Friday, December 26, 2014

জেনে নিন , জীবনে সঠিক মনের মানুষ খুঁজে না পেলে আপনার করনীয় কি

জেনে নিন , জীবনে সঠিক মনের মানুষ খুঁজে না পেলে আপনার করনীয় কি

জীবনে এখনও ঠিকঠাক প্রেম খুঁজে পাননি? কী-ই বা আর করবেন! সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বসে রয়েছেন বাড়িতে, ভাবলেই মনটা কীরকম যেন করে ওঠে৷ খারাপ হওয়াটা

স্বাভাবিক৷কিন্তু তা বলে তো হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে আর চলবে না৷বাইরে গিয়ে মিশতে হবে সকলের সঙ্গে৷ কে বলতে পারে, আপনি হয়তো পেয়ে গেলেন আপনার সঠিক জীবনসাথীর ঠিকানা৷

জীবনে ভুলভাল কোনও সঙ্গীকে পছন্দ করার থেকে ভালো একা থাকা৷একা থাকার ভয়ে অনেক মহিলাই ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়েন৷ এটা কিন্তু ঠিক না৷যাকে কোনওভাবে পছন্দ হচ্ছে না, তাকে শুধুমাত্র সময় কাটাতে হবে বলেই সঙ্গে নিয়ে ঘুরবেন, ব্যাপারটা মোটেও সমর্থন করা যায় না৷আপাতভাবে একা থাকলেও মনকে এই বলে সান্ত্বনা দিন যে আপনার জন্য আরও ভালো কেউ অপেক্ষা করে রয়েছে৷

সারাদিন বাড়িতে টিভি দেখে বা অফিসে কম্পিউটার করে কাটালে একটা সময়ের পর একঘেয়েমি আসতে বাধ্য৷কেউ তো আর শখ করে একা থাকে না৷ আপনি যখন একা রয়েছেন, তখন কোনও পরিস্থিতির চাপে পড়েই আপনার এই সিদ্ধান্ত৷হয়তো চাকরি পাল্টে অন্য চকরি নিলেন নিজের জন্য, পরিবারের সবার জন্য কিংবা নতুন সম্পর্কের জন্য আপনি আরও বেশি সময় দিতে পারবেন৷ কে জানে হলেও হতে পারে৷অবসর সময়টা ক্লাবে বা জিমে যেতে পারেন৷ কিংবা বেছে নিতে পারেন অনলাইন ডেটিংও৷ কে বলতে পারে এখান থেকেই আপনার জীবন হয়তো আসতে পারে কোনও অ্যাবাউট টার্ন৷

মধ্য তিরিশেও যদি আপনি একা থাকেন, তাহলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আপনাকে প্রশ্ন করে করে অতিষ্ঠ করে তুলতে পারেন, কেন আপনি বিয়ে করছেন না, বা কেন নিদেনপক্ষে আপনার ডেটিং-ও চলছে না কেন? সত্যিই এটা তো অপ্রিয় হলেও ঘোর বাস্তব৷লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না৷মানছি প্রশ্নটাও আপনার কাছে খুবই অস্বস্তিকর৷কিন্তু দিনের শেষে এটা আপনার নিজের জীবন, এটা আপনি নিজের মতে চালাবেন৷কে কী বলল সেই বিষয়ে বেশি চিন্তা করবেন না৷ কাউকে আপনার ব্যক্তিগত স্পেসে ঢুকতেও দেবেন না৷
হতে পারে আপনার ড্রিমম্যান হয়তো আপনার খুব কাছেই রয়েছে, কিন্তু আপনি তাকে ঠিক খুঁজে নিতে পারছেন না৷আপনার প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের ভিতরেই হয়তো কেউ একজন রয়েছেন৷ নিজেকে একবার ভালো করে প্রশ্ন করুন, এরকম কাউকে আপনি ভুলে যাচ্ছেন না তো? আপনি নিজেই বুঝতে পারবেন কারওর উপর বেশি নির্ভরশীলতা, একটু বেশি হলেও কি ভালোলাগা তৈরি হয়েছে?

আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার কোনও স্বভাবের জন্যই কি আপনার জীবনে এখনও সেই কাঙ্খিত পুরুষের পদার্পণ হয়নি? আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ, রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারেন না, কিংবা পরশ্রীকাতর? তাহলে একটু মুশকিল৷নিজেকে একটু বদলে অন্যকে খানিকটা ভালোবাসতে শিখুন৷নিজেকে গ্রুম করুন, ভালো করে লোকজনের সঙ্গে মিশতে, কথাবার্তা বলতে শিখুন৷আর সঙ্গে সঙ্গে নিজেকে কাউন্সেলিং করে বুঝুন কীভাবে একটা দৃঢ় সম্পর্ক তৈরি করা যাবে৷

আপনি কি ভয় পাচ্ছেন? ঘাবড়াবেন না, আপনি একা নন, অনেকেই ভয় পান৷ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব তো হয়ে গেল, তাদের সঙ্গে ডেটিং পর্যন্ত ঠিক আছে৷ কিন্তু যখনই আর এক ধাপ এগিয়ে ব্যাপারটা প্রেমের গণ্ডিতে ঢুকে যায়, তখনই আপনি দু’কদম পিছিয়ে যান৷ হয়তো এত বড় একটা সম্পর্কের ঠিকমতো কমিটমেন্ট করার আত্মবিশ্বাস আপনার নেই৷কিন্তু এত ভয় পেলে ভবিষ্যতে স্বামী হিসেবে কাউকে বাছবেন কী করে!

কথায় বলে যত বিয়ে করতে দেরি হবে, ততই সন্তান মানুষ করারও সমস্যা৷তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ফলে এটা তেমন একটা সমস্যা নয়৷ এখন যেখানে মেনোপোজ হয়ে যাওয়ার পরও মা হওয়া যায়, সেখানে যদি আপনার পছন্দের জীবনসঙ্গী খুঁজতে ৪০ হয়েই যায়, তাতেই বা ক্ষতি কী! তিরিশ হওয়ার আগেই বিয়ে করে সন্তানের দেখাশোনা পুরোদমে শুরু করে দিতে হবে, এরকম কোনও হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই৷আপনি ধীরে-সুস্থে এগোন৷হেলদি লাইফস্টাইল বাছুন, নিজের যত্ন নিন৷ অযথা দুশ্চিন্তা করবেন না৷জীবনে শান্তি থাকবে৷

Find out, in the minds of people were unable to find what you waiting for
Can not find the proper love life? Or what to do anymore! Everyone walking with boyfriend, and you are sitting at home, I feel Anything What began as. Bad Growing

Sbabhabikakintu say if the feet up at home and at work nabaire will mingle with everyone. Who knows, maybe you got the address of your right in life.

Irresponsible in having a partner of choice of the best single thakaeka many women fell about irresponsible. But anyway, it's just not like nayake, reminds him only to spend time with that, it can be justified at all, but the mind alone naapatabhabe comfort saying that you have been waiting for someone better.

Spending the day at home or office computer, watching TV after a period of boredom alone is not a hobby anymore badhyakeu come. When you are alone, a situation in which the reading of this siddhantahayato cakari took a job change for yourself, for your family or for a new relationship can give you more time. Who knows, but the club or gym can be a pareabasara time. Or you can choose the online dating. Who knows, maybe your life can come from here, no About ons.

If you're alone in the thirtieth, the relatives, friends can make you uneasy question is, why do not you get married, or at least your dating and running, why not? It was really terrible obsession bastabalokera mouth namanachi question to you is that you can stop at the end of the day, it's your own life asbastikarakintu, it's your own opinion calabenake do not worry about what he said. Do not let anyone into your personal space.
May be very close to your drimamyana maybe you are, but you can not take him out just naapanara neighbors, friends, co-workers, maybe someone is inside. Get yourself a good question, one that is not going to forget about it? You will more than dependence on anyone, ever loved a little more, but made?

Well, what I never saw a man in your life because you still did not reach the desired gender? What additional emotional, can not control anger, or envious? A little bit better than the little musakilanijeke sikhunanijeke Groom love to mingle with the good people, talk sikhunaara understand how a strong relationship with the counseling itself can be made.

What are you afraid of? Do not panic, you are not alone, many people are afraid. I was friends with the boys, dating them up there. But one step ahead when it enters the periphery of love, when you go back dukadama. Commitment of such a relationship may be pretty confident in your neikintu so afraid to pick one as future husband does!

As the saying marriage will be delayed, the more the child to people is not a problem as it is a result of modern medicine samasyatabe. Now, after losing the menopoja mother goes to find the partner of your choice if you have been 40 therein or damage! Married before thirty child care began to be in full swing, it's no hard and fast rule neiapani stroll egonaheladi Pick Lifestyle, Take care of yourself. Najibane not unduly worried there will be peace.

No comments:

Post a Comment