Thursday, May 22, 2014

পড়ায় মন বসাতে যে ৭ টি কাজ করতে পারেন

পড়ায় মন বসাতে যে ৭ টি কাজ করতে পারেন
পড়তে বসতে ইচ্ছা করে না। এটা সবারই একটা সাধারণ সমস্যা। কিন্তু ইচ্ছা না করলেও পরীক্ষা তো দিতে হবেই। তা থেকে রেহাই কারও নেই। আপনি যদি এমন কোনো রোগী হয়ে থাকেন যে আপনার পড়তে বসতে একেবারেই ইচ্ছা করছে না। এসময় পড়ায় মন বসাতে যা যা করবেন। 

১. লক্ষ্য ঠিক করুন : আপনার লক্ষ্য নিশ্চয়ই ঠিক করাই আছে। সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যটিকে মনে করে আবার ঝালাই করুন। আপনি চাইছেন এবারের পরীক্ষায় যে করেই হোক একটা আকাঙ্খিত পয়েন্টে নিয়ে যাবেন আপনার রেজাল্ট। এই লক্ষ্যে মটাকে একটু নিবিষ্ট করুন। দেখবেন আপনার মাঝে একটা জিদের উদ্ভব হয়েছে এবং আপনি আবারো পড়ায় মন দিতে পারছেন। 

২. ক্ষুধা নিবারণ করুন : এমন অনেক সময় দেখা গেছে যে অতিরিক্ত ক্ষুধা লাগলে আর পড়তে মন চায় না। এমনিতেই পড়তে বসলে একটু পর পর ক্ষুধা লাগে। এ ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার ক্ষুধা লেগেছে কিনা। যদি ক্ষুধা লেগে থাকে তাহলে তা নিবারণ করার চেষ্টা করুন। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আহার করে আবার পড়তে বসুন। দেখবেন এবার আপনার পড়ায় মন বসেছে। 

৩. সময় সচেতন হোন : নির্দিষ্ট মানুষের জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে যে সময়ে পড়া খুব দ্রুত আয়ত্বে আসে। যেমন কেউ অনেক ভোরে পড়েন, কেউ সারাদিন পড়েন. কেউ আবার অনেক রাতে পড়েন। আপনার কোন সময়টাতে পড়া হয় সে সময়ে পড়তে বসুন। প্রয়োজনে একটা রুটিন তৈরি করে নিতে পারেন। যে সময়ে পড়া হয় না সে সময়ে অযথা পড়তে বসে এ্যানার্জি নষ্ট না করে ঘুমিয়ে ব্রেনটাকে বিশ্রাম দিন। 

৪. গান শুনুন : গান শুনতে সবারই অনেক ভালো লাগে বিশেষ করে পরীক্ষার সময়ে। যদি এমন হয়ে থাকে যে আপনি হয়ত অনেকক্ষণ ধরে পড়ছেন কিন্তু এমন একটা সময় উপস্থিত যখন আর পড়া মাথায় ঢুকছে না। এমতাবস্থায় আপনি কিছুক্ষণের জন্য গান শুনতে পারেন। এর ফলে আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন এবং দেখবেন পড়ায় পুনরায় মনোযোগ ফিরে এসেছে।


৫. ঘুমিয়ে নিন : অনেকক্ষণ ধরে পড়লে মস্তিষ্কে অনেক চাপ পড়ে। ফলে মস্তিষ্ক আর কাজ করতে পারে না। এক্ষেত্রে আপনি যদি কিছুটা সময় ঘুমিয়ে নেন তাহলে ব্রেনের রিফ্রেশমেন্ট হবে। এর ফলে খুব দ্রুত আবার পড়া ক্যাচ করতে পারবে আপনার ব্রেন। এজন্য অতিরিক্ত চাপ কমাতে অবশ্যই কিছুটা ঘুমিয়ে নিন।


৬. মিষ্টি জাতীয় খাবার খান : মিষ্টি জাতীয় খাবার দেহে যাওয়া মাত্র সারা শরীরকে সতেজ করে তোলে। এছাড়া ব্রেনের কাজ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।


৭. মেডিটেশন করুন : মেডিটেশন মন ও শরীর দুইই প্রাণবন্ত করে তোলে। মেডিটেশনের ফলে শরীরের ক্লান্তি দূর হয় এবং কাজ করা ক্ষমতা বেড়ে যায়। এছাড়া মেডিটেশনের ফলে ব্রেন এর রিফ্রেশমেন্ট ঘটে। ফলে পড়া খুব দ্রুত মুখস্ত হয়ে যায় এবং তা বহুক্ষণ মনে থাকে।

Put in mind that you can work in. 7
Do not want to sit and read . It 's a common problem for all . But if you do not want to just be a test . It does not have one anymore . If you are a patient who does not desire to simply sit on your face . After this time, which will put the mind .
1 . Goals : your goal is to just have indeed . If you think your goal is to re- welded . In this test, all costs seeking to take your results to a desired point . This aims to immerse matake little . Sometimes you have to see the emergence of a jidera to mind after you 're back .
The. To appease the hunger : the hunger that burns a lot of time and found that the extra read and dislike . It takes a bit of hunger after sat passively read . Like to watch closely whether your appetite . If you try to counteract it takes about hunger . Sit back and read that eating adequate amounts . I see you sit reading in mind .
3 . Be aware : There are certain people that are caught at certain time comes too fast to capture . As someone who read a lot early in the morning , someone read all day . Others read a lot at night . Sit back and read it at any time of the reading . If necessary , you can create a routine . She is reading at that time is not wasted in vain to sleep eyanarji brenatake sit and read the rest of the day.
4 . Listen to the song : I am very happy to listen to all the tests . If you go on reading, but that it is present in a time when the read head is embracing . Meanwhile, you can listen to music for a little while . This helps you get peace of mentally re- focus and come back to see my family .
5 . Take sleeping : too much pressure in the brain case . As a result, the brain can not work anymore . However, if you take a little time to sleep will riphresamenta brain . This cache can be read very quickly your brain again . Take a little sleeping course and hence reduce the extra pressure .
6 . Eat sweet foods : sweet foods to the body, just as the body is fresh . To increase the ability of the brain to work .
7 . Please Meditate : Meditation makes the mind and body, resilient workforce . This meditation is the ability to work in the body and can increase fatigue . Riphresamenta of the brain occurs as a result of meditation . This memory can be read very quickly , and it is considered a long period .

No comments:

Post a Comment