Thursday, July 10, 2014

নারী চিনুন নাকে

নারী চিনুন নাকে
নাক দিয়েও লোক চেনা যায়, বিশেষত মহিলাদের। কোনো মহিলার স্বভাব এবং ব্যক্তিত্ব তাঁর নাক দেখেও জানা যায়। সমুদ্রশাস্ত্রে মতে, যাঁদের নাক সোজা এবং লম্বা, তাঁরা ব্যবাহারে কুশল এবং ভালো মনের মানুষ হন। আবার যাঁদের নাক টিয়া পাখির মতো নীচের দিকে ঝুঁকে থাকে, তাঁরা বুদ্ধিমান এবং ভাগ্যবান হন। এমন ব্যক্তি নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী জীবনের সমস্ত সুখ লাভ করেন।
যাঁদের নাক লম্বা এবং মোটা, তাঁদের মধ্যে কাম-ভাবনা প্রবল। এঁরা খুব বিলাসী। কিন্তু যে মহিলার নাক ছোট এবং সামনের দিকে মোটা, তাঁরা খুব রোম্যান্টিক হন। এঁরা অ্যারেঞ্জ ম্যারেজের পরিবর্তে লাভ ম্যারেজ করে থাকেন।

The guy with the nose is known, especially women. His nose is to see a woman's temperament and personality. According samudrasastre, whose nose is straight and long, well-being and a good mind, the behavior of people they are. Parakeet bird whose nose again incline towards the bottom, they're cute and lucky. According to the knowledge of the person's qualifications and all the happiness in life. 

Whose nose is long and thick, in their work - strong ideas. They are very delicate. But the woman at the front of the nose is short and thick, and they are very romantic. They are ayarenja Marriage Marriage profits instead.

No comments:

Post a Comment