Saturday, May 24, 2014

মেয়েদের মন পাওয়ার সময়োপযোগী ২০টি উপায়

মেয়েদের মন পাওয়ার সময়োপযোগী ২০টি উপায়

অনেক পুরুষের জীবনে সাধনার বিষয় নারী। ভালোবাসার নারীকে না পেয়ে অনেক পুরুষ আত্মহত্যা করেছেন। কেউবা নারীদের প্রতি আসক্ত হয়ে সুন্দর জীবনটাকেই ধ্বংস করে দিয়েছেন।

এমন অনেক ঘটনা ঘটে। দেখা যায়, কোন পুরুষ সারাদিন হয়তো প্রিয়তমার কথা ভেবে আবেগের বসে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই নারী কি ঐ ছেলেটিকে নিয়ে এক মুহূর্তও চিন্তা করে?। নারীদের মন জয় করার জন্য একদল গবেষক বিশটি উপায় খুজে বের করেছেন। আসুন জেনে নেই কি করে আপনার কাঙ্খিত নারীর মন জয় করবেন।

১. ভালবাসার প্রথম শর্ত হল প্রিয়মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনকিছুই গোপন করা যাবে না।

২. প্রিয়তমাকে তার দূর্বলতার কথা তুলে রাগানো যাবে না।

৩. আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয়মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে।

৪. নিজের অর্থসম্পদের চেয়ে তাকে বেশি ভালবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয়মানুষ তার প্রতি যত্মবান হোক। সবকিছুর উর্ধ্বে তাকে দেখুক।

৫. মেয়েরা হাস্য-রস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ঐসব ছেলেদের পছন্দ করে।

৬. মেয়েরা পরিস্কার পরিচ্ছন্নতা ও ফিটফাট থাকতে পছন্দ করে। মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি সব সময় কেতাদুরস্ত থাকুক।

৭. প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে থেয়াল রাখতে হবে।

৮. নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে।

৯. ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল। সেসব গল্প নাইবা বললেন আপানার প্রিয়তমাকে। যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে।

১০. মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গাল-গল্পে বিরক্ত হবেন না যেন। তাহলে সে আপনার উপরে চটে যাবে।

১১. প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন। এতে মেয়েরা খুশি হয়।

১২. আপনার মনে বেদনার পাহাড় জাগতে পা্রে। তাই বলে সবাইকে বলে কয়ে বেড়াবেন এমন নয়। প্রিয় নারীকেও আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না। বরং হাসি খুশি থাকুন।

১৩. কথায় বলে প্রকৃতি শুন্যস্থান পছন্দ করে না। তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন। তাকে ঘনঘন সময় দিন।

১৪. প্রিয়মানুষটির পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখুন। তার ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন।

১৫. প্রিয়তমার সঙ্গে কখনো অন্যকোন নারীর তুলনা করবেন না। কোন নারীর তুলনা পছন্দ করেন না।

১৬. অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধত্ব করা যায় না। কথাটি ভুল। আগে বন্ধুত্ব পরে প্রেম।

১৭. প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না।তার নিজস্ব চিন্তা-চেতনাকে সম্মান করুন।

১৮. প্রিয়তমার শরীরের মোহে না পরে তার মনের গুরুত্ব দিন। শরীর বৃত্তিয় ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসুন মনে থেকে। তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে।

১৯. প্রকৃতিগত ভাবেই নারীরা কোমল। তাই প্রেমিকার সঙ্গে কথা বলার সময় সময় কখনো কঠোর হবে না। কোমল সুরে নারীর সঙ্গে কথা বলুন।

২০. মেয়েরা খুব আবেগ প্রবণ। তারা সব সময় পরিবার-পরিজন নিয়ে থাকতে ভালোবাসে। তাই আপনার প্রিয়মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন। খোঁজ খবর নিন।

মনে রাখবেন ভালোবাসা এমনি এমনি আসে না। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়। প্রেম-ভালোবাসা হল সুন্দরের আরাধনা। নারীর মন বুঝতে হলে নারীর সঙ্গে ঐ ধরনের আচরন করুন য্টো সে পছন্দ করে। তাহলেই দেখবেন সে আপনার প্রতি ভালোবাসায় বিগলিত হয়ে গেছে।

Timely way to get the mind of the girls
Many men and women are subject to the pursuit of life . A lot of women do not love men committed suicide . Some are addicted to beautiful women wiped jibanatakei .

Many events that occur . As can be seen sitting on the emotional tension for a man to eat all day and stopped thinking about the beloved . But the son of the woman of the moment one does . Some researchers find a way to win the hearts of women out of the twenty . Women 's minds do not know what you want .

1 . The first condition to be honest with love priyamanusatara . You can not hide anything from him .

The. Citing his weakness can not priyatamake ragano .

3 . Be confident . Girls like men who are confident and accomplished personalities . Priyamanusera emotional and physical needs to be aware of .

4 . Arthasampadera will love him more than his own . Every woman wants to get the utmost love from her loved ones . Every woman wants her priyamanusa yatmabana be his . Above all things to see him .

5 . Girls laugh - like juice . Those guys can joke laughter trivial issue , those girls like boys .

6 . Girls prefer to have clear, clean and tidy . Girls want to be her love for fashionable people all the time .

7 . Priyatamake will give you the opportunity to ask questions . She wants to know what will keep theyala crime .

8 . Be honest discussion about her in front of his family . A lot of girls think it 's safe .

9 . The girls were in love with life behind . Those stories in your priyatamake naiba said . If you want to know if he can be sometimes .

10 . Girls love to tell the story of various words . The cheek of your favorite people - the story is not to be disturbed . If she can handle up to you .

11 . Looked at his eyes while talking beloved by emotion talk . The girls are happy .

1 II . Pare your mind to wake Sorrow Hill . So to say that everyone is a few berabena . Favorite women in your grief - do not understand the trouble . Rather Be happy smiles .

13 . Nature does not like to be in space . Stay near the top favorites . Him frequently during the day.

14 . Priyamanusatira choices - stay tuned to dislike . Love her , keep in mind such things as bad .

15 . No other woman will ever compare with the beloved . No woman does not like comparisons .

16 . Many people think can not be bandhatba girlfriend . Logically wrong. Before the love of friendship .

17 . Do not ever hit girlfriend faith . Their own thoughts - to honor the spirit .

18 . Emphasis on his mind after Mohe beloved body . The body is a circle of love is not lasting . Bhalobasuna to think . Both body and mind will then walk .

19 . Thus, the delicate nature of women . So from time to time to talk with girlfriend ever be harsh . Talk to the woman murmured tenderly .

At 0 . Girls are very prone to emotions . They are all kin love to live with . So stay tuned to your priyamanusatira family . Please inquire .


Remember, love does not come spontaneously come . To get love is to give love before . Love - Love is the worship of beauty . To understand the behavior of the woman with the mind of the kind of woman he prefers yto . You love to see if she has soften .

No comments:

Post a Comment