Thursday, September 19, 2013

মশার যন্ত্রনায় সহজ সমাধানঃ




মশার যন্ত্রনায় সহজ সমাধানঃ
================
আপনারা হয়ত বিভিন্ন পেজ সূত্রে জানতে পেয়েছেন একটি কয়েল ১০০টি সিগারেটের সমান
ক্ষতিকর।এখন চিন্তার বিষয় তাহলে কিভাবে বাচা যায়? প্রাকৃতিক উপায়ে কিভাবে মশার হাত থেকে

 রক্ষা পাবেন।
প্লেটের মধ্যে একটি বা ২টি লেবুকে সমান ২ভাগে কেটে নিন, তারপর কিছু লবঙ্গ এর
মধ্যে গেথে দিয়ে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে রেখে দিন। লবঙ্গ প্রাকৃতিক রেপেলেন্ট 

হিসেবে কাজ করে মশাকে আপনার কাছ
থেকে দূরে রাখবে।
শেয়ার করতে ভুলবেন না






Mosquito yantranaya simple solution
================
You may have different pages
Got to know the formulas
A coil equals 100 cigarettes
Harmful. Concern to
How can you shelter?
Natural ways of how mosquitoes
You can protect.
Plates
Equal to one or two lebuke
Take 2bhage cut,
It's some cloves
Gethe in with the mosquito
Raid
We would like to keep.
Natural cloves repelenta
Mosquitoes as you work
Keep away from.
Do not forget to share

No comments:

Post a Comment