Sunday, March 2, 2014

♦তেজপাতার যতগুণ♦

♦তেজপাতার যতগুণ♦

তেজপাতা সুগন্ধি মসলা। কাঁচা পাতার রং সবুজ আর শুকনো পাতার রংবাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর
অনেক ঔষধি গুণও আছে।

♦ উপকারিতা

♦ পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করেসেই পানি দিয়ে গোসল করলে ত্বকেরঅ্যালার্জ
ি সমস্যা কমবে।

♦ ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

♦ প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।

♦ চোখ ওঠা ও ফোড়া হলে তেজপাতা সিদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।

♦ তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।

♦ যাঁদের সময় কম তাঁরা তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

♦ সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মে করুন। এতে ময়লাপরিষ্কার হবে।

♦ তেজপাতা চূর্ণ দিয়ে দাঁত মাজলেমাড়ির ক্ষত দ্রুত চলে যাবে।





 Malabathrum leaves

Tejapata fragrant spices. Green leaves are green, the color of dried leaves rambadami. It is not known as spice,'s
There are many medicinal gunao.

♦ Benefits

♦ tejapata water boiled with the bath water when karesei tbakeraayalarja
Activities will reduce the problem.

♦ 7 grams of boiled water tejapata 4 cups make a cup. Then use the water garagara. Galabhana quickly be OK.

♦ tejapata playing with the color of tea is just refreshing the skin.

♦ Use the up and boils the water boiled tejapata benefits. The plate-like boils over tejapata bete reduce the pain.

♦ tejapata enhances the brightness of the skin. So tejapatara powder, cucumber, honey, yogurt and lemon juice mixed paste and apply to face. Wash after 10 minutes.

♦ Those with less time in the tejapatara powder mixed golapajale can wash away.

♦ Use soap instead of body tejapata rebate. It will mayalapariskara.


♦ tejapata teeth with powdered majalemarira can quickly wound.

No comments:

Post a Comment