এমন ১৩ কারণে প্রেম আসতে পারে, যা আপনি ভাবতেও পারবেন না
প্রেমে পড়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। অনেক সময় এমন পরিস্থিতিতে আপনার প্রেম হতে পারে, যা আপনি ভাবতেও পারবেন না। এ ধরনের ১৩টি কারণ নিয়েই এ লেখা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. একসঙ্গে রোমাঞ্চকর কিছু করলে
আপনি যদি কারো সঙ্গে একত্রে রোমাঞ্চকর কোনো কাজ করেন তাহলে তা আপনাদের মাঝে হৃদয়ঘটিত সম্পর্ক তৈরি করতে পারে। ১৯৭৪ সালের এক গবেষণাতেই বিষয়টি প্রমাণিত হয়। দেখা গেছে, একসঙ্গে কোনো ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর কাজ করলে পরস্পরের প্রেমে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
২. তাকে প্রাধান্য দিলে
কোনো ক্ষেত্রে কাউকে প্রাধান্য দিলে তা স্মৃতিশক্তিতে প্রভাব ফেলে। যদি বিপরীত লিঙ্গের কাউকে আপনি প্রাধান্য দেন তাহলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে।
এমন ১৩ কারণে প্রেম আসতে পারে, যা আপনি ভাবতেও পারবেন না
৩. কাছাকাছি বসবাস
আপনার আশপাশে যদি মনের মানুষ হওয়ার উপযোগী কেউ বাস করে তাহলে তার সঙ্গে প্রেম হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমআইটির এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, শিক্ষার্থীদের মধ্যে কাছাকাছি বাস করাদের মাঝে পরস্পরের ঘনিষ্ঠতার একটি অনুভূতি তৈরি হয়। কারণ এতে উভয়ের মাঝে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ সৃষ্টি হয়, যা তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যেতে উৎসাহিত করে।
৪. সুন্দর বাড়িতে বসবাস
পুরুষের সুন্দর গাড়ির প্রতি নারীর আকর্ষণের কথা অনেকেই জানেন। কিন্তু শুধু গাড়ি নয়, বাড়িও বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনি যদি সুন্দর কোনো বাড়িতে বসবাস করেন তাহলে তা মনের মানুষকে আকর্ষণ করার জন্য খুবই কার্যকর হবে। এ বিষয়টি প্রমাণিত হয়েছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক গবেষণায়।
৫. আপনার যদি পোষা প্রাণী থাকে
পোষা প্রাণী আছে, এমন পুরুষদের নারীরা পছন্দ করে। বিশেষ করে আপনার যদি একটা পোষা কুকুর থাকে তাহলে তা অনেককেই আকর্ষণ করতে পারে।
৬. প্রথমবার পছন্দ না করলে
আপনার সঙ্গে কারো দেখা হওয়ার পর প্রথমেই যদি তাকে আকর্ষণীয় বলে মনে না হয়, তাহলেও হতাশ হবেন না। কারণ গবেষণায় দেখা গেছে, প্রথমবার দেখার পর অনেককেই ভালো লাগে না। কিন্তু ক্রমে তার প্রতি দুর্বলতা ও প্রেম তৈরি হয়। ১৯৭২ সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়।
৭. আপনার সঙ্গে কারো হাঁটার গতি যদি মিলে যায়
কারো সঙ্গে আপনার হাঁটার গতি যদি মিলে যায় তাহলে বিষয়টিকে কাকতালীয় ভাববেন না। কারণ হাঁটার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, পছন্দের নারীর সঙ্গে তাল মেলাতে পুরুষ তাদের হাঁটার গতি কমিয়ে দেয়। আর যারা একে অন্যের প্রতি আকর্ষণবোধ করে না, তারা হাঁটার গতিও মেলায় না।
৮. একধরনের চেহারা
কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রেম করার সম্ভাবনা বাড়বে যদি তিনি আপনার মতোই চেহারার অধিকারী হন। অর্থাৎ তিনি কোনো দুজন ব্যক্তি যদি অন্যদের তুলনায় সুন্দর হন তাহলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরির সম্ভাবনা থাকে। একইভাবে দুজনেরই যদি চেহারা অন্যদের তুলনায় খারাপ হয় তাহলে তাদের প্রেমের সম্ভাবনা বাড়ে।
৯. কসমেটিক্স সার্জারি করলে
যারা মুখে কসমেটিক্স সার্জারি করেন তারা অন্যদের তুলনায় বিপরীত লিঙ্গকে বেশি আকর্ষণ করেন। বিশেষ করে বয়স কম দেখানোর জন্য বটক্স নামে একটি পদ্ধতিতে ত্বকের নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। এটি করা হলে সমবয়সীদের তুলনায় কম বয়স দেখা যায়। ফলে বিপরীত লিঙ্গ এতে আকর্ষণবোধ করে।
১০. আপনি যদি হাসিখুশি হন
হাসিখুশি মানুষ সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনি যদি হাসিখুশি হন তাহলে তা অন্যকে আকর্ষণ করতে সহায়ক হবে। এ বিষয়টি বহু গবেষণায় প্রমাণিত হয়েছে। সুইজারল্যান্ডের দুটি গবেষণায় দেখা গেছে, হাসিখুশি মানুষ অন্যদের তুলনায় সুখী হয় এবং অন্যকে আকর্ষণে প্রভাব বিস্তার করে।
১১. আপনি যদি সঙ্গীতে পারদর্শী হন
যারা গান গাইতে বা বাজনা বাজাতে পারে, তারা অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। ফ্রান্সের এক গবেষণায় দেখা গেছে, সঙ্গীতের অনুশীলন বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে।
১২. লাল রঙের পোশাক পরলে
লাল পোশাক পরা ব্যক্তি বিপরীত লিঙ্গের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। স্লোভেনিয়ার এক গবেষণায় দেখা যায়, লাল পোশাক পরা নারী বিপরীত লিঙ্গকে আকর্ষণে বেশি সফল হয়। এটি যৌনতার ক্ষেত্রেও আকর্ষণ তৈরি করে।
১৩. আপনার যদি থাকে বিশেষ ধরনের দাড়ি
দাড়ির মাত্রার ওপরও নারীর আকর্ষণের মাত্রা নির্ভর করে বলে অস্ট্রেলিয়ার এক গবেষণায় উঠে এসেছে। এতে দেখা গেছে, যাদের ঘন ছোট দাড়ি আছে, নারীরা তাদেরই সবচেয়ে আকর্ষণীয় মনে করে। অন্যদিকে ঘন বড় দাড়ি, হালকা দাড়ি কিংবা পরিষ্কার সেভ করা দাড়ি তাদের কাছে কম আকর্ষণীয়।
13 reasons to love that which you can not even imagine
There is no specific reason to love reading. Situations that may cause you a lot of love, which you can think of. At 13, because with this kind of writing. According to the Business Insider report.
1. Something hot together
If you work in any of the adventure together with someone that you can create a relationship between the de coeur. In 1974, the research is proved. Have seen, a risky and thrilling work together to increase the chances of being in love with each other.
II. If the priority
Smrtisaktite would prevail in any case affect anyone. If someone gives you the upper hand with the opposite sex in a relationship can be.
13 reasons to love that which you can not even imagine
3. Live near
Useful to the people who live around you, if you wish to be in love with her is likely enough. MIT study shows that, among the students is to create a feeling of closeness to each other near the middle of the bus karadera. The communication between them is caused by the direct and indirect, which would encourage them to take the next step in the relationship.
4. Beautiful home in
Many men know a nice car, to attract females. But it's not just the cars, houses lingake attract the opposite. If you live in a beautiful home, it will be very effective in order to attract people to the mind. It has been proven in a study at Cardiff Metropolitan University.
13 reasons to love that which you can not even imagine
5. If you have pets
Have pets, that men prefer women. Especially if you have a pet dog then it can attract many people.
6. If you do not like the first time
After you meet someone if the first does not seem interesting to him, then do not be disappointed. Because studies have shown that, after watching the first time, and many people do not like. But the order of his weakness and love are made. It is proved in a study of 197.
7. If you are matched with someone walking speed
If you match the speed of your walk with someone does not think the matter of coincidence. Love relationship with the walk. Studies have shown that men preferred women to keep up with the pace of their walk reduces. And who does not akarsanabodha each other, they do not walk the fair speed.
13 reasons to love that which you can not even imagine
8. Vinyl look
Increase the chances of your love with a person, if he look like you're worth. If any two people that she was beautiful than others, then there is the possibility of creating a relationship between them. Similarly, both are worse than others, if you look at them, leads to the possibility of love.
9. If cosmetics surgery
The opposite face of the cosmetics surgery lingake more than they attract others. Age, especially in a manner as to show bataksa is injected under the skin. This age is lower than the cry. Akarsanabodha the result of the opposite sex.
10. If you're happy
People can easily attract the opposite lingake sunny. If you're happy, it will help to attract others. It has been proven in many studies. Switzerland's two studies, sunny, people are happier than others, and others to influence attraction.
11. If you are adept in music
Who can sing or play music, they are the center of attraction. Studies in France, contrary to the practice of music lingake attract.
1. Red robe isolated
The center of attraction of the opposite sex who is wearing a red dress. Slovenia is one of the study, a woman wearing a red dress is more successful to attract the opposite lingake. It creates interest in sex.
13. If you have a special kind of beard
Depending on the level of interest that the magnitude of breath, an Australian woman were found. It has been shown, there are frequent small beards, women in their most attractive. The thicker the big beard, light beard or a beard to save clean them less attractive.