Tuesday, July 8, 2014

মাথার ওপর মশারা ওড়ে কেন !?

>>> মাথার ওপর মশারা ওড়ে কেন !?! <<<

সন্ধ্যার দিকে মাঠে বা নদীর পাড়ে হাঁটার সময় মশারা চারপাশ থেকে এসে দলবেঁধে মাথার ওপর জড়ো হয়। ফানেলের আকার ধারণ করে ঘুরপাক খেতে থাকে। হাত দিয়ে তাড়াতে চাইলেও ওরা যায় না। একটানা ভনভন শব্দ করে উড়তে থাকে। আমরা হাঁটাহাঁটি করলে মশার দলও সেই ফানেলের আকৃতি অবিকৃত রেখে মাথার ওপরেই ঘুরন্ত অবস্থায় চলতে থাকে। কার্বন ডাই-অক্সাইড গ্যাস মশাকে আকর্ষণ করে বলেই এ রকম হয়। আমাদের নিঃশ্বাসের সঙ্গে এই গ্যাস বেরোয়। মশারা যে মানুষ চেনে, সেটা ওই কার্বন ডাই-অক্সাইড দিয়েই। দিনের আলো মশারা সহ্য করতে পারে না। তাই ওরা সন্ধ্যায় বেরোয়। এ সময় আমরা মাঠে হাঁটাহাঁটি করলে নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন ডাই-অক্সাইডের আকর্ষণে মশারা মাথার ওপর জড়ো হয়। বলা যায়, আমাদের নিঃশ্বাস-প্রশ্বাসই তাদের টেনে আনে আমাদের মাথার ওপর। অনেক সময় মশা ছাড়াও অন্য কোনো পোকা বা একজাতীয় খুদে মাছি মাথার ওপর জড়ো হয়। এরা আসলে ঠিক আমাদের মাথা লক্ষ্য করে আসে না। আমাদের প্রশ্বাস ও শরীরের উষ্ণতাকে ওরা কোনো জলাভূমি থেকে উঠে আসা গ্যাস বা জলীয়বাষ্প বলে ধরে নেয়। সে জন্য সেখানে তারা জড়ো হয়। কারণ, জলাভূমিতে তাদের খাদ্য থাকে। শুধু খাদ্য নয়, জলাভূমি তাদের আদর্শ প্রজনন ক্ষেত্রও বটে। সেখানে দলবেঁধে উড়তে থাকে তাদের স্ত্রীজাতীয় সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য। আকৃষ্ট হয়ে সঙ্গীরা ছুটে এসে তাদের সঙ্গে মিলিত হয় এবং সেখান থেকে সোজা জলাভূমিতে চলে যায় ডিম পাড়ার জন্য।

Why do mosquitos Fly over >>> head!?! <<< 

Mosquitos in the evening during a walk around the field or from rivers draining the flock is gathered on the head. Revolving funnel forms are to eat. Even if they do not go out of hand. The continuous buzz words are flying. If we are walking on the head of the mosquito, leaving intact both the shape of the funnel ghuranta conditions persisted. Carbon dioxide - the same gas is considered to attract mosquitoes. We rash inhaled the gas. Mosquitos that people recognize, so the carbon dioxide - by. Mosquitos can not bear the light of day. So they exuded evening. At the time when we are walking in the field of inhaled carbon dioxide - are gathered on the attraction of mosquitos. It can be said, our breath - prasbasai draw them on our heads. Many of the mosquitoes or any other insects gather on the head is akin to the little fly. They do not actually come right out of our heads goals. Usnatake our breath and body they came from a wetland that takes gas or vapor. There she is, they gather. Because wetlands are in their food. Not just the food, Swamp is the ideal breeding grounds. Bird flocking there to attract attention to their fair partner. To attract mates rushed to meet them, and from there goes straight wetlands for egg laying.

No comments:

Post a Comment