Friday, December 26, 2014

জেনে নিন , বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার কারণ !

জেনে নিন , বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার কারণ !
অধিকাংশ নারীকেই দেখা যায় বিয়ের পরে তারা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এটি কেন হয়ে থাকে? এটি শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবী জুড়ে দেখা যায়। বিভিন্ন কারণে মেয়েরা বিয়ের পরে মোটা হয়ে যায়।

একটি কারণ হলো বিয়ের আগে মেয়েদের দুশ্চিন্তা কাজ করে বিয়ে ঠিকঠাক হবে কিনা, কেমন হবে নতুন জীবন, সবকিছু ঠিকমতো হবে কিনা এসব নিয়ে। বিয়ের পর আর সেই মানসিক চাপ থাকে না। তাই রিল্যাক্সড হয়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে ওঠে। তাছাড়া হানিমুন, প্রচুর দাওয়াত, বিভিন্ন জায়গায় খেতে যাওয়া এসব চলতেই থাকে। আর অনেকের মধ্যেই এমন একটা ধারণা কাজ করে যে বিয়ে হয়ে গেলে আর আকর্ষণীয় থাকার দরকার নেই
বিয়ের পর ঘুম এবং খাওয়ার সময় উল্টোপাল্টা হয়ে যায় যেটা মেটাবলিজমকে ক্ষতিগ্রস্ত করে। তাই মেদ জমতে শুরু করে।

মানসিক চাপও মেদ বাড়ায়। বিয়ের পরে নানারকম দায়িত্ব ও মানিয়ে নেয়ার ব্যাপার থাকে। সেগুলো মোকাবিলা করতে গিয়ে অনেকে অনেক চাপবোধ করে যা বিয়ের আগে একেবারেই থাকে না।

এছাড়া শারীরিক সম্পর্কের কারণে ২টি মেয়েলি হরমোন বাড়ে বলে বিশেষজ্ঞরা বলেন। এতে মেদ জমা সহজ হয়।

অনেক মেয়ের ধারণা সংসারে এত কাজ করার পর আলাদা করে ব্যায়ামের দরকার নেই। কিন্তু এই ভুল ধারণার কারণে মোটা হয়ে যায় তারা। বাসার কাজে খুব বেশি দৌড়াদৌড়ি হয় না, আলাদা করে ব্যায়াম না করলে ফিগার সুন্দর রাখা কঠিন।

Take note, because obese women after marriage!
Most women can be seen after marriage they are abnormally thick. Why is it? It's not just in our country, can be seen throughout the whole earth. After the marriage of girls are obese.

A cause of concern for the girls before marriage will not work properly if the marriage, how a new life, whether these take everything properly. After marriage, do not have the stress. Eating became deregulated become so relaxed. Moreover, honeymoon, invite lots of different places to eat, it persists. And among many that if the marriage is a concept that works and does not need to be interesting
After marriage, sleep and eat, which is odd metabalijamake damaged. So the fat accumulation.

Fat enhances the mental load. Marriage is a matter of adapting to the varying responsibilities. A lot of people are going to deal with them before getting married is simply not capabodha.

The physical relationship of the feminine hormone increases the two experts said. It is easy to store fat.

After so many girls the world does not need a separate exercise. But this misunderstanding is because they are obese. Romp in the house is not too much different, unless the exercise is difficult to figure beautifully.

No comments:

Post a Comment