Sunday, April 20, 2014

বেশি ঘামে কী করবেন

বেশি ঘামে কী করবেন
অতিরিক্ত ঘামের কারণে কারো কারো শরীর থেকে এক দিনে কয়েক লিটার পানিও বেরিয়ে যেতে পারে। কিভাবে বুঝবেন আপনি অতিরিক্ত ঘামছেন? স্বাভাবিক তাপমাত্রায় যখন অন্যরা ঘামছে না, তখন আপনার ঘাম হলে ধরে নিন আপনার অতিরিক্ত ঘামরোগ আছে। এ রোগটি হাইপ্যারাইড্রসিস নামে পরিচিত। বিস্তারিত জানাচ্ছেন ডাক্তার সানজিদা আজাদ

অতিরিক্ত ঘাম

স্বাভাবিক মাত্রার ঘাম কোনো অসুখ নয়। তবে অতিরিক্ত ঘাম পানিশূন্যতার কারণ। তা ছাড়া স্বাভাবিক জীবনও ব্যাহত হয়। ঘাম হলে শরীরের অভ্যন্তরে জমা হওয়া বাড়তি তাপ ধীরে ধীরে কমে যায়। কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে ঘর্মগ্রন্থি বেশি করে ঘাম উৎপাদন করে। যেমন- ব্যায়াম করলে, নার্ভাস হলে, রোদে গেলে। কখনো কখনো খাবারের কারণেও ঘাম হয়। যেমন- বেশি মসলাযুক্ত খাবার বা ঝাল খেলে, তৈলাক্ত খাবার খেলে।

নিয়ন্ত্রণে রাখার উপায়

* ভিটামিন বি১২-এর অভাবে হাইপ্যারাইড্রসিস রোগ হয়। তাই ভিটামিন বি১২ যেসব খাদ্যে বেশি পরিমাণে পাওয়া যায় সেসব খাদ্য গ্রহণ করুন। ভিটামিন বি পরিবার যেমন- বি-১, বি-২, বি-৩, বি-৫যুক্ত খাদ্য খান।

* আয়োডিনযুক্ত খাবার যেমন- এস্পারাগাস, ব্রকোলি, গরুর গোশত, যকৃৎ, পেঁয়াজ, খাবার লবণ প্রভৃতি অতিরিক্ত খেলে বেশি ঘাম হয়। এগুলো বেশি খাওয়া থেকে বিরত থাকুন।

* বেশি বেশি পানি পান করুন। পানি দিয়ে মুখ, হাত, পা বারবার ধুয়ে ফেলুন।

* শারীরিক দুর্বলতা থেকেও অতিরিক্ত ঘাম হয়। তাই পুষ্টিকর খাবার, শাকসবজি, ফলমূল বেশি পরিমাণে খান।

* চায়ের মধ্যকার টনিক এসিড প্রাকৃতিক ঘামবিরোধী ওষুধ হিসেবে কাজ করে। তাই দেড় লিটার পানির মধ্যে পাঁচটি চায়ের ব্যাগ মিশিয়ে তার মধ্যে ১০-১৫ মিনিট হাত-পা ভিজিয়ে রাখুন। তা ছাড়া সবুজ চা পান করুন। এতেও উপকার পাবেন।

* হাত-পায়ে পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এটি ঘাম দূর করার পরিবর্তে আরো বাড়িয়ে দেয়। অতিরিক্ত ধূমপানও অতিরিক্ত ঘাম উৎপন্ন করে।

খেয়ে ঘাম কমান

বেশি ঘাম হলে অনেকেই বেশি করে পানি পান করেন; কিন্তু শুধু পানি নয়, লবণ, চিনি ও পাতিলেবু মিশিয়ে শরবত করে খেলে ভালো হয়। কেননা ঘামের সঙ্গে কিছু দূষিত পদার্থ ও তার সঙ্গে যথেষ্ট পরিমাণে সোডিয়াম ও যৎসামান্য পটাশিয়াম ও বাইকার্বোনেট শরীর থেকে বেরিয়ে যায়। সোডিয়াম বাইকার্বোনেটের তারতম্যের জন্য শরীর অত্যন্ত দুর্বল ও অস্থির লাগে। এসব প্রতিরোধ করতে যথাযথ ডায়েট গুরুত্বপূর্ণ ।

* গরমে দইয়ের ঘোল ও ডাব খেতে পারেন। দইয়ে থাকা ল্যাকটোজ খাবার হজম করতে সাহায্য করে আর ডাবের পানির পটাশিয়ামও শরীর সতেজ করে।

* কাঁচা আম পোড়ার শরবতও শরীর ঠাণ্ডা রাখে।

* বয়স্ক মানুষদের ঘাম বেশি হলে দ্রুত লবণ-লেবুর শরবত খাওয়ানো দরকার, না হলে হঠাৎ জ্ঞান হারাতে পারেন।

* গরমে ঘাম বেশি হয় বলে এ সময়ে সাড়ে তিন থেকে চার লিটার পানি, শরবত ও পাতলা চা খেলে ভালো হয়।

* পানিওয়ালা ঠাণ্ডা ভাত (পান্তা ভাত) খেলে শরীর ঠাণ্ডা থাকে, ঘুমও ভালো হয়।

* গরমে ফল বেশি করে খেলে পানির তেষ্টা অনেকটাই কমে। তার সঙ্গে ফলে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীর তরতাজা রাখতে সাহায্য করে। জামরুল, তরমুজ, লিচু, শশা, পাকা পেঁপে, পাকা আম যথেষ্ট পরিমাণে ভিটামিন এ আছে। পাকা আমের ভিটামিন 'এ' শরীরে এনার্জি ধরে রাখে।

* কোল্ড ড্রিংসের বদলে টেট্রা প্যাকের জুস ভালো, তবে সবচেয়ে ভালো বাড়িতে তৈরি ফ্রেশ ফ্রুট জুস ও টাটকা ফল।

* এ সময় বেশি তেল-মসলা দেওয়া মাটন, চিকেন, মাছ না খেয়ে মুরগির স্টু, মাছের পাতলা ঝোল- এই ধরনের খাবার খেলে ভালো হয়।
What more do Perspiration
Excess sweating from the body due to some few liters of water a day can go out . How do you get the extra sweating? Normal temperature, sweating while others do not , get over it if you sweat in your spare ghamaroga . This disease is known haipyaraidrasisa . Detailed reports doctors sanajida Azad

Excessive Sweating

Normal levels of sweating is a disease . However, because of excessive sweating Panisunyata . Than it is to disrupt normal life . Sweating is the body storing excess heat gradually decreases . When the body temperature rises to no more than the sweat gland to produce sweat . - Such as exercise , when nervous , when sunlight . Food is sometimes due to sweating . Example - playing more spicy food or sour , oily foods .

To control the way

* Vitamin B-1 - haipyaraidrasisa the absence of disease . So that dietary vitamin B-1, which is found in higher amounts in the diet . Vitamin B family , such as - B-1 , B - A, B -3, B- associated food Eat -5 .

* Iodised food - esparagasa , Broccoli , beef meat , liver , onion , salt etc. Food is sweating more than playing . They refrain from eating more .

* Drink more water . With water, face, hands , feet, and wash again .

* Additional sweat from physical weakness . So nutritious foods , vegetables , fruits, eat more .

* Between the tonic acid extracts act as natural ghamabirodhi drugs . So half a liter of water for 10-15 minutes in the five tea bags in her hand mixed - Soak feet . Without it , drink green tea . Will benefit , too .

* Hand - refrain from using foot powder . To avoid sweating more than it raises . Additional smoke generated by excessive sweating .

Minimize sweat taste

If you drink too much more sweat ; But it is not just water , salt , sugar and lemons mixed drink is like playing . Some of the contaminated material with sweat and his sufficient quantities of sodium and potassium and baikarboneta minimal body goes out . Of sodium in the body is very weak and unstable baikarbonetera takes can vary . Proper diet is important to prevent these .

* Heat thoroughly churning and dubbed can eat . Helps to digest lactose have daiye food and fresh coconut water into the body of potassium .

* Burns raw mango juice keeps the body cool .

* If older people sweat more quickly in salt - lemon juice needs to be fed , unless you can suddenly lose knowledge .

* At the summer sweating more than three to four liters of water, juice and tea are good plays .

* Panioyala cold rice ( Punta rice ), the body is cold , it is better to sleep .

* Plays the hot water over the fruit become less thirst . As a result of his stay with the vitamins , minerals and anti - oxidant that helps to keep the body fresh . Water apple , melon , lychee , cucumber , ripe papaya , ripe mango have sufficient amounts of vitamins . Ripe mango vitamin A in the body for energy .

* Cold drinsera better than juice tetra pack , the best home-made fresh fruit juice and fresh fruit .

* At the time of the oil - that spicy mutton , chicken , fish taste stewed chicken , fish bouillon - playing this kind of food is good .



No comments:

Post a Comment