এই গরমে ঘরকে ঠান্ডা রাখার ৭টি উপায়
গরমে সবারই জীবন অতিষ্ট। যাদের সামর্থ্য আছে তাঁরা তো এসি কিনে ফেলেছেন ঘরের জন্য। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তাদের সারা দিনই বেশ খারাপ কাটছে গরমের যন্ত্রণায়। তাই তাঁরা খুঁজছেন প্রাকৃতিক ভাবেই ঘরকে কিছুটা হলেও ঠান্ডা রাখার উপায়। কিছু বিশেষ উপায় অনুসরণ করলে ঘরকে কিছুটা হলেও ঠান্ডা রাখা যায়। আসুন জেনে নেয়া যাক ঘরকে ঠান্ডা রাখার ৭টি উপায়
ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিবেন না
ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিবেন না
গরমের সময় সকালের কিংবা দুপুরের কড়া রোদ কিছুতেই ঘরে প্রবেশ করতে দেবেন না। ভারী পর্দা দিয়ে জানালা ডেকে রাখুন যেন রোদ প্রবেশ করতে না পারে। ঘরে সূর্যের আলো প্রবেশ করলে ঘর গরম হয়ে যায় এবং সারাদিন সেই তাপ ঘরের ভেতরে থাকে। ফলে গরমে অতিষ্ট হয়ে যায় জীবন।
সন্ধার পর জানালা খুলে পর্দা সরিয়ে দিন
সন্ধার পর জানালা খুলে পর্দা সরিয়ে দিন
সকাল বেলা ভারী পর্দা দিয়ে জানালা ঢেকে রাখলেও বিকেলের পরে পর্যা সরিয়ে দিন। এতে ঘরের ভেতরে বাতাস চলাচল করতে পারবে এবং ঘরের ভেতর আটকে থাকা তাপ কমে যাবে। ফলে ঘর ঠান্ডা হয়ে যাবে।
ঘরের ভেতরে গাছ রাখুন
ঘরের ভেতরে গাছ রাখুন
ঘর ঠান্ডা রাখতে চাইলে ঘরের ভেতরে প্রচুর গাছ লাগিয়ে রাখুন। সবচাইতে ভালো হয় যদি জলজ উদ্ভিদ লাগিয়ে দিতে পারেন। শাপলা, পদ্ম, টোপা পানা জাতীয় জলজ উদ্ভিদ গুলো ঘরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।
কম বাতি জ্বালিয়ে রাখুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে ঘরের অপ্রয়োজনীয় বাতি গুলো নিভিয়ে রাখুন। ঘরের অপ্রয়োজনীয় বাতি গুলো জ্বালিয়ে রাখলে ঘর গরম হয়ে থাকে। আর ঘরে যদি ফ্লোরোসেন্ট বাতি থাকে তাহলে সেগুলোকে বদলে এনার্জি সেভিং বাতি লাগিয়ে নিন। তাহলে ঘর অপেক্ষাকৃত কম গরম হবে এবং বিদ্যুৎ শক্তির অপচয় হবে না।
রান্না ঘরের দরজা বন্ধ রাখুন
রান্না ঘরের দরজা বন্ধ রাখুন
রান্না করার সময় রান্নাঘরের জানালা ও রান্নাঘর সংলগ্ন বারান্দা থাকলে সেটার দরজা খুলে দিন। এরপর ঘরের সাথে সংযুক্ত রান্নাঘরের দরজাটা বন্ধ করে রাখুন। এতে রান্নাঘরে উৎপন্ন হওয়া তাপ ঘরের ভেতরে ঢুকবে না এবং ঘর গরম হবে না।
অহেতুক কম্পিউটার বা ল্যাপটপ ছেড়ে রাখবেন না
অহেতুক কম্পিউটার বা ল্যাপটপ ছেড়ে রাখবেন না
কাজ না থাকলে কম্পিউটার ও ল্যাপটপ বন্ধ করে রাখুন। কম্পিউটার ও ল্যাপটপ প্রচুর তাপ উৎপন্ন করে যা ঘরকে গরম করে ফেলে। তাই ঘর ঠান্ডা রাখতে চাইলে অপ্রয়োজনে এসব প্রযুক্তি পন্য চালিয়ে না রাখাই ভালো।
সারাদিনে কমপক্ষে দুইবার ঘর মুছে ফেলুন
সারাদিনে কমপক্ষে দুইবার ঘর মুছে ফেলুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে সারাদিনে কমপক্ষে দুইবার ঘর মুছে ফেলুন। দুপুর বেলা একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ঘরটাকে ঠান্ডা পানি দিয়ে মুছে নিলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যায়।
7 ways to keep cool this summer house
Life vow all summer . For those who can afford the house they have purchased the AC . But those who can not afford to heat their whole day suffering quite bad cuts . So they keep looking for a natural way to cool the house in some way. Following are some specific ways in some of the cells can be kept cold . Let 's get to know 7 ways to cool house
Do not let the sun light to enter the room
Sunny summer morning or afternoon cuff do not let anyone into the house . Keep windows with heavy curtains, so the sun can not enter decks . When sunlight enters the room and the room becomes hot during the day and the heat stays inside the house . Life is so hot vow .
Remove the screen after the windows open evenings
In the morning, in the afternoon , after having covered the windows with heavy curtains, remove parya . The ventilation in the room can and can reduce the heat to be trapped inside . This will cool the house .
Place the tree in the house
If you want to keep the house cool and keep the plants plenty of room inside . The best is if you can sew aquatic plants . Water Lily , Lotus , topa national aquatic moss helps keep the house cool .
Keep the lights burning low
Put off unnecessary lights in the house to cool the room . Burning down the house to heat the house lights are unnecessary . If the fluorescent lamp in the house , and put them to the energy saving lamp . If the house is relatively low heating and electricity will not be a waste of energy .
Keep the room door closed cooking
Corridor adjacent to the kitchen while cooking and the kitchen windows that open . Then the door closed to keep the room connected to the kitchen . The heat generated inside the cell to enter the kitchen and the house will not warm .
Please do not leave unnecessary computer or laptop
If that does not work , turn off the computer and the laptop . Computers and laptops that generate lots of heat into the house to warm up . So if you want to keep the house cool Unnecessary not a good idea to continue these technology products .
At least twice during the day to remove cells
To keep the house cool during the day , at least twice to remove cells . At noon and once before going to sleep at night if gharatake room temperature with cold water to remove much decreased .
No comments:
Post a Comment