Friday, December 26, 2014

জেনে নিন, বিয়ের আগে গোপন সম্পর্কের খারাপ দিক গুলো !

জেনে নিন, বিয়ের আগে গোপন সম্পর্কের খারাপ দিক গুলো !
প্রথমেই বলে রাখা ভালো যে বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয়।

কিন্তু হ্যাঁ, এমনটা হচ্ছে আজ অহরহই। খুব কম বয়সেই এখনকার ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তবে আপনি একটু মন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন যে বিয়ের আগেই যেসব সম্পর্ক যৌনতার দিকে এগিয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকার বা বিয়েতে গড়াবার হার কিন্তু অনেক কম।
এমন হতে পারে যে প্রেমিক আপনাকে যৌন সম্পর্কে জড়াবার জন্য পীড়াপীড়ি করছেন, হুমকি দিচ্ছেন আপনি রাজি না হলে সম্পর্ক ভেঙে ফেলবেন, কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে প্রথমেই ভেবে দেখুন, বিষয়টি কি আপনি চান? আপনিও কি তার সাথে যৌন সম্পর্কে জড়াতে চান এখনই? সাথে সাথে এটাও ভাবুন যে আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক মূল্যবোধ অনুযায়ী কাজটা কি ঠিক হবে? জীবন আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।

তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদি সুন্দর সম্পর্ক চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করাই ভালো। আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পীড়াপীড়ি করছে। এক্ষেত্রে যা করবেন-
প্রথমে তার সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন।

প্রেমিক মানেই তাঁকে চোখ বুজে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই। এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায়, হোটেলে বা নির্জন স্থানে চলে যাবেন না যেন। নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে।

প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন। তিনি সম্পর্ক ভাঙার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না।

শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মত বোকামি করতে যাবেন না একেবারেই।

প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেয়ার শর্তেও রাজি হবেন না।

এবং সবচাইতে বড় সত্য হচ্ছে, যৌন সম্পর্কে বাধা দেয়ায় প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তাঁকে যেতে দিন। এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। এবং তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে।

একটাই জীবন মানুষের। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে।

Find out before the wedding, the worst aspects of the secret!
First like to say that our society is not a matter of sexual relations before marriage is not recognized as something like this.

But yes, that aharahai today. At present, very few people are going to engage in sexual activity. However, with the goal in mind when you see a little of the sex before marriage is approached, the survival of the relationship or marriage, but much less than the rate was bowled.
It may be that you love to insist on involving sexual, threatening, if you do not agree to the relationship will break, or are trying to emotional blackmail. The first consider the matter of what you want? Now you want to get involved in sexual activity with him? Imagine also that you are with the job, according to the social status or family values or what? In life, you are to decide.

But remember, if you want a long-term relationship is to avoid sex before marriage. You may not agree, but the boyfriend is pressed. Which will make the
First talk to him calmly. Tell him that he does not want to go about that before marriage. If you love to wait until he is married.

Boyfriend always rely on him to ignore that there is no law. This blind trust a friend's house with the lover, do not leave the hotel or in a secluded place. If one would call itself is in danger.

Always consult a public place with boyfriend. He also threatened to break the relationship that he was compelled to counter the threat, and do not keep in touch.

Valid only for sex secretly supplements do not go to the office to get married at the stupidity.

Lovers will be happy to agree to the terms of your own personal photos.

And the biggest truth about sex to leave the bar because you have a boyfriend, then let her go. How is it that these people never ever bhalobaseni you. And it will be better for you to stay away from her.

One man's life. Remember, a wrong decision can lead to a lifetime of turmoil.

No comments:

Post a Comment