২, তার সংখ্যাও ১১ বা ২২, একে আর যোগ করতে হবে না।
সংখ্যা তো বের হলো, এবার দেখে নিন এই সংখ্যা অনুযায়ী আপনার ব্যক্তিত্ব কেমনঃ
আপনার সংখ্যা যখন ১
এক হলো নেতা, পথ প্রদর্শক। শুধু তাই নয়, একা একাই পথ চলার ক্ষেত্রেও তিনি পারদর্শী। তিনি স্বাধীনভাবে জীবন কাটিয়ে দিতে পারেন। জীবনের সব ক্ষেত্রেই প্রথম হবার উচ্চাকাঙ্খা দেখা যায় তার মাঝে। এ কারণে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দেখা যায় তার মাঝে। কিন্তু এর পাশাপাশি কখনো কখনো অহংকার এবং আত্মকেন্দ্রিক হতে দেখা যায় তাদেরকে। প্রেমের ক্ষেত্রেও তারা কর্তৃত্বপরায়ন হয়ে থাকেন। তবে যথেষ্ট উত্তেজনা না থাকলে ভালোবাসাও তাদের কাছে একঘেয়ে মনে হয়।
আপনার সংখ্যা যখন ২
এরা হয়ে থাকেন মধ্যস্থতাকারী এবং শান্তিপ্রিয়। শান্তি এবং স্থিতি ভালোবাসেন তারা। তাদের চরিত্রে থাকে উষ্ণতা। তারা নিজেদের জীবনেও শান্তি পছন্দ করেন এবং হয়ে থাকেন কিছুটা স্পর্শকাতর। তবে তারা অন্যের ওপরে নির্ভরশীল হয়ে থাকেন। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কখনো কখনো কূটচালের আশ্রয় নিয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রেও তারা পছন্দ করেন স্থিতিশীলতা। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা দরকার সবই করতে রাজি থাকেন তারা। এক্ষেত্রে জন্মতারিখ যেটাই হোক না কেন, অনেকটা কর্কট রাশির সাথে মিল রয়েছে তাদের।
আপনার সংখ্যা যখন ৩
এরা হয়ে থাকেন বেশ সামাজিক এবং আমুদে মানুষ। দয়ালু এবং ইতিবাচক মনোভাবের এসব মানুষ জীবনকে উপভোগের চেষ্টা করেন সব সময়ে। তাদের রসবোধও অনেক ভালো। তবে কখনো তারা হয়ে উঠতে পারেন এলোমেলো স্বভাবের, হতে পারেন অতিরিক্ত বিলাসী। প্রেমের ক্ষেত্রে কিছুটা দুরত্ব বজায় রাখেন তারা, দরকার হয় একটু স্বাধীনতা। নয়তো তারা নিজেদের বন্দী মনে করেন এবং সেই সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করেন।
আপনার সংখ্যা যখন ৪
এরা হয়ে থাকেন পরিশ্রমী এবং কাজের মানুষ। অন্যকে সাহজ্য করতেও তাদের জুড়ি নেই। বিশ্বস্ত মানুষ হয়ে থাকেন ৪ সংখ্যার মানুষ। যুক্তি দিয়ে কাজ করে সমস্যা সমাধান করেন তারা। আর নিজেই নিজেকে শাসনে রাখতে পারেন তারা। তবে কখনো কখনো খুব বেশি গোঁয়ার হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে তারা বিশ্বস্ত হয়ে থাকলেও কখনো খুব বেশি আবেগি এবং হতাশ হয়ে পড়েন।
আপনার সংখ্যা যখন ৫
সংখ্যা যাদের ৫, তাদের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো তারা স্বাধীনতা পছন্দ করেন। তারা হয়ে থাকেন বুদ্ধিমান, মাথায় যাদের গিজগিজ করে আইডিয়া। যে কোনও পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেন তারা। হয়ে থাকেন আমুদে এবং নমনীয় প্রকৃতির। কিন্তু মাঝে মাঝে দায়িত্ব পালনে এদের অনীহা দেখা যায়। কোনও কাজে লেগে থাকতে হলে তা করার ক্ষেত্রে অনুৎসাহী হয়ে পড়েন। প্রেমের ক্ষেত্রে অপর পক্ষ থেকে যথেষ্ট সাড়া না পেলেও তারা উৎসাহ হারিয়ে ফেলেন।
আপনার সংখ্যা যখন ৬
অনেকটা ২ এর মতো, সংখ্যা ৬ এর মানুষ হয়ে থাকেন শান্তিপ্রিয়। পরিবারের প্রতি অনুগত থাকেন তারা। যাকে ভালোবাসেন তার জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। তবে তার প্রতি একটা অধিকার স্থাপন করে ফেলেন তিনি, এবং কখনো কখনো হয়ে ওঠেন ঈর্ষান্বিত।
Find out if your personality !
What date is your birthday ? Today's the day we all know his own birthday . Birthday wishes to ask each other, we now have become a habit . But this is your birthday , is it just a number ? Is there any significance today ? Rasitattbera niumaralaji or according to statistics , is the birthday of this great impact on your personality . Birthdays are also an excellent way to determine your personality using . This process can take you out of your birthday will be a special edition of the weirdest of all data on your personality .
How do you figure out
The technique is quite simple actually. If your birthday is this number 1 of 1 . - Assuming that your birthday on June 6 . If ( II +6 ) = 8 will be your number. If the birthday is on 10 , the number of ( 1 +0 ) = 1 . - The same thing applies to the date of the 0 and 30 . Now is the birthday of the 9th , but how ? ( Ii +9 ) = 11 will . But this must be added back to 11 until it comes to a number of the ( 1 +1 ) = the number of units . Here is another thing . Whose birthday is 11 or September, the number 11 or September, it will no longer be added .
No. I was out , I see a number of these according to your personality kemanah
When your number 1
One of the leaders guide . Not only that , he excelled in the journey alone . He can spend independent life . First of all cases seen between life aspirations . Seen at the center of the confidence and consistency . But they also sometimes seen to be arrogant and self-centered . They are in love kartrtbaparayana . But love is not enough tension is destroying them .
When your number 's
They are mediators and peace-loving . They love peace and balance . The warmth of their role . They prefer peace in themselves and are somewhat sensitive . However , they are dependent on others . Kutacalera sometimes have shelter for your own purpose . They prefer stability in love . 're Willing to do whatever is necessary to sustain the relationship that they have . In any case , whatever the date of birth , there are a lot of similarities with Cancer .
When your number 3
They are quite social and jovial man. Humane and positive attitude at all these people are trying to enjoy life . A lot of humor in them . But sometimes they can be random in nature , can be additional delicate . Love to keep the little distance they need a little freedom . Either they think their prisoner and tried to break the relationship .
When your number 4
They have been working and working people . There are better sahajya pair of them . If people trusted people 4 digits . They argued that the solution to the problem of work . They no longer can rule himself . But sometimes they are too obstinate . They are in love , but sometimes too much trust abegi and was disappointed .
When your number 5
The number of those 5 , they have the freedom to choose their worst features . They are intelligent , who heads the idea was packed . They tried to adapt himself to any situation . Are merry and flexible nature. But sometimes tend to have duties . No trip to the anutsahi become sticky . Love is not enough to respond to the other party, but they lose enthusiasm .
When your number 6
Like a lot of number 6 's are peace loving people . They are loyal to the family . He can ruin himself for love . He had a right to its place , however , and became jealous sometimes .