৭টি কৌশলে স্মৃতিশক্তি বাড়ান
আপনি হয়তো খেয়াল করে দেখবেন কিছু লোক চমৎকার ভাবে মনে রাখতে পারছে কোন ঘটনা বা বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ। আবার খুব সহজেই শিখে নিচ্ছে নতুন কিছু। আর আপনি মনে মনে আক্ষেপ করেন সেই লোকের মতো কেন আপনার স্মরণশক্তি নেই? তবে কি আপনার মেধা কম! না, আপনার মেধা অবশ্যই কম না। সকলে একভাবে মনে রাখতে পারে না। কারণ, সবার মস্তিষ্কের গঠন একরকম নয়। তবে কয়েকটি সহজ কৌশলে আপনিও বাড়িয়ে নিতে পারেন মেমোরি পাওয়ার।
১. ব্যায়াম করুন আর শরীরকে রাখুন সচল
ব্যায়াম শুধু আপনার শরীরকেই সচল করে না, এটি আপনার মস্তিষ্ককেও সচল রাখে। স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্যও ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল না থাকলে রক্তবাহী নালীগুলো চর্বি জমে। ফলে স্বাভাবিক রক্তচলাচল ব্যহত হয়। মস্তিষ্কে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবারাহ বাধাপ্রাপ্ত হয়। যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলোও। তাই নিয়মিত ব্যায়াম করুন, সচল রাখুন আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো।
২. মানসিক চাপ কমিয়ে আনুন, বিষন্নতা দূর করুন
রাগ, ক্ষোভ বা উদ্বেগ আপনার ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দেয়, যা আপনার স্মরণশক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। মানসিক চাপের মধ্যে বিষন্নতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে। বিষণ্ণতা আপনার মনোযোগ দেয়ার ক্ষমতা কমিয়ে ফেলে এবং রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। করটিসেলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, বিশেষ করে হিপ্পোক্যাম্পাসের। যেখানে শর্টটার্ম মেমোরি সংরক্ষিত থাকে। তাই বিষণ্ণতা সহ সকল মানসিক চাপ যতদূর সম্ভব কমিয়ে ফেলুন।
৩. পর্যাপ্ত ঘুমান
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্কসংরক্ষণ করতে থাকে। আর ঘুমকে বলা হয় মেমোরি চার্জার। ঘুমের সময় আপনার মেমোরি পরবর্তী স্মৃতি ধরার জন্য প্রস্তুত হয়। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন।
৪. বিষয়গুলো লিখে রাখুন
যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমাণ বাড়ে। তাই লিখে রাখুন ডায়রিতে, ইমেইলে বা ব্যক্তিগত ব্লগে।
৫. গান শুনুন
অবাক হচ্ছেন? ভাবছেন- স্মৃতির সাথে গান শোনার কী সম্পর্ক? গবেষকরা দেখিয়েছেন কিছু সংগীত স্মৃতিশক্তি বাড়াতে উপকারি। ব্যাপারটা এই রকম: কোনো ঘটনার সময় আপনি যদি কোন গান শুনেন তবে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহের স্মৃতি আপনার মস্তিষ্কে জেগে উঠবে।
৬. পুষ্টিকর খাবার খান
মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন। প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন। বিশেষ করে বাসি-দূষিত খাবার খাবেন না। ওগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আর ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন। এগুলো আপনার মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর।
৭. অন্যকে শেখান
নিজে যা শিখতে চাচ্ছেন। তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান। আরজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ঘাটতিগুলো ধরতে পারছেন। আবার চর্চাও হবে আরেক জনকে শেখানোর মাধ্যমে। নতুন কিছু বিষয়ে আপনার কোনো চিন্তা আরেকজনের সাথে শেয়ারও করতে পারেন। তাহলে আপনার স্মৃতিতে তা স্থায়ী হবে। লোকটাকে দেখা মাত্রই বিষয়টি আপনার স্মৃতিতে আসবে।
চর্চা আর প্রচেষ্টার মাধ্যমে সব কিছু অর্জন সম্ভব। একটু চেষ্টা করলেই বাড়িয়ে নিতে পারেন স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা। সুস্থ থাকুন। - ওয়েবসাইট
7 strategies to increase retention
You may have noticed a nice way to remember that some people can see the contents of any events or thorough. Is again easily learn something new. And why do you think your memory is like the man who regrets? However, lower your head! No, you must not be less than intellectual. Similarly, can not remember all. Because the structure of the brain are not identical. However, a few simple strategies you can take to increase the memory power.
1. Exercise to keep the body in motion
Exercise does not just enable your sarirakei, it keeps your brain active. Obesity and excess weight is harmful to your breinera. If you do not exercise regularly or blood naligulo body fat accumulation অঙ্গপ্রত্যঙ্গগুলো motion. This reduction in normal blood circulation. Supplying oxygen through the blood to the brain is interrupted. Which may be due to the damaged brain tissue. So regular exercise, stay active in your body - pratyangagulo.
The. Bring to reduce stress, depression Remover
Anger, anger or anxiety brought your brenake for some time, which can affect your memory is in decline. The brain damage in stress and depression. Putting the power of your attention sadness and increases the level of cortisol in the blood. Karatiselera level decreases with increasing brain function, especially in the hippocampal. Where sartatarma memory is stored. Remove as much as possible to reduce stress, including the sadness.
3. Enough sleep
A grown man should sleep for eight hours daily. Makes a nice sleep, your brain is more efficient. During the recent period of sleep is to mastiskasanraksana notes. Charger and memory ghumake is called. Your memory is ready to catch the next memories during sleep. Through regular enough sleep can increase the memory.
4. Write down things
To write down the things you want to keep in mind to practice. There's a scientific explanation. Increases the amount of oxygen-rich the circulation of blood to the brain while writing. So keep writing diary, email, or personal blog.
5. Listen to Music
Are surprised? Think - what about listening to the people? Some researchers showed that music is beneficial to increase retention. It looks like this: in any case, but if you listen to a song while listening to the same song, memories of the event, your brain will wake up climate.
6. Eat nutritious foods
Of course you add vitamins to boost brain function and eat nutritious food. Fresh fruits, dark green vegetables, fish, meat, eggs, milk, protein and mineral-rich foods such as whole wheat bread to take. The amount of drinking water. To avoid lots of fatty foods. Especially stale - do not eat contaminated food. They are dangerous for health. And refrain from smoking and alcohol use. They are a bad for your brain.
7. Teach Others
Trying to learn on your own. Once you learn and teach others about it. Can you see the catch, train arajanake ghatatigulo sense. Will be practiced again with another soul to teach. Any thoughts you can share it with another person about something new can. If it will last in your memory. Man as soon as it arrives in your memory.
You can achieve all things through practice and effort. You can try to give a little to increase the memory, the ability to think. Stay healthy. - Website
আপনি হয়তো খেয়াল করে দেখবেন কিছু লোক চমৎকার ভাবে মনে রাখতে পারছে কোন ঘটনা বা বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ। আবার খুব সহজেই শিখে নিচ্ছে নতুন কিছু। আর আপনি মনে মনে আক্ষেপ করেন সেই লোকের মতো কেন আপনার স্মরণশক্তি নেই? তবে কি আপনার মেধা কম! না, আপনার মেধা অবশ্যই কম না। সকলে একভাবে মনে রাখতে পারে না। কারণ, সবার মস্তিষ্কের গঠন একরকম নয়। তবে কয়েকটি সহজ কৌশলে আপনিও বাড়িয়ে নিতে পারেন মেমোরি পাওয়ার।
১. ব্যায়াম করুন আর শরীরকে রাখুন সচল
ব্যায়াম শুধু আপনার শরীরকেই সচল করে না, এটি আপনার মস্তিষ্ককেও সচল রাখে। স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্যও ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল না থাকলে রক্তবাহী নালীগুলো চর্বি জমে। ফলে স্বাভাবিক রক্তচলাচল ব্যহত হয়। মস্তিষ্কে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবারাহ বাধাপ্রাপ্ত হয়। যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলোও। তাই নিয়মিত ব্যায়াম করুন, সচল রাখুন আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো।
২. মানসিক চাপ কমিয়ে আনুন, বিষন্নতা দূর করুন
রাগ, ক্ষোভ বা উদ্বেগ আপনার ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দেয়, যা আপনার স্মরণশক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। মানসিক চাপের মধ্যে বিষন্নতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে। বিষণ্ণতা আপনার মনোযোগ দেয়ার ক্ষমতা কমিয়ে ফেলে এবং রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। করটিসেলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, বিশেষ করে হিপ্পোক্যাম্পাসের। যেখানে শর্টটার্ম মেমোরি সংরক্ষিত থাকে। তাই বিষণ্ণতা সহ সকল মানসিক চাপ যতদূর সম্ভব কমিয়ে ফেলুন।
৩. পর্যাপ্ত ঘুমান
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্কসংরক্ষণ করতে থাকে। আর ঘুমকে বলা হয় মেমোরি চার্জার। ঘুমের সময় আপনার মেমোরি পরবর্তী স্মৃতি ধরার জন্য প্রস্তুত হয়। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়াতে পারেন।
৪. বিষয়গুলো লিখে রাখুন
যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমাণ বাড়ে। তাই লিখে রাখুন ডায়রিতে, ইমেইলে বা ব্যক্তিগত ব্লগে।
৫. গান শুনুন
অবাক হচ্ছেন? ভাবছেন- স্মৃতির সাথে গান শোনার কী সম্পর্ক? গবেষকরা দেখিয়েছেন কিছু সংগীত স্মৃতিশক্তি বাড়াতে উপকারি। ব্যাপারটা এই রকম: কোনো ঘটনার সময় আপনি যদি কোন গান শুনেন তবে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহের স্মৃতি আপনার মস্তিষ্কে জেগে উঠবে।
৬. পুষ্টিকর খাবার খান
মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন। প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন। বিশেষ করে বাসি-দূষিত খাবার খাবেন না। ওগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আর ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন। এগুলো আপনার মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর।
৭. অন্যকে শেখান
নিজে যা শিখতে চাচ্ছেন। তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান। আরজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ঘাটতিগুলো ধরতে পারছেন। আবার চর্চাও হবে আরেক জনকে শেখানোর মাধ্যমে। নতুন কিছু বিষয়ে আপনার কোনো চিন্তা আরেকজনের সাথে শেয়ারও করতে পারেন। তাহলে আপনার স্মৃতিতে তা স্থায়ী হবে। লোকটাকে দেখা মাত্রই বিষয়টি আপনার স্মৃতিতে আসবে।
চর্চা আর প্রচেষ্টার মাধ্যমে সব কিছু অর্জন সম্ভব। একটু চেষ্টা করলেই বাড়িয়ে নিতে পারেন স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা। সুস্থ থাকুন। - ওয়েবসাইট
7 strategies to increase retention
You may have noticed a nice way to remember that some people can see the contents of any events or thorough. Is again easily learn something new. And why do you think your memory is like the man who regrets? However, lower your head! No, you must not be less than intellectual. Similarly, can not remember all. Because the structure of the brain are not identical. However, a few simple strategies you can take to increase the memory power.
1. Exercise to keep the body in motion
Exercise does not just enable your sarirakei, it keeps your brain active. Obesity and excess weight is harmful to your breinera. If you do not exercise regularly or blood naligulo body fat accumulation অঙ্গপ্রত্যঙ্গগুলো motion. This reduction in normal blood circulation. Supplying oxygen through the blood to the brain is interrupted. Which may be due to the damaged brain tissue. So regular exercise, stay active in your body - pratyangagulo.
The. Bring to reduce stress, depression Remover
Anger, anger or anxiety brought your brenake for some time, which can affect your memory is in decline. The brain damage in stress and depression. Putting the power of your attention sadness and increases the level of cortisol in the blood. Karatiselera level decreases with increasing brain function, especially in the hippocampal. Where sartatarma memory is stored. Remove as much as possible to reduce stress, including the sadness.
3. Enough sleep
A grown man should sleep for eight hours daily. Makes a nice sleep, your brain is more efficient. During the recent period of sleep is to mastiskasanraksana notes. Charger and memory ghumake is called. Your memory is ready to catch the next memories during sleep. Through regular enough sleep can increase the memory.
4. Write down things
To write down the things you want to keep in mind to practice. There's a scientific explanation. Increases the amount of oxygen-rich the circulation of blood to the brain while writing. So keep writing diary, email, or personal blog.
5. Listen to Music
Are surprised? Think - what about listening to the people? Some researchers showed that music is beneficial to increase retention. It looks like this: in any case, but if you listen to a song while listening to the same song, memories of the event, your brain will wake up climate.
6. Eat nutritious foods
Of course you add vitamins to boost brain function and eat nutritious food. Fresh fruits, dark green vegetables, fish, meat, eggs, milk, protein and mineral-rich foods such as whole wheat bread to take. The amount of drinking water. To avoid lots of fatty foods. Especially stale - do not eat contaminated food. They are dangerous for health. And refrain from smoking and alcohol use. They are a bad for your brain.
7. Teach Others
Trying to learn on your own. Once you learn and teach others about it. Can you see the catch, train arajanake ghatatigulo sense. Will be practiced again with another soul to teach. Any thoughts you can share it with another person about something new can. If it will last in your memory. Man as soon as it arrives in your memory.
You can achieve all things through practice and effort. You can try to give a little to increase the memory, the ability to think. Stay healthy. - Website
No comments:
Post a Comment