Wednesday, December 31, 2014

জেনে নিন , কেমন পুরুষদের প্রতি আকর্ষণবোধ করেন নারীরা !

জেনে নিন , কেমন পুরুষদের প্রতি আকর্ষণবোধ করেন নারীরা !

লাইফস্টাইল ডেস্ক : সৃষ্টির শুরু থেকেই নারী পুরুষ একজন আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করেন। এটি প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে। অবশ্য কিছুটা ব্যতিক্রমও চোখে পরে। কিন্তু সে যাই হোক, নারী ও পুরুষের মধ্যকার এই আকর্ষণবোধ আছে এবং থাকবে। প্রতিটি মানুষ যেমন আলাদা তেমনই আলাদা তাদের পছন্দ। একজনের কাছে যা অনেক পছন্দের অন্যের কাছে তা পছন্দ নাও হতে পারে।

পুরুষরা অনেক সময় এই চিন্তা করে থাকেন নারীদের আসলে কি ধরণের পুরুষ পছন্দ। অনেক পুরুষ আরেকজনকে দেখে মনে মনে ভাবেন, ‘কি কারণে নারীরা তাকে এতো বেশি পছন্দ করেন’। সত্যি বলতে কি একেক ধরনের নারীর কাছে একেক বৈশিষ্ট্যের পুরুষ পছন্দনীয় হয়ে থাকে। কিন্তু নারীরা কয়েক ধরণের পুরুষের প্রতি বেশ আকর্ষণ বোধ করে থাকেন। এই আকর্ষণটাই নিয়ন্ত্রণ করে নারীর পছন্দ। চলুন তবে দেখে নেয়া যাক সেই ৫ ধরণের পুরুষ যাদের প্রতি নারীরা আকর্ষণবোধ করেন।

রোম্যান্টিক পুরুষ

নারীরা অনেক বেশি রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে। বোঝার বয়স হওয়ার পর থেকেই তাদের মনের ভেতরে যে স্বপ্ন বোনা শুরু হয় একজন স্বপ্নের রাজপুত্র নিয়ে এটি তারই বহিঃপ্রকাশ। স্বপ্নের জগতে অনেক রোম্যান্টিক জিনিস চিন্তা ভাবনা করে থাকেন নারীরা। সে কারণে রোম্যান্টিক ধরণের পুরুষের সকল আচার আচরণ নারীদের আকর্ষণ করে থাকে। রোম্যান্টিক পুরুষের সাথে মেলামেশায় নারীরা নিজেদের স্বপ্নের রাজপুত্রের দেখা পেয়েছেন বলে ভাবতে থাকেন।

প্লে’বয় ধরণের পুরুষ

প্লে’বয় ধরণের পুরুষের প্রতি বেশিভাগ নারীরাই আকর্ষণবোধ করে থাকেন। এর কারণ এই ধরণের পুরুষের মধ্যে রয়েছে নারীদের চাহিদামতো সকল বৈশিষ্ট্য। আত্মবিশ্বাস, পৌরুষ, সম্পর্কে খানিকটা ‘ডমিনেটিং’ ভাব, রহস্যময়টা এবং স্টাইল এই সবই যা নারীদের আকর্ষণ করে রয়েছে এই ধরণের পুরুষের মধ্যে। নারীরা রাফ এবং ডেয়ারিং স্বভাবের কারনেও এই ধরণের পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন।

বুদ্ধিমান পুরুষ

নারীদের কাছে বুদ্ধিমান পুরুষ খুবই পছন্দের। বুদ্ধিমান পুরুষের কথা বলার ধরণ, আচার আচরণ এবং সেন্স অফ হিউমার অন্যান্যদের তুলনায় বেশ আলাদা ধরণের থাকে। তারা শুধুমাত্র তাদের সেন্স অফ হিউমার ব্যবহার করে নারীরা কখন কোন জিনিসটি পছন্দ করেন তা বুঝতে পারেন। যে কোনো ধরণের সমস্যা তুড়ি বাজিয়েই সমাধান করার ক্ষমতা রাখেন। আর এ কারনেই নারীরা বুদ্ধিমান পুরুষদের প্রতি অনুভব করেন দুর্নিবার আকর্ষণ।

আত্মবিশ্বাসী পুরুষ

মেয়েরা আত্মবিশ্বাসী পুরুষদের অনেক পছন্দ করেন। আত্মবিশ্বাসী পুরুষেরা নিজের সম্পর্কে এবং নিজের জীবন এবং সম্পর্ক সম্বন্ধে বেশ পরিষ্কার ধারণা দিয়ে থাকেন। তাদের মধ্যে কোনো ধরণের মেকী ভাব থাকে না। তারা অনেক সোজাসাপ্টা চলাফেরা করেন তা নারীদের আকর্ষণের মূল কারণ। আর স্বভাবসুলব কারনেই মেয়েরা নিজের চাইতে বেশি আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করে থাকেন।

মনোযোগী পুরুষ

নারীরা চান তাদের কথা কেউ মন দিয়ে শুনুক। সব সময় বুঝতে হবে এমন কোনো কথা নেই, শুধুমাত্র কেউ তাদের কথা মন দিয়ে শুনছেন তা তাদের মনে বেশ বড় ছাপ ফেলে যায়। নিজেকে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন নারীরা। সেকারণে নারীদের মনোযোগী পুরুষ খুব পছন্দের হয়ে থাকে। আড্ডায় বা কোনো স্থানে কথা বলার সময় যে পুরুষটি তার দিকে মনোযোগ দিচ্ছেন, লক্ষ্য করলে দেখবেন নারীরা সেই পুরুষের প্রতি দুর্বলতা প্রকাশ করেন। কারণ নারীরা এই ধরণের মনোযোগী পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন।


Find out how the men and women of every akarsanabodha!
Lifestyle Desk: the beginning of the creation of men and women feel attracted to one another. It occurs in natural way. However, some exceptions to the eye. But, nevertheless, between men and women will have this akarsanabodha. Every man is different, as different as their choice. One of the many choices that others might not like.

If a lot of men think that this is actually what type of women like men. Many men think it looks like another way, the key reason so many women like him. In fact, the specific features of different types of men and women are preferred. Quite a few of the attractions to men, but women are feeling. This akarsanatai controls like women. But let's take a look at the 5 kinds of men whom women akarsanabodha.

Romantic Men

Women are much more romantic nature. Since the age of understanding in their mind that dreams are woven in a dream, it is the manifestation of the prince. The dream of many romantic things in the world are they thinking. Therefore, the behavior of men and women to attract the kind of romantic. Romantic man melamesaya women themselves had seen the prince's dream to have to think.

Plebaya kinds Men

Like most women are to men of plebaya akarsanabodha. Because these kinds of men and women in all aspects of demand. Confidence, manliness, a bit of 'daminetim' spirits, rahasyamayata and style, all of which are aimed at women in these kinds of men. Rough and why this kind of attitude towards men and women deyarim weakens.

Cute Male

A choice of intelligent men to women. Knowing the type of man to speak, behavior and sense of humor is kind of quite different than the others. They only use their sense of humor when they realized what a wise choice. Has the power to solve any kind of problem bajiyei fingers. For that reason, they feel the irresistible attraction of the smartest men.

Confident men
A lot of girls like confident men. Men are confident about yourself and your life and quite a clear idea about the relationship with you. Do not think any of them had faked. They are much more straightforward, as the women's movement of interest. And sbabhabasulaba why girls like men are more confident than himself.

Mindful Men

None of the women who want to hear with the mind. There are no words to be understood that all the time, only one of them is listening carefully, it seems quite a big impression on them goes away. Women are much more important to him myself. Therefore, the very choice of men, women are concentrated. Chat or talk to any point in time, he is giving her attention, you see the vulnerability of women to men expressed. Women are attracted to men who listen to this kind of experience did.

Friday, December 26, 2014

জেনে নিন , জীবনে সঠিক মনের মানুষ খুঁজে না পেলে আপনার করনীয় কি

জেনে নিন , জীবনে সঠিক মনের মানুষ খুঁজে না পেলে আপনার করনীয় কি

জীবনে এখনও ঠিকঠাক প্রেম খুঁজে পাননি? কী-ই বা আর করবেন! সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বসে রয়েছেন বাড়িতে, ভাবলেই মনটা কীরকম যেন করে ওঠে৷ খারাপ হওয়াটা

স্বাভাবিক৷কিন্তু তা বলে তো হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে আর চলবে না৷বাইরে গিয়ে মিশতে হবে সকলের সঙ্গে৷ কে বলতে পারে, আপনি হয়তো পেয়ে গেলেন আপনার সঠিক জীবনসাথীর ঠিকানা৷

জীবনে ভুলভাল কোনও সঙ্গীকে পছন্দ করার থেকে ভালো একা থাকা৷একা থাকার ভয়ে অনেক মহিলাই ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়েন৷ এটা কিন্তু ঠিক না৷যাকে কোনওভাবে পছন্দ হচ্ছে না, তাকে শুধুমাত্র সময় কাটাতে হবে বলেই সঙ্গে নিয়ে ঘুরবেন, ব্যাপারটা মোটেও সমর্থন করা যায় না৷আপাতভাবে একা থাকলেও মনকে এই বলে সান্ত্বনা দিন যে আপনার জন্য আরও ভালো কেউ অপেক্ষা করে রয়েছে৷

সারাদিন বাড়িতে টিভি দেখে বা অফিসে কম্পিউটার করে কাটালে একটা সময়ের পর একঘেয়েমি আসতে বাধ্য৷কেউ তো আর শখ করে একা থাকে না৷ আপনি যখন একা রয়েছেন, তখন কোনও পরিস্থিতির চাপে পড়েই আপনার এই সিদ্ধান্ত৷হয়তো চাকরি পাল্টে অন্য চকরি নিলেন নিজের জন্য, পরিবারের সবার জন্য কিংবা নতুন সম্পর্কের জন্য আপনি আরও বেশি সময় দিতে পারবেন৷ কে জানে হলেও হতে পারে৷অবসর সময়টা ক্লাবে বা জিমে যেতে পারেন৷ কিংবা বেছে নিতে পারেন অনলাইন ডেটিংও৷ কে বলতে পারে এখান থেকেই আপনার জীবন হয়তো আসতে পারে কোনও অ্যাবাউট টার্ন৷

মধ্য তিরিশেও যদি আপনি একা থাকেন, তাহলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আপনাকে প্রশ্ন করে করে অতিষ্ঠ করে তুলতে পারেন, কেন আপনি বিয়ে করছেন না, বা কেন নিদেনপক্ষে আপনার ডেটিং-ও চলছে না কেন? সত্যিই এটা তো অপ্রিয় হলেও ঘোর বাস্তব৷লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না৷মানছি প্রশ্নটাও আপনার কাছে খুবই অস্বস্তিকর৷কিন্তু দিনের শেষে এটা আপনার নিজের জীবন, এটা আপনি নিজের মতে চালাবেন৷কে কী বলল সেই বিষয়ে বেশি চিন্তা করবেন না৷ কাউকে আপনার ব্যক্তিগত স্পেসে ঢুকতেও দেবেন না৷
হতে পারে আপনার ড্রিমম্যান হয়তো আপনার খুব কাছেই রয়েছে, কিন্তু আপনি তাকে ঠিক খুঁজে নিতে পারছেন না৷আপনার প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের ভিতরেই হয়তো কেউ একজন রয়েছেন৷ নিজেকে একবার ভালো করে প্রশ্ন করুন, এরকম কাউকে আপনি ভুলে যাচ্ছেন না তো? আপনি নিজেই বুঝতে পারবেন কারওর উপর বেশি নির্ভরশীলতা, একটু বেশি হলেও কি ভালোলাগা তৈরি হয়েছে?

আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার কোনও স্বভাবের জন্যই কি আপনার জীবনে এখনও সেই কাঙ্খিত পুরুষের পদার্পণ হয়নি? আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ, রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারেন না, কিংবা পরশ্রীকাতর? তাহলে একটু মুশকিল৷নিজেকে একটু বদলে অন্যকে খানিকটা ভালোবাসতে শিখুন৷নিজেকে গ্রুম করুন, ভালো করে লোকজনের সঙ্গে মিশতে, কথাবার্তা বলতে শিখুন৷আর সঙ্গে সঙ্গে নিজেকে কাউন্সেলিং করে বুঝুন কীভাবে একটা দৃঢ় সম্পর্ক তৈরি করা যাবে৷

আপনি কি ভয় পাচ্ছেন? ঘাবড়াবেন না, আপনি একা নন, অনেকেই ভয় পান৷ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব তো হয়ে গেল, তাদের সঙ্গে ডেটিং পর্যন্ত ঠিক আছে৷ কিন্তু যখনই আর এক ধাপ এগিয়ে ব্যাপারটা প্রেমের গণ্ডিতে ঢুকে যায়, তখনই আপনি দু’কদম পিছিয়ে যান৷ হয়তো এত বড় একটা সম্পর্কের ঠিকমতো কমিটমেন্ট করার আত্মবিশ্বাস আপনার নেই৷কিন্তু এত ভয় পেলে ভবিষ্যতে স্বামী হিসেবে কাউকে বাছবেন কী করে!

কথায় বলে যত বিয়ে করতে দেরি হবে, ততই সন্তান মানুষ করারও সমস্যা৷তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ফলে এটা তেমন একটা সমস্যা নয়৷ এখন যেখানে মেনোপোজ হয়ে যাওয়ার পরও মা হওয়া যায়, সেখানে যদি আপনার পছন্দের জীবনসঙ্গী খুঁজতে ৪০ হয়েই যায়, তাতেই বা ক্ষতি কী! তিরিশ হওয়ার আগেই বিয়ে করে সন্তানের দেখাশোনা পুরোদমে শুরু করে দিতে হবে, এরকম কোনও হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই৷আপনি ধীরে-সুস্থে এগোন৷হেলদি লাইফস্টাইল বাছুন, নিজের যত্ন নিন৷ অযথা দুশ্চিন্তা করবেন না৷জীবনে শান্তি থাকবে৷

Find out, in the minds of people were unable to find what you waiting for
Can not find the proper love life? Or what to do anymore! Everyone walking with boyfriend, and you are sitting at home, I feel Anything What began as. Bad Growing

Sbabhabikakintu say if the feet up at home and at work nabaire will mingle with everyone. Who knows, maybe you got the address of your right in life.

Irresponsible in having a partner of choice of the best single thakaeka many women fell about irresponsible. But anyway, it's just not like nayake, reminds him only to spend time with that, it can be justified at all, but the mind alone naapatabhabe comfort saying that you have been waiting for someone better.

Spending the day at home or office computer, watching TV after a period of boredom alone is not a hobby anymore badhyakeu come. When you are alone, a situation in which the reading of this siddhantahayato cakari took a job change for yourself, for your family or for a new relationship can give you more time. Who knows, but the club or gym can be a pareabasara time. Or you can choose the online dating. Who knows, maybe your life can come from here, no About ons.

If you're alone in the thirtieth, the relatives, friends can make you uneasy question is, why do not you get married, or at least your dating and running, why not? It was really terrible obsession bastabalokera mouth namanachi question to you is that you can stop at the end of the day, it's your own life asbastikarakintu, it's your own opinion calabenake do not worry about what he said. Do not let anyone into your personal space.
May be very close to your drimamyana maybe you are, but you can not take him out just naapanara neighbors, friends, co-workers, maybe someone is inside. Get yourself a good question, one that is not going to forget about it? You will more than dependence on anyone, ever loved a little more, but made?

Well, what I never saw a man in your life because you still did not reach the desired gender? What additional emotional, can not control anger, or envious? A little bit better than the little musakilanijeke sikhunanijeke Groom love to mingle with the good people, talk sikhunaara understand how a strong relationship with the counseling itself can be made.

What are you afraid of? Do not panic, you are not alone, many people are afraid. I was friends with the boys, dating them up there. But one step ahead when it enters the periphery of love, when you go back dukadama. Commitment of such a relationship may be pretty confident in your neikintu so afraid to pick one as future husband does!

As the saying marriage will be delayed, the more the child to people is not a problem as it is a result of modern medicine samasyatabe. Now, after losing the menopoja mother goes to find the partner of your choice if you have been 40 therein or damage! Married before thirty child care began to be in full swing, it's no hard and fast rule neiapani stroll egonaheladi Pick Lifestyle, Take care of yourself. Najibane not unduly worried there will be peace.

জেনে নিন, বিয়ের আগে গোপন সম্পর্কের খারাপ দিক গুলো !

জেনে নিন, বিয়ের আগে গোপন সম্পর্কের খারাপ দিক গুলো !
প্রথমেই বলে রাখা ভালো যে বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয়।

কিন্তু হ্যাঁ, এমনটা হচ্ছে আজ অহরহই। খুব কম বয়সেই এখনকার ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তবে আপনি একটু মন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন যে বিয়ের আগেই যেসব সম্পর্ক যৌনতার দিকে এগিয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকার বা বিয়েতে গড়াবার হার কিন্তু অনেক কম।
এমন হতে পারে যে প্রেমিক আপনাকে যৌন সম্পর্কে জড়াবার জন্য পীড়াপীড়ি করছেন, হুমকি দিচ্ছেন আপনি রাজি না হলে সম্পর্ক ভেঙে ফেলবেন, কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে প্রথমেই ভেবে দেখুন, বিষয়টি কি আপনি চান? আপনিও কি তার সাথে যৌন সম্পর্কে জড়াতে চান এখনই? সাথে সাথে এটাও ভাবুন যে আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক মূল্যবোধ অনুযায়ী কাজটা কি ঠিক হবে? জীবন আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।

তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদি সুন্দর সম্পর্ক চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করাই ভালো। আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পীড়াপীড়ি করছে। এক্ষেত্রে যা করবেন-
প্রথমে তার সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন।

প্রেমিক মানেই তাঁকে চোখ বুজে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই। এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায়, হোটেলে বা নির্জন স্থানে চলে যাবেন না যেন। নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে।

প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন। তিনি সম্পর্ক ভাঙার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না।

শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মত বোকামি করতে যাবেন না একেবারেই।

প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেয়ার শর্তেও রাজি হবেন না।

এবং সবচাইতে বড় সত্য হচ্ছে, যৌন সম্পর্কে বাধা দেয়ায় প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তাঁকে যেতে দিন। এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। এবং তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে।

একটাই জীবন মানুষের। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে।

Find out before the wedding, the worst aspects of the secret!
First like to say that our society is not a matter of sexual relations before marriage is not recognized as something like this.

But yes, that aharahai today. At present, very few people are going to engage in sexual activity. However, with the goal in mind when you see a little of the sex before marriage is approached, the survival of the relationship or marriage, but much less than the rate was bowled.
It may be that you love to insist on involving sexual, threatening, if you do not agree to the relationship will break, or are trying to emotional blackmail. The first consider the matter of what you want? Now you want to get involved in sexual activity with him? Imagine also that you are with the job, according to the social status or family values or what? In life, you are to decide.

But remember, if you want a long-term relationship is to avoid sex before marriage. You may not agree, but the boyfriend is pressed. Which will make the
First talk to him calmly. Tell him that he does not want to go about that before marriage. If you love to wait until he is married.

Boyfriend always rely on him to ignore that there is no law. This blind trust a friend's house with the lover, do not leave the hotel or in a secluded place. If one would call itself is in danger.

Always consult a public place with boyfriend. He also threatened to break the relationship that he was compelled to counter the threat, and do not keep in touch.

Valid only for sex secretly supplements do not go to the office to get married at the stupidity.

Lovers will be happy to agree to the terms of your own personal photos.

And the biggest truth about sex to leave the bar because you have a boyfriend, then let her go. How is it that these people never ever bhalobaseni you. And it will be better for you to stay away from her.

One man's life. Remember, a wrong decision can lead to a lifetime of turmoil.

জেনে নিন , বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার কারণ !

জেনে নিন , বিয়ের পরে মেয়েদের মোটা হওয়ার কারণ !
অধিকাংশ নারীকেই দেখা যায় বিয়ের পরে তারা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এটি কেন হয়ে থাকে? এটি শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবী জুড়ে দেখা যায়। বিভিন্ন কারণে মেয়েরা বিয়ের পরে মোটা হয়ে যায়।

একটি কারণ হলো বিয়ের আগে মেয়েদের দুশ্চিন্তা কাজ করে বিয়ে ঠিকঠাক হবে কিনা, কেমন হবে নতুন জীবন, সবকিছু ঠিকমতো হবে কিনা এসব নিয়ে। বিয়ের পর আর সেই মানসিক চাপ থাকে না। তাই রিল্যাক্সড হয়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে ওঠে। তাছাড়া হানিমুন, প্রচুর দাওয়াত, বিভিন্ন জায়গায় খেতে যাওয়া এসব চলতেই থাকে। আর অনেকের মধ্যেই এমন একটা ধারণা কাজ করে যে বিয়ে হয়ে গেলে আর আকর্ষণীয় থাকার দরকার নেই
বিয়ের পর ঘুম এবং খাওয়ার সময় উল্টোপাল্টা হয়ে যায় যেটা মেটাবলিজমকে ক্ষতিগ্রস্ত করে। তাই মেদ জমতে শুরু করে।

মানসিক চাপও মেদ বাড়ায়। বিয়ের পরে নানারকম দায়িত্ব ও মানিয়ে নেয়ার ব্যাপার থাকে। সেগুলো মোকাবিলা করতে গিয়ে অনেকে অনেক চাপবোধ করে যা বিয়ের আগে একেবারেই থাকে না।

এছাড়া শারীরিক সম্পর্কের কারণে ২টি মেয়েলি হরমোন বাড়ে বলে বিশেষজ্ঞরা বলেন। এতে মেদ জমা সহজ হয়।

অনেক মেয়ের ধারণা সংসারে এত কাজ করার পর আলাদা করে ব্যায়ামের দরকার নেই। কিন্তু এই ভুল ধারণার কারণে মোটা হয়ে যায় তারা। বাসার কাজে খুব বেশি দৌড়াদৌড়ি হয় না, আলাদা করে ব্যায়াম না করলে ফিগার সুন্দর রাখা কঠিন।

Take note, because obese women after marriage!
Most women can be seen after marriage they are abnormally thick. Why is it? It's not just in our country, can be seen throughout the whole earth. After the marriage of girls are obese.

A cause of concern for the girls before marriage will not work properly if the marriage, how a new life, whether these take everything properly. After marriage, do not have the stress. Eating became deregulated become so relaxed. Moreover, honeymoon, invite lots of different places to eat, it persists. And among many that if the marriage is a concept that works and does not need to be interesting
After marriage, sleep and eat, which is odd metabalijamake damaged. So the fat accumulation.

Fat enhances the mental load. Marriage is a matter of adapting to the varying responsibilities. A lot of people are going to deal with them before getting married is simply not capabodha.

The physical relationship of the feminine hormone increases the two experts said. It is easy to store fat.

After so many girls the world does not need a separate exercise. But this misunderstanding is because they are obese. Romp in the house is not too much different, unless the exercise is difficult to figure beautifully.

Thursday, December 25, 2014

চুম্বন সম্পর্কিত কিছু মজার তথ্য

চুম্বন সম্পর্কিত কিছু মজার তথ্য

প্রত্যেকেই জানেন চুম্বন কীভাবে করতে হয়৷ 
কিন্তু প্রশ্নটা হল চুম্বন সম্পর্কিত নানারকম মজার তথ্য আমরা কজন জানি? চুম্বন করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো, ফ্রান্সে কীভাবে চুম্বন করা হয়, কারা চুম্বনের পর নাক চেপে রাখেন, বিয়ের আগে কে কতবার চুম্বন করে- এসব নিয়েই কিছু মজার তথ্য রইল এই প্রতিবেদনে৷
১) এক একবারের চুম্বনে মুখের ২৯ টি পেশির সঞ্চালন হয়৷ ফলে নিয়মিত চুম্বনে মুখের চামড়া চট করে কুঁচকে যায় না৷
২) স্মুচ বা ঘনিষ্ঠ চুম্বনের সময় থুথু বা স্যালাইভায় থাকে ফ্যাট, মিনারেল সল্ট ও প্রোটিন৷ আর এক দেহ থেকে অন্য দেহে যখন এগুলো চুম্বনের মাধ্যমে যায়, তখন অপর দেহে তৈরি হয় অ্যান্টিবডি৷ফলে শরীরে অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমিউনিটি ক্ষমতাও দৃঢ় হয়ে ওঠে৷
৩) ৬৬ শতাংশ লোক (নারী-পুরুষ নির্বিশেষে) চুম্বনের সময় নিজেদের চোখ বন্ধ রাখেন৷বাকিরা তারিয়ে তারিয়ে পার্টনারের চোখেমুখের আবেগকে লক্ষ করেন৷
৪) মার্কিনী পরিসংখ্যান জানাচ্ছে, আমেরিকান মহিলাদের অধিকাংশই বিয়ের আগে প্রায় ৮০ জন পুরুষকে চুম্বন করে ফেলেন৷
৫) চট করে রোমান্টিক চুম্বনে শরীরের ২-৩ ক্যালোরি খরচ হয়, কিন্তু স্মুচ বা ফ্রেঞ্চ কিসে যেখানে জিভের সঙ্গে জিভের যোগাযোগ থাকে, সেখানে প্রতি চুম্বন পিছু ৫ ক্যালোরি এনার্জি বের হয় শরীর থেকে৷ নট ব্যাড!
৬) সেক্স, রোমান্সে বা রোমাঞ্চকর মুহূর্তে ঠোঁট হাতের আঙুলের থেকে ২০০ শতাংশ বেশি সংবেদনশীল হয়ে ওঠে৷
৭) অফিসে বেরোনোর আগে যেসব পুরুষরা স্ত্রীকে চুম্বন করে যান তাদের আয়ু অনেকটাই বেশি হয়৷ আর উল্টোটা যারা করেন, তাদের ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷
৮) স্মুচিংয়ের সময় প্রায় ৯০ সেকেন্ড ধরে ব্লাড প্রেশার আর পাল্স রেট বেড়ে যায় উত্তেজনায়৷এমনকী মিনিটখানেকের জন্য শরীরে কিছু কিছু হরমোনেরও আধিক্য ঘটে৷
৯) ফ্রান্সে ফ্রেঞ্চ কিসকে জাংচার অফ সোল বলে৷ কারণ এতে শুধু ঠোঁটই জড়িয়ে থাকে না৷ চলে আসে জিভও৷আর ফরাসীবাসীদের ধারণা এসবের সঙ্গে আত্মার যোগ রয়েছে৷
১০) দীর্ঘ চুম্বনের পর এস্কিমোরা একটা লম্বা শ্বাস নেন৷ তারপর দুজন দুজনের নাক চিপে প্রায় মিনিট দুয়েক ধরে থাকে৷
১১) পৃথিবীর দীর্ঘতম চুম্বনের রেকর্ডটি রয়েছে মার্কিনীদের দখলে৷রীচ ল্যাংলো এবং লুইসা আলমেডেভোর একসঙ্গে ৩০ ঘণ্টা ৫৯ মিনিট ধরে চুম্বন চালিয়েছিলেন একসঙ্গে৷কোনওরকম বিরতি ছাড়াই৷
১২) চুম্বনের ফলে দাঁতেও চট করে প্লাক জমতে পারে না, কারণ মুখগহ্বরে স্যালাইভার পরিমাণ বেড়ে যায়৷
১৩) বাৎস্যায়নের কামসূত্রতে প্রায় ৩০ রকমের চুম্বনের কথা বলা হয়েছে, যার মধ্যে অন্যতম আধুনিক ফ্রেঞ্চ কিসও৷
১৪) দুই তৃতীয়াংশ লোকই চুম্বনের সময় তাদের মাথা ডানদিকে হেলিয়ে রাখেন৷
১৫) চুম্বনের সময় হার্টবিট বেড়ে গিয়ে মস্তিষ্কেও বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছে।

Some interesting facts about kissing
Everyone knows how to kiss. But the question of varying interesting information about the kiss, we know that A? Kiss the health benefits, how to kiss is in France, after the kiss, put the nose down, kissing before marriage raises a number of times in this report, there was some interesting information about them.
1) A one-kiss 9 facial muscles to perform. As a result, regular kiss facial skin is shriveled offhand.
Ii) the spit or syalaibhaya smuca or intimate kiss the fat, mineral salts and proteins. And from one body to another body goes through when they kiss, then the body is made in the fight against antigens ayantibadiphale body immunity power becomes strong.
3) 66 percent of the people (irrespective of gender) kiss their eyes closed during the rakhenabakira tariye tariye partner cokhemukhera noting emotions.
4) Americans statistical reports, most of the American women before marriage, about 80 men had kissed.
5) offhand romantic kiss body 3 calories are consumed, but smuca or tongue stays in touch with the French, whereby the tongue, every kiss is out after 5 calories of energy to the body. Not Bad!
6) sex, romance or adventure 00 percent from the lips of the fingers became more sensitive.
7) The men came out of the office to kiss his wife on their life expectancy is much higher. And contrary to those of their traffic is likely to be nasty.
8) smucinyera for about 90 seconds and pulse rate increases blood pressure in the body for a minute or so, some haramonerao plethora uttejanayaemanaki occurs.
9) France French kisake jancara off to Seoul. Just because it does not involve thomtai. To come up with these ideas jibhaoara pharasibasidera souls are added.
10) After a long kiss, the Eskimos took a long breath. Then the two men want from a couple of minutes.
11) has the world record for the longest kiss dakhalerica lyanlo Americans and 30 hours and 59 minutes together alamedebhora Luisa kissed ekasangekonaorakama conducted without a break.
1) As a result, teeth offhand kiss pluck can not rise because of mukhagahbare syalaibhara increases.
13) More than 30 kinds of Vatsyayana kamasutrate kiss were talking, one in which the modern French kisao.
14) Two-thirds of the people kiss their heads to the right to recline on.
15) kiss the heartbeat increased amounts of oxygen reaching the brain.

Wednesday, December 24, 2014

ভদ্র ছেলেরা যে কারণে প্রেমিকা পায়না

ছেলেটি খুব খারাপ। তার অত্যাচারে পাড়ায় বের হওয়া দায়। মাথা ভর্তি লম্বা চুল, হাতে বাহারী ব্যান্ড, কানে দুল। অথচ তার জন্যই এলাকার সব সুন্দরী মেয়েরা পাগল। এমন কথা বন্ধু মহলে প্রায়ই শোনা যায়। তখন ভদ্র ছেলেরা আক্ষেপ করে করে বলে আমার কপালে কেনো প্রেমিকা নেই।

আবার একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ভদ্র ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। কেন হয় এমন? সেই প্রশ্নের জবাব আজকের লেখায়-

ভালো ছেলেরা বিরক্তিকর হয়
মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। তাদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাদের চোখে মনে হয় বিরক্তিকর।

সম্পর্কভীতি কাজ করে
প্রেম করলে কী হবে? যদি বিয়ে না করতে পারি? বাসায় জানলে কী হবে? কীভাবে প্রপোজ করবো... সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনেই। আর এর ফলে তাঁদের প্রেম করাটাই হয়ে ওঠে না।

গায়ে পড়া স্বভাব নেই
ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারেন না। এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মাঝে গুটিয়ে থাকেন। ফলে তাঁদের পরিচিত মানুষের পরিধি হয় অনেক কম। আর মেয়েদের সাথে পরিচয়ও হয় কম।

তারা কৌশল বোঝে না
প্রেম করতে ও কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলকলা জানতেই হয়। বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না। প্রেমের সপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেই থেকে যায়।

মায়ের কথা মেনে চলে
বেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুব শোনে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবো না, কিংবা সব সিধান্তে মাকে শামিল করে তারা। এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না।


ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন
বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার। যখন বুঝতে পারেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।

মিথ্যা বলতে পারে না
প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফোলে মেয়েরাও পটে না সহজে।

শুরুতেই সিরিয়াস হয়ে যায়
কারো সাথে প্রথম প্রথম ডেটিং-এই এই ধরণের ছেলেরা খুব বেশী সিরিয়াস হয়ে যায়। মেয়েটির ওপরে অধিকার ফলাতে থাকে। আর এটাই সম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয়।

প্রচণ্ড আবেগী হয়
বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।

The boy is very bad. Out its abuse liability neighborhood. Full head of long hair, hand FIGS bands, earrings. But all these beautiful girls are crazy for that area. Dont say that is often heard. He regretted that the gentle guys lover Why does my forehead.

Once again you will notice that most of the young boys are not polite. Or lover, but the relationship did not last. Why is that? Answer that question today lekhaya

Good guys are boring
Have an interest in a little bad boys girls forever. Termination of their lover of women is a challenge. The boys like to feel their eyes boring.

Samparkabhiti works
What happens if you love? If you can not get married? What do you have at home? How do prapoja ... etc assorted fear that people thinking about the relationship. As a result, they became the love itself.

Not to read on the disposition of
Guys like girls, that's why you can not talk with anyone on the left. Even in the midst of his talk, but many are closed. As a result, the scope is much less known. Less than girls met.

They do not understand the strategy
When a woman to love and to love a little strategy, a little chalakala is essential. Needless to say these guys are like that, and they're far from the hundred hands is not bojhenao. Love Seven chalakala remained outside their field.

Adhere to the mother
Very much like to hear most of the boy's mother. Mom will not marry without love, and they joined the sidhante mother. Most girls do not like this thing.

More aware of the carrier
Most of the good boys are too busy with their studies and career. I love to get lost in the midst of all this, and the other thing. When realized, already late.

Can not tell a lie
Love easing innocent lie FIG. Exaggeration little bit about yourself, to present himself as a hero of occurrence across not just good guys. Women canvas swell easily.

Sirius is the beginning
Some of these guys with the first dating becomes too serious. The girl on the right is produce. This relationship is bound to go.

Is fierce rhetoric

Most of the good guys are very emotional and sensitive. They are very touchy sbabhaberao. So trivial, so their relationship is not broken, and new relationships.

Friday, December 12, 2014

মাত্র ১ মিনিটেই মন ভালো করে ফেলার ৫ টি টিপস !

মাত্র ১ মিনিটেই মন ভালো করে ফেলার ৫ টি টিপস !

লাইফ স্টাইল ডেস্ক :মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন মন খুব বেশি খারাপ থাকে। কিন্তু মন খারাপ করে রাখতে তো কেউই চায় না। সবাই চায় মনটাকে ফুরফুরে রাখতে। মন খারাপ হলে মন ভালো করার আছে বেশ কিছু সহজ উপায়। তাও আবার মাত্র ১ মিনিটেই ভালো করে ফেলতে পারবেন আপনার মন। অবাক হচ্ছেন? আসুন জেনে নেয়া যাক মাত্র ১ মিনিটেই মন ভালো করে ফেলার ৫ টি উপায়।

রঙিন পোশাক পরুন
অনেক সময় আমাদের মন এতো খারাপ থাকে যে আশেপাশের সব কিছুই বিরক্ত লাগে। খুব বেশি বিষন্ন হয়ে গেলে মন ভালোও হয় না সহজে। এক্ষেত্রে একটি কার্যকরী পদ্ধতি হলো রঙিন পোশাক পরা। আপনার পরনের পোশাকটি বদলে পছন্দের একটি রং চঙে পোশাক পরে নিন। আর এই কাজটি করতে ১ মিনিটের বেশি সময় লাগবে না। কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যাবে আপনার।
হাসুন
আপনার মন এতো খারাপ যে আপনার কাঁদতে ইচ্ছে করছে। কোনো ভাবেই ভালো করা যাচ্ছে না মনটা। এমন পরিস্থিতিতে হাসুন। ভাবছেন মন খারাপ থাকলে হাসবেন কিভাবে তাই না? মন খারাপ থাকলেও জোর করে হাসুন। আয়নার সামনে দাঁড়িয়ে একা একা হাসুন আর নিজের হাসি দেখুন। মাত্র ১ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে হাসলেই মনটা ভালো হয়ে যাবে অনেকটাই।সুন্দর সুবাস নিন
মন খুব খারাপ থাকলে পছন্দের কোনো সুবাস নিন। সেটা হতে পারে আপনার প্রিয় পারফিউম অথবা প্রিয় কোনো ফুল। চা পাতার ঘ্রাণ নিলেও মন ভালো হয়ে যায় অনেকটাই। তাই মন খারাপ থাকলেই ১ মিনিট সুন্দর সুবাস নিন।

Sunday, November 9, 2014

ত্বকের যত্নে টুথপেস্ট!

আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করি দাঁতের যত্ন নেওয়ার জন্য৷ কিন্তু আপনার ওই টুথপেস্ট যে আপনার ত্বকেরও খেয়াল রাখতে পারে সেটা কি জানেন আপনি?
ত্বকের যত্নে টুথপেস্ট দিতে পারে এমন কিছু চমকদার উপোকারিতা যা আপনার নামী দামী প্রসাধনীও দিতে পারে না। বাজারে তো নানা ধরণের রং, স্বাদ ও গন্ধের টুথপেস্ট পাওয়া যায়।
তবে রূপচর্চায় সাধারণ ফ্লুরাইড টুথপেস্টই বেশি কাজে দেয়। জেনে নিন ত্বকের যত্নে টুথপেস্টের কিছু কার্যকরি ব্যবহার।

হোয়াইট হেডস
ধুলোময়লা, দূষণ, অতিরিক্ত মেকআপ ইত্যাদির কারণে আপনার ত্বকের ভীষণ ক্ষতি করে। ফলে দেখা দেয় ব্ল্যাক হেডস। ব্ল্যাক হেডসের পূর্ববর্তী অবস্থা হলো হোয়াইট হেডস যাতে আপনার ত্বকের লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে যায়।
যেসব জায়গায় এই হোয়াইট হেডস রয়েছে যেমন, নাক, কপাল, চিবুক সেসব জায়গায় পুরু করে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে রাখুন।
শুকিয়ে গেলে হাল্কা করে খুঁটে খুঁটে তুলে ফেলুন, প্রথমেই জল লাগাবেন না। টুথপেস্ট উঠে গেলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। কিছুদিন পর ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন।

ব্রণ
ব্রণ থেকে মুক্তি পেতে টুথপেস্ট খুব ভালো কাজ দেয়। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণতে। রাতে ঘুমানোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ফোলা একদম কমে গেছে, আর ব্যথাও অনেকটা কম।

অনুজ্জ্বল ত্বক
চটজলদি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টুথপেস্টের জুড়ি মেলা ভার! বাইরে যাবার আগে যদি ত্বকের যত্ন নেবার জন্য সময় না থাকে তাহলে ব্যবহার করুন আপনার টুথপেস্ট। সাধারণ ফেসওয়াসের মতো ব্যবহার করুন তারপর মুখ ধুয়ে ফেলুন।
ক্লান্তির ছাপ দূর করতে
অতিরিক্ত মেকআপ, দূষণ ও দৌড়াদৌড়ির ফলে শরীরের মতোই ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। আর তার ছাপ পড়ে আপনার চেহারায়। দুই চা চামচ চায়ের লিকার নিয়ে তাতে সামান্য পরিমানে টুথপেস্ট ভালো করে মেশান।
মিশ্রণটি পুরো মুখে লাগান ভাল করে। দশ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ক্লান্তি নিমেষেই দূর করতে এই পদ্ধতিটি বেশ কার্যকরি।

Friday, October 17, 2014

ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি

ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি 
স্মার্টফোন ও নানা কম্পিউটার ডিভাইসের কল্যাণে আমাদের দৈনন্দিন কার্যক্রম এখন আগের তুলনায় অনেকটাই পাল্টে গেছে। একে অনেকে ইতিবাচকভাবে দেখলেও বাস্তবে এর প্রচুর অপকারিতা রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে মানুষের নানা সমস্যা হচ্ছে আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। এ ধরনের সাতটি ক্ষতি তুলে ধরা হয়েছে এ লেখায়।
১. ঘুমের ব্যাঘাত
স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মতো গ্যাজেটের স্ক্রিন থেকে নির্গত নীল আলো শরীরের মেলাটোনিন নির্গমন থামিয়ে দিতে পারে। মেলাটোনিন শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নিয়ন্ত্রণের জন্য অন্যতম প্রধান হরমোন হিসেবে কাজ করে। এটি আপনার শরীরকে জানিয়ে দেয়, কখন ঘুমানো উচিত আর কখন প্রয়োজন ঘুম থেকে ওঠার। কিন্তু নীল আলোর প্রভাবে এ কাজে ব্যাঘাত সৃষ্টি হয় এবং সঠিক সময়ে ঘুম ও ঘুম থেকে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
ঠিকভাবে ঘুম না হলে মস্তিষ্কের নানা ধরনের ক্ষতি হয়। প্রতি রাতে সাত ঘণ্টা বা তার বেশি ঘুম না হলে মানুষের মুড খারাপ হওয়া, কাজে মনোযোগ দিতে ব্যর্থ হওয়া ও স্মৃতিশক্তিজনিত সমস্যা হতে পারে। এ ছাড়া মস্তিষ্কে নতুন কোষ তৈরির হারও কমে যায় এতে।
ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি


২. মনোযোগ বিক্ষিপ্ত করে দেওয়া
বিজ্ঞানের নানা অগ্রগতির এটি একটি অন্যতম অপকারিতা। নানা প্রযুক্তিপণ্য মানুষের মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে দেয়। অনেকেরই গুরুত্বপূর্ণ কাজের সময় মোবাইল ফোন আসে কিংবা মিটিংয়ের সময় পাওয়া মেসেজের কারণে মনোযোগ ভিন্ন দিকে চলে যায়। এ ছাড়া কোনো একটি ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে অন্য বহু ওয়েবসাইট মনোযোগের অধিকাংশই কেড়ে নেয়, যা ব্যবহারকারীর মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে। মনোযোগ বিক্ষিপ্ত করে দেওয়ার এ সমস্যায় তরুণরা বেশি ভোগে।
৩. স্মৃতিশক্তি কমে যাওয়া
প্রযুক্তির কারণে মানুষের নতুন বিষয় মনে রাখার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। আর এতে কমে যেতে পারে স্মৃতি ধারণ করার ক্ষমতাও। মানুষের মূলত দুই ধরনের স্মৃতিশক্তি থাকে- স্বল্পস্থায়ী কাজের স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি। স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে কিছু তথ্য নিয়মিত চলে যায়। এ প্রক্রিয়ায় কোনো বাধা এলে স্বভাবতই স্মৃতিশক্তিতে সমস্যা তৈরি হয়। আর এ বাধার অন্যতম প্রধান কারণ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার। যেমন, একটি নিবন্ধ পড়ার মাঝে আপনি মোবাইল ফোনের একটি বার্তা পড়া শুরু করলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আপডেট চেক করলেন। এতে আপনার সেই নিবন্ধটির পড়া অংশ মস্তিষ্কের দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। আর স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে যাওয়ার আগেই হারিয়ে যায় নানা তথ্য।
আরেকটি বিষয় হলো, মানুষের মস্তিষ্কের তথ্য গ্রহণের একটি মাত্রা আছে। অনলাইনে বিচরণের সময় সেখানে পাওয়া অতিরিক্ত তথ্য গ্রহণের চেষ্টা করতে থাকলে এর কিছুই মস্তিষ্কে প্রবেশ করে না।
ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি

৪. ইন্টারনেট নির্ভরতা
ইন্টারনেটের কল্যাণে যেকোনো সময়েই মানুষ প্রয়োজনীয় নানা তথ্য পেতে পারে। মুহূর্তেই এ তথ্যগুলো পাওয়ার ফলে কোনো কিছু মনে রাখার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। আপনি যখন জানেন যে গুগলে সার্চ করলেই এ তথ্য পাবেন তখন এটি জানার বা স্মৃতিতে ধারণ করার প্রয়োজনীয়তা কম মনে হবে আপনার। আর প্রয়োজনীয়তা কমে গেলে স্বভাবতই কমে যাবে মস্তিষ্কের ধারণক্ষমতা।
৫. ভুলে যাওয়া
সম্প্রতি মানুষের ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপেও বিষয়টি প্রমাণিত হয়েছে। প্রযুক্তির নানা পণ্য ব্যবহার করার ফলেই এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রযুক্তিপণ্য ব্যবহারের ফলে নানা শারীরিক প্রতিক্রিয়াতেই সামগ্রিকভাবে এমনটা হচ্ছে।


ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের সাত মারাত্মক ক্ষতি


৬. বই পড়তে সমস্যা
প্রযুক্তির নানা পণ্য ব্যবহারের ফলে মানুষের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়ে। আর এর ফলে বই পড়তে অনেকেরই সমস্যা হয়। বিশেষ করে বই পড়লেও তা থেকে তথ্য মস্তিষ্কে প্রবেশ করে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইন থেকে নানা তথ্য গ্রহণ করার অভ্যাস গড়ে উঠলে পরে এমনটা হয়।
৭. নেশার মতোই কাজ
অনলাইনে রয়েছে নানা গেমস। এসব গেমস তরুণদের খুবই প্রিয়। অনেকেই নাওয়া-খাওয়া বাদ দিয়ে এসব নিয়ে পড়ে থাকে, যা অনেকটা নেশার মতোই কাজ করে মস্তিষ্কে। ২০১২ সালের এক গবেষণায় অনুরূপ প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, ইন্টারনেটে অতিরিক্ত সময় ব্যয় করা একটি নেশার মতোই। আর এ প্রবণতা মাদক ও অ্যালকোহলের নেশার মতোই কাজ করে।
ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন যেসব ব্যক্তি খাবার, পড়াশোনা ও ঘুম বাদ দেন তাঁদের মস্তিষ্কের সাদা ও ধূসর অংশে অসামঞ্জস্যতা দেখা যায়। এতে তাঁদের আবেগ, নিয়ন্ত্রণকারী সতর্কতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত হয়।

Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 
Our daily activities for the welfare of the smartphone and the computer device has changed to a great extent now than ever before. There's plenty of reality apakarita greeted positively by many. In particular, the problem of the private life of a human being due to the additional use of modern technology. The Huffington Post has a report. This article has highlighted the loss of the seven. 
1. Sleep disturbances 
Smartphones, tablets and gadgets like laptops blue light emitted from the screen to stop the body melatonina emissions. As one of the main hormones that control the body's internal clock melatonina works. It communicates with your body, when you should sleep and waking up when needed. But the effects of blue light in the sleep and wake up at the right time disruptors and becomes almost impossible to rise. 
If you do not sleep well in a different kind of brain damage. If you do not sleep more than seven hours per night or bad moods of people, the trip fails to pay attention to the problem might be and smrtisaktijanita. To the creation of new cells in the brain reduces the. 
Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 


II. Attention given scattering 
The progress of science apakarita it. Unlike many innovations to the attention of the people away. When it comes to mobile phones or to an important meeting at work in different directions due attention to the message goes. To find important information from a website without any attention to most of the other large website takes the user to lose the ability to concentrate. To divert young people suffering the problems. 
3. Memory loss 
Technology is reducing the need for people to think of new things. Can no longer be reduced to the ability to store memories. Basically two types of short-term memory, working memory and long-term memories lie. Short-term and long-term memory is the memory data on a regular basis, some leave. Naturally, when an obstacle is in the process smrtisaktite problem. The major constraints to the use of different technologies. For example, in reading the article and began to read a message on the mobile phone or social media did an update check. This article is part of your brain that is caused by disturbances in the process of being converted into a lasting memory. And short-term memory to long-term memory in the data before it is lost. 
Another thing, the human brain has a dimension of data. Additional information is available online to do when roaming if there's nothing to do in the brain. 
Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 

4. Internet dependency 
Thanks to the Internet at any time, people can get information on the various. At the moment the information is reduced as a result of the need to think of something. Just know that when you search Google to find information, then it would seem to make sense, or less memory to store all your requirements. Requirements can be reduced by decreasing the inherent capacity of the brain. 
5. Forgotten 
Recently, people tend to forget is increasing. A recent poll has been proved. Use of the product due to technology, scientists are saying is that. Overall this is a result of the use of various physical pratikriyatei Tech. 


Internet, computers and smartphones, such as the use of technology and the additional loss of the seven deadly 


6. Unable to read the book 
The product resulting from the use of technology to people's attention was distracted. As a result, many problems in the book is read. If you read the book, it does not enter the brain from the data. Online via digital devices to receive data from the various habits is that after peaking. 
7. Works like addiction 
There are various games online. These young people are very favorite games. Many of these were eliminated in Nawa-eating, which acts like a drug in the brain. Similar evidence is found in 01 of the study. It can be seen, the extra time spent on the Internet is like an addiction. Drug and alcohol addiction and a tendency to act like. 

Persons covered by the roaring of the Internet food, study and sleep their brain white and gray parts excluded in incompatibilities. To their emotions, regulatory alerts and decision-making ability is affected.

Saturday, October 11, 2014

কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার

কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার
আচ্ছা একটা ব্যাপার চিন্তা করুন তো, আপনার মাউথওয়াশ তরলটির গন্ধ তো অনেক সুন্দর, এর মাঝে যদি কেউ চিনি মিশিয়ে দিয়ে আপনাকে বলে “এটা অনেক সুস্বাদু!” তাহলে আপনি কি সেটা পান করবেন? অবশ্যই না, কারণ সেটা তো কেমিক্যাল! তাহলে আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন? সেটাও তো কেমিক্যাল!
কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার
যারা জানেন যে কোকা-কোলা শরীরের জন্য ক্ষতিকর এবং এর থেকে দূরে থাকছেন, তারা আরও নতুন কিছু জেনে নিতে পারেন এই পানীয়টি সম্পর্কে। আর যারা একে মজা করে খেয়ে চলেছেন প্রতিনিয়ত, তাদের জন্য তো এসব জেনে রাখা খুবই জরুরী। বিশ্বখ্যাত এই পানীয়টি মানব দেহের জন্য মারাত্মক। এর অ্যাসিডিটির পরিমাণ মোটামুটি গাড়ির ব্যাটারির কাছাকাছি। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, শরীরের হাড় নরম করে ফেলে, পাকস্থলীর টিস্যু হজম করে ফেলে আর সেই সাথে রয়েছে ক্যান্সারের সম্ভাবনা। আর একে ব্যবহার করে করা যায় এমন অদ্ভুত সব কাজ, যা জানতে পারলে সারা জীবনে যত কোকা-কোলা খেয়েছেন সব উগড়ে দিতে ইচ্ছে হবে আপনার! কী সেই কাজ, যাতে ব্যবহার করা যেতে পারে কোকা-কোলা?
১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে
২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয়
৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে
৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে
৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী
৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে
৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে
৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে
৯. গাড়ির এঞ্জিন পরিষ্কার করে
১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে
১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা উঠিয়ে ফেলে
১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে পারে!
১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে পারে
১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ তুলে ফেলতে পারে
১৫. ময়লা সুইমিং পুলের পানিতে কয়েক লিটার কোকা-কোলা ঢেলে দিলে পানিতে পরে থাকা লালচে স্তর দূর হয়ে যাবে
১৬. ডায়েট কোলা ব্যবহার করে চুলের ডাই তুলে ফেলা যায় অথবা হালকা করে ফেলা যায়
১৭. কার্পেটের থেকে মার্কারের দাগ উঠিয়ে ফেলতে পারে।
১৮. টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হতে পারে!
১৯. কোক আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে ক্রোমিয়ামের জিনিসপত্র অনেক উজ্জ্বল করে ফেলা যায়
২০. ধাতব আসবাবপত্র থেকে রঙ উঠিয়ে ফেলতে পারে
চিন্তা করুন, কোকা-কোলা ব্যবহার করা যেতে পারে কাপড় পরিষ্কার করার ডিটারজেন্টের মতো, মরচে তোলার তার্পিনের মতো, ডিশওয়াশিং লিকুইডের মতো এমনকি বাথরুম পরিষ্কারের হারপিকের মতো! তো এসব রাসায়নিকের সাথে তুলনা করা যায় যে পানীয়কে, তা খাওয়া কি আসলে শরীরের জন্য ভালো? ভালোর কথা বাদ দিন, এটা শরীরের জন্য কতো খারাপ ভাবুন তো! ের পরেও কি আপনি কোকা-কোলা খেতেই থাকবেন?

Exceptional use of Coca-Cola 0
Well I think one thing, it's pretty much your mauthaoyasa taralatira flavor, mix the sugar with the times someone tells you "it's tasty!" If you do not get it? Of course not, because it's the chemicals! Why are you eating Coca-Cola? Printing a fan!
Exceptional use of Coca-Cola 0
Coca-Cola knows that it is harmful for the body and stay away from, they can take without knowing anything more about this drink. And it's fun for those who are about to eat constantly, but for them it is very important to know. Famous for this fatal drink human body. Aggregate amount of the vehicle near the battery ayasiditira. Increases the risk of heart attack and stroke, the body has a softer bone, stomach tissue, making digestion and contains the possibility of cancer. Strange that it works and can be used, which is to know the life of the world as Coca-Cola will have a desire to give all ugare! What is the work that can be used in Coca-Cola?
1. Putting out oil stains from clothes
II. To remove rust, rust-bolt Loosen the nuts remain tight seal
3. Blood stains out of clothes may be
4. Remove oil stains from the floor may be
5. Acids have also been dealt with in the garden of molluscan kill
6. From burnt pots may be burned out spots
7. Can remove old stains from tea kettle
8. The battery terminals may be dirty cars are tough to read
9. Vehicle engine clean
10. Old coins brilliant cast
11. Putting out the dirt between the tiles to fall
1. Human teeth may be melting!
13. Cuim can remove gum from hair
14. Cinamatira can remove stains from utensils
15. Dirty swimming pool water is poured into the water after a few liters of Coca-Cola will be gone reddish layer
16. Diet Cola, hair dye can be removed by using the light can be removed or
17. Marker stains from carpet can be lifted.
18. Can be used to clean the toilet!
19. Coke and aluminum foil can be removed by using a bright chromium fittings
0. Metallic furniture may be the color out
Think Coca-Cola can be used as detergent to clean clothes, like Rust tarpinera withdrawals, even in the bathroom cleaning liquid disaoyasim like Harpic! That these chemicals can be compared with the drinks, it's actually good for the body, what to eat? Leave the good, bad, imagine how it is for the body! What you will be permitted after the Coca-Cola?

Thursday, October 9, 2014

আসলে আপনার সপ্ন কি? জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে

আসলে আপনার সপ্ন কি? 
জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে   

আপনি কি অন্যের কথা মত চলতে চলতে, ভুলে গেছেন আপনি কি চান। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে, ভুলতে বসেছেন নিজের স্বপ্ন কি ছিল। আপনি যে কাজ করেন সেই কাজে যদি আপনার মন না থাকে, তাহলে সফলতা আসবে কি করে। মন থেকে করা কাজ সব সময়ই সফল হয়। আর ওই কাজ করেই যদি জীবিকা নির্বাহ করা যায়, তবে তো কথাই নেই। নিজের পছন্দের কাজ করতে সকলেই খুশি হয়। কিন্তু ওই পছন্দটা সনাক্ত করা কঠিন। ৪ টা পদক্ষেপের সাহায্যে আপনি ওই প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারেন।

১। নিত্য দিনের ঝুঁট ঝামেলা নিয়ে মাথা ঘামাবেন না। ছোট ছোট ওই ভাবনা গুলোই হয়তো আপনার সত্যিকারের মেধাটাকে দমিয়ে রেখেছে। আপনি আপনার মনের কথা শুনুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান জীবনে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে কি কি করা লাগবে সেই ভাবনা স্থির করুন। আর সেই লক্ষ্যেই কাজ করুন।

2. নির্দিষ্ট পছন্দ খুজে বের করুন। যেমন ধরুন আপনি সমাজকর্ম করতে ভালবাসেন, আপনি কিন্তু কখনো কর্পোরেট চাকুরীতে খুশি থাকতে পারবেন না। আবার যারা সৃজনশীল কাজে আগ্রহী তাদের কাছে ব্যাংকের চাকুরী, জেলখানা ছাড়া আর কিছুই না। তাই আপনি আসলেই কোন কাজ করতে আগ্রহী এটা আগে খুঁজে বের করুন।

3. আপনি কোন কাজ করতে পছন্দ করেন না এটাও খুঁজে বের করুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। আপনার মন সায় দেয়না এমন কাজ করবেন না। যে কাজ আপনার পছন্দ নয় সেই কাজ এড়িয়ে যান। নিজস্ব একটি ব্যক্তিত্ব গরে তোলার চেষ্টা করুন। এতে আপনার সফলতা নিশ্চিত।

4. আপনার লক্ষ্য সব সময় স্থির রাখুন। কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। অনেকেই আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। অনেকে আপনাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে। তবুও হার মানবেন না। শুরুতে হয়তো অনেক হোঁচট খাবেন তবুও উঠে দাড়িয়ে আবারো চলতে শুরু করবেন। সব সময় নিজের শুনুন। আপনার মন কি বলে সেটাই আসল। লোকে কি বলল তার কোন গুরুত্ব নেই। আপনি যদি আপনার স্বপ্নের প্রতি সত্য থাকেন তবে কেউ আপনাকে হার মানাতে পারবে না।

In fact, what is your dream? Find out 4 ways 

Do you like talking to people on the go, you forgot what you want. To fulfill other people's dreams, his dreams had begun to forget. If you do not mind if you do the work, then that is what will come to fruition. The work of the mind is always successful. If you can live without having to work longer, but I wonder. Not everyone is happy with his choice to work. But it is difficult to identify the pachandata. 4 pm steps can help you make the process easier. 

1. Do not go to the trouble ghamabena jungle ever day. The idea of small tags may have suppressed your true medhatake. Listen to your mind. Ask yourself what you want in life. To reach the goals that I need to do to fix ideas. The aim of the work. 

2 To find a particular choice. For example, you love to do social work, but sometimes you can not be happy with the corporate employer. To those who are interested in the creative process of the bank job, nothing more than prisons. So you are really interested to work to find it before. 

3 If you do not like any of it to find out. Be honest with yourself manually. Yes, that does not work in your mind. Those that do not like you go to work. Try taking a personality of its own claimed. To ensure your success. 

4 Keep your goals to decide all the time. Not be allowed to impact on someone. Many of you will attempt to influence. Many people will try to laksyacyuta you. Yet rates do not obey. Go back to the beginning and start standing up, but many do stumble. Listen to yourself all the time. That's the real key to your mind. There is no importance to what they said. If you are true to your dream, but you can not convince anyone of you.